-
খুবি কমন এবং কঠিন একটি প্রশ্ন, মার্কেট এর মুভমেন্ত আপনি কিভাবে ধরতে পারবেন। এই মুভমেত্ন ধরার জন্য মারলেত এ অনেক strategy আছে এবং বিশ্বাস করুন শব নিয়ম গুলই কাজ করে, আমরাই সেগুল থিক মত ব্যাবহার করতে পারি না, কারন কোনও strategy কয়েকদিন ভাল ফল না দিলেই আমরা অন্ন আরেক সিস্তেম এর পিছনে দৌড়াই।
-
ফরেক্স মার্কেট এনা্লাইজ করার জন্য সব ট্রেডারার দুইটা পদ্ধতিকে অনুসারন করে থাকে একটা হল ফান্ডমেন্টাল মেথড যেখানে এনালাইজের ভিত্তি হিসাবে কোন দেশের অর্থনৈতিক, সামাজিক, ও রাজনৈতিক অবস্থাকে বিবেচনা করা হয়ে থাকে আর আরেকটা পর্ষায় হল টেকনিকাল যেখানে মার্কেট মুভমেন্টের কিছু ধারাবাহিক ধারাকে পরের মুভমেন্টের দিক হিসাবে ধরা হয়ে থাকে। ধন্যবাদ্
-
ফরেক্স মার্কেট এর এনালাইসিসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি
১। টেকনীক্যাল এনালাইসিস - যা মার্কেট এর চার্ট দেখে এনালাইসিস করা হয়ে থাকে
২। ফান্ডামেন্টাল এনালাইসিস - যা ফরেক্স মার্কেট বিভিন্ন দেশের রাজনৈতিক ,সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পর্যালোচনার উপর নির্ভর করে মার্কেট এর পরবর্তী ট্রেন্ড এর নির্দেশ করে ।
৩। সেন্টিমেন্টাল এনালাইসিস
-
ফরেক্স মার্কেটে এরনালাইসিস করার জন্য ৩ টি পরজায় দেখা জায় বা আছে এই ৩ টি জিনিস হল টেকনিকাল এনালাইসিস ,ফান্ডামেন্টাল এনালাইসিস ,সেন্টিমেন্টাল এনালাইসিস এই এনালাইসিস গুল যে ফরেক্স ট্রেডার ভাল করে শিখতে পারে সে ফরেক্স মার্কেটে সফল হতে পারবে বা ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবে ।
-
ফরেক্স মার্কেট এ এনালাইসিস আছে মোট তিন প্রকারের । যেমন ফাণ্ডামেন্টাল এনালাইসিস, টেকনিক্যাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস। এর মধ্যে আমার কাছে টেকনিক্যাল এনালাইসিস কে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়।কারন টেকনিক্যাল এনালাইসিস এ ট্রেড করলে লস এর সম্ভাবনা খুব কম থাকে। আর এই এনালাইসিসে ট্রেড করলে খুব দ্রুত সফলতা অজন করা যায়।
-
প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য আপনাকে Analysis করতে হবে। Analysis এর মাধ্যমে আপনি ট্রেড করার সঠিক আইডিয়া পেতে পারেন। Analysis মূলত ৩ প্রকার।
১। Fundamental Analysis
২। Technical Analysis
৩। Sentimental Analysis
আপনি প্রশ্ন করতে পারেন কোন ধরনের Analysis ভাল ?
উত্তরে আপনার জন্য ৩টি-ই গুরুত্বপূর্ন।
-
ফরেক্স মার্কেট থেকে মুনাফা আয় করতে হলে ভালো আনালাইসিস করতে জানতে হবে । ফরেক্স তিন ভালো আনালাইসিস করা যাই তা হল - ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস । এই আনালাইসিস গুলো ভালো ভাবে শিখতে পারলে ফরেক্স মার্কেট এ ভালো মুনাফা আয় করা সম্ভব হবে
-
আমি মনে করি যে প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ট্রেড করার সঠিক আইডিয়া পেতে পারেন। অ্যানালাইসিস মূলত ৩ প্রকারঃ ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস ৩ ধরনের অ্যানালাইসিসই গুরুত্বপূর্ণ।
এটা অনেকটা ৩ পা-ওয়ালা একটি টুলের মত। যদি এর কোন একটি পা ভেঙ্গে যায়, তাহলে টুলটি ভেঙ্গে যাবে এবং আপনিও মাটিতে পড়ে যাবেন। ফরেক্সের ক্ষেত্রেও আপনার কোন একটি অ্যানালাইসিস যদি দুর্বল হয়, তবে তা আপনার ব্যাপক লসের কারন হতে পারে। তাই সব ধরনের অ্যানালাইসিসই জরুরি।
-
ফরেক্স মার্কেটে এ্যানালাইছিস এর তিনটা পর্যায় রয়েছে তা হল :ট্রেকনিক্যাল এনালাইসিস ; ফান্ডামেন্টাল এ্যালাইসিস; এবং সেন্টিমেন্টাল এ্যানালাইসিস
-
প্রত্যেকটা কাজ যদি এনালাইসিস করা হয় তাহলে সেটা সফলতা অর্জন করতে পারে।ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ২টি এনালাইসিস এর উপর নির্ভর করতে হবে। ১. ফান্ডম্যান্টাল এনালাইসিস ২. টেকনিক্যাল এনালাইসিস।