ডেমো ট্রেডিং বলতে বুঝাই যে কিছু পরিমান র্ভাচুয়াল ইনভেস্ট এর মাধ্যমে ট্রেডিং ইনভাইরন্টে ট্রেড করা যেখানে লাভ-লস হতে পারে যার কোনটিই আপনার জন্য নয় । ব্যপারটি খেলার আগে খেলার মত পরিবেশে খেলার অনুশীল করা।
Printable View
ডেমো ট্রেডিং বলতে বুঝাই যে কিছু পরিমান র্ভাচুয়াল ইনভেস্ট এর মাধ্যমে ট্রেডিং ইনভাইরন্টে ট্রেড করা যেখানে লাভ-লস হতে পারে যার কোনটিই আপনার জন্য নয় । ব্যপারটি খেলার আগে খেলার মত পরিবেশে খেলার অনুশীল করা।
ফরেক্স বিজনেসে ডেমোর ভূমিকা অপরিসীম ডেমোতে প্রাকটিস করলে ফরেক্স সম্পর্কে আমরা প্রচুর অবিজ্ঞতা অর্জন করতে পারি।ডেমোর ট্রেডিং এর মাধ্যমে আমরা অনেক লস কমাতে পারি।ডেমো একাউন্ট ক্ষতির বাঁচতে সহায়তা করে।তাই আমি মনে করি ফরেক্স ব্যবসা ডেমোর অবিজ্ঞতা অত্যন্ত জুরুরী।
হ্যাঁ ডেমো ট্রেড আমার জানা মতে শুধুমাত্র দক্ষতা অর্জনের জন্য।ডেমো ট্রেড ফরেক্স মার্কেটের একটা অংশ। ডেমোতে প্র্যাকটিসের মাধ্যমে রিয়েল ট্রেডে উন্নতি করা যায়।কারন রিয়েল ট্রেডে প্র্যাকটিস করলে মার্কেটের মুভমেন্ট সম্পর্কে জানা যায়।সুতরাং বলা যায় যে ডেমো ট্রেড করে দক্ষতার মাধ্যমে রিয়েল ট্রেডে সফলতা অর্জন করা যায়।ডেমো ট্রেড শুধুমাত্র রিয়েল ট্রেডে উন্নতির জন্য প্র্যাকটিস স্বরুপ ব্যবহার হয়।
হুম্মম ট্রেড অভিজ্ঞতা অর্জন এর জন্য। এক জন নতুন ফরেক্স ট্রেডার কে অবশ্যই ড্রেমু করা উচিত আমি মনে করি। এর ফলে মার্কেট সম্পকে অনেক ধারনা পাওয়া যায়, অনেক কিছু শিখা যায়। লস ও হওয়ার সম্ভাবনা কম থাকে যখন রিয়েল ট্রেড করা হয়। আর আজকে যারা সফল ট্রেডার তারা অধিক অধিক ড্রেমু ট্রেড করেছে বলেই তারা আজ লাভ বান
তাই অবশ্যই ড্রেমু ট্রেড করা উচিত।
ফরেক্স থেকে মুনাফা আয় করতে চাইলে আগে ডেমো ট্রেডিং অবশ্যই আগে করতে হবে। ডেমো ট্রেডিং না করে ফরেক্স শুরু করলে সে মুনাফা আয় করতে পারবে না। তাই আগে ডেমো ট্রেডিং করে পুরোপুরি শেখে শুরু করলে সে লাভ করতে পারবে। ডেমো ট্রেডিং প্রতিযোগিতাই অংশ গ্রহন করে ভালো প্রজিসন এ জেতে পারলে সেখান থেকে অনেক মুনাফা অর্জন করতে পারবে।
হাঁ ডেমো অনুশীলন শুধু আপনার দক্ষতা বিদ্ধি করার জন্য,আমার জানা মতে নতুনদের মিনিমাম ৬ মাস ডেমো অনুশীলন করা উচিত, কারণ একমাত্র ডেমোই আপনার আভিক্ষতা বাড়াতে পারে,আমি অনেক নতুনদের দেধেছি তারা ডেমো অনুশীলন না করে প্রথমমেই মুল অ্যাকাউন্ট এ কাজ করতে গিয়ে অ্যাকাউন্ট জিরো করে ফেলে তাই সবার উচিত প্রথমে ডেমো অনুশীলন করা।
ফরেক্স বিজনেস সহজ কিছু নয়।এজন্য প্রয়োজন হয় ফরেক্সের বিভিন্ন কৌশল ও অভিজ্ঞতা।এগুলো যদি রিয়েল ট্রেডিং করার আগেই পরিচিত হওয়া যায় তবে ভালো হবে।যা আমরা ডেমো ট্রেড করে পেতে পারি।ডেমো করে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি।আর বর্তমানে বিভিন্ন ব্রোকার ডেমো কনটেস্ট করে থাকে। এখানে জয়ী হতে পারলে অভিজ্ঞতার সাথে কিছু ডলার বোনাস পাওয়া যায়।
ডেমো ট্রেডিং করলে ট্রেডিং শিখা যায়।রিয়েল মার্কেটেই কিন্তু ডেমো ট্রেডিং করতে হয়।এজন্য লসের সম্ভবনা ছাড়াই রিয়েল মার্কেটে ট্রেড করা যায়।এজন্য অনেকদিন ডেমো ট্রেড করলে মার্কেট সম্পর্কে ভালো ধারনা অর্জিত হয়।এগুলো অভিজ্ঞতার ঝুলিকে করে সমৃদ্ধ। এজন্য বলা হয়ে থাকে ডেমো ট্রেড করো আর অভিজ্ঞতা অর্জন করো।
ডেমো ট্রেডিং শুধু অভিজ্ঞতা অরজনের জন্য না ডেমো ট্রেডিং থেকে ফরেক্স এ অনেক কিছু শিখার আছে আমরা ডেমো ট্রেডিং করে আমরা অনেক ভুল বের করে আনতে পারি সেই ভুল সংশোধনের জন্য আমরা ডেমো ট্রেডিং করে থাকি এতে আরও অভিজ্ঞতা অর্জন হই।
না কারন ডেমো করে আমরা অনেক কিছু ফরেক্স থেকে জ্ঞান্ অর্জন করতে পারি। তাই আমি বলবো যে ডেমো শুধু অভিজ্ঞাতা অর্জনের জন্য নই এটি দ্বারা আমরা অনেক কিছুই করতে পারি । যেমন আমরা যখন মার্কেটে থাকি না বা ট্রেড করি না তখন আমার ডেমো করতে পারি তহলে আমরা বুঝতে পারবো যে কখন মার্কেট আমাদের বিপরিতে গিযেছিল এবং কেন বিপরিতেগিয়েছিলি সেটি আমরা খুজে বের করতে পারি এবং পরবর্তিতে যেন আমরা লস না করি