-
ফরেক্স মার্কেট এ স্টপ লস একটা গুরুত্তপুর্ণ ভুমিকা পালন করে। স্টপ লস বড় ধরনের লসের হাত থেকে একাউন্ট কে রক্ষা করে। স্টপ লস দিয়ে রিস্ক ম্যানেজমেন্ট করা যায়। এর মাধ্যমে একটি ট্রেড এ কততুকু লস করবেন তা ঠিক করে নেয়া যায়। এটি ব্যভার করলে এবং রিওয়ার্ড ঠিক রাখলে লাভের পরিমান্টা বাড়বে। তাই ট্রেড করলে স্টপ লস টেক প্রফিট দিয়ে ট্রেড করাই ভাল।
-
আমরা যারা ট্রেডার অনেকের অনেক রকম কাজের মধ্যে আমরা ফরেক্স এ ট্রেড করে থাকি ।
এমনও অনেক সময় আছে আমরা সব সময় মার্কেটে বসে থাকতে পারি না সে ক্ষেত্রে আমরা যদি মার্কেটে আপ-ডাউন হয় তাহলে তা আমরা বন্ধ করতে পারি না , সেই কারনে অনেকে এই স্টপ লস এর ব্যবহার করে থাকে ।
-
হ্যাঁ আমি মনে করি স্টপ লস এর ফরেক্স এ একটি গুরুত্ব পূর্ণ বিষয় । আমরা অনেক সময় ফরেক্স মার্কেট এ ট্রেড করার পর বেশি সময় দিতে পারি না । তখন মার্কেট এ যদি ডাউন হয় তাহলে এই স্টপ লস খুবই কাজে আসে আমি মনে করি ট্রেডারগনের । তাই আমি মনে করি সবাইকে স্টপ লস সম্পরকে ভাল ভাবে জানতে হবে।
-
আপনি যদি লস কম করতে চান বা লাভ বেশি করতে চান তাহলে স্টপ লস দেয়ার প্রয়োজন নেই । স্টপ লস বেবহার করলে আপনি লস কম করবেন আবার ঠিক উলটো লাভ কম হবে । বেবে দেখুন লস যদি বেশি পরিমান হয় তাহলে আপনার আকাউন্ট জিরো হয়ে জেতে পারে । স্টপ লস জুকি কম ,লস কম করতে ছাইলে স্টপ লস এর বিকল্প নেই ।
-
ফরেক্স মার্কেত একটি গতিশীল মার্কেট। প্রতি মূহুর্তেই ফরেক্স মার্কেট ওঠানামা করে। আবার যারা ফরেক্স ট্রেদ করে তারা সবসময় মার্কেটের সামনে বসে থাকতে পারে না। এসব ক্ষেত্রে ট্রেড নেয়া থাকলে এবং মার্কেটে যদি অপ্রত্যাশিত মুভমেন্ট হয় তবে একাউন্ট শূন্য হওয়ার ঝুকি কিংবা অনেক বেশি লস হওয়ার ঝুকি থাকে। এই ঝুকি এড়ানোর জন্য স্টপ লস খুব গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে।
-
এমনও অনেক সময় আছে আমরা সব সময় মার্কেটে বসে থাকতে পারি না সে ক্ষেত্রে আমরা যদি মার্কেটে আপ-ডাউন হয় তাহলে তা আমরা বন্ধ করতে পারি না , সেই কারনে স্টপ লস এর ব্যবহার খুব জরুরী ।ফরেক্স মার্কেটে যারা নতুন তারা অনেকে লোভে পরে অনেক ইনভেস্ট করে যার পরিনাম খারাপ হয় । ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।
-
ফরেক্স মার্কেটে স্টপলস খুবই খুবই *গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। এটি আপনার একাউন্টকে *০ হওয়ার হাত থেকে বাচায়। আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি, কিছুদিন আগে আমার একাউন্টে ৫০$ ছিলো কিন্তু ভূল বসত স্টপ লস না দেওয়ার কারনে ৬-৭ মিনিটের মাথায় আমার ব্যালেন্স ০.২২$ হয়ে গেছে। তো বুঝতেই পারতেছেন। আমি যদি স্টপ লস টা ঠিকমত দিতে পারতাম তাহলে লস হলেও সর্বোচ্চ ৫$ লস হতো। তো এক কথায় স্টপ লস আপনার ভালো বন্ধুর থেকেও ভালো বন্ধু।
-
ফরেক্স মার্কেটে যেমন লাভ আছে তেমনি লসও আছে। ট্রেড ওপেন করার পর মার্কেট বিপরীত দিকে মুভ করতে পারে। মার্কেট বিপরীত দিকে মুভ করলে যেন বেশি লস না হয় সেই জন্য স্টপ লস দেওয়া হয়। ফলে ব্যালেন্স হুমকির সম্মুখিন হয় না।
-
স্টপ লস ফরেক্স মার্কেটে আপনার ভালো বন্ধুর চেয়েও অনেক বড় কিছু। কারন ফরেক্স মার্কেট গতিশীল তার অবস্থার পরিবর্তন যে কোন সময় হতে পারে। তা আপনার ব্যলেন্স কে ০ করে দিতে পারে নিমিষেই। কিন্তু আপনি স্টপলস ব্যবহার করলে এর হাত থেকে রক্ষা পাবেন। কারন তখন আপনার একটা নির্দিষ্ঠ অবস্থান সনাক্ত করা থাকবে মার্কেট ওই পর্যন্ত আসলে এমনিতেই স্কোজ হয়ে যাবে আপনার ট্রেড।
-
আমার ধারনা মতে ফরেক্স মাকের্টে ট্রেড করার ক্ষেত্ত্রে স্টপ লস এর গুরুত্ত অনেক বেশী কারন যদি আমরা স্টপ লস ব্যাবহার করে ট্রেড করি তাহলে আমাদের একাউন্ট শূণ্য হওয়ার সম্বব না নেই । আর যদি স্টপ লস ব্যাবহার না করি তাহলে আমাদের একাউন্ট শূন্য হওয়ার সম্ভব না রয়েছে ।