-
ট্রেন্ড লাইন যদি সঠিকভাবে আকা যায় তবে তা অন্য যেকোনো মেথড থেকে ভাল ফলাফল দেয়। কিন্তু অধিকাংশ ট্রেডার সঠিকভাবে ট্রেন্ড লাইন আঁকতে পারে না এবং জোর করে ট্রেন্ড লাইন আকে জার ফলে তা কার্যকর হয় না।ফরেক্স মার্কেটে তিনটি দিক থাকে একটি হলো আপ ট্রেড, ডাউন ট্রেড আর একটি হলে সাইডওয়ে ট্রেড । আর ফরেক্স মার্কেট সাধারনত আমরা ট্রেড লাইন অনুসরন করে ট্রেড করে থাকি যেমন মার্কেট যদি ডাউন ট্রেড থাকে তাহলে আমরা সেল দেই আর যদি মার্কেট আপ ট্রেড এ থাকে তাহলে আমরা বাই দিই ।
-
মার্কেট এখন কোন গতিতে এগোচ্ছে তা ট্রেন্ড লাইন এর মাধ্যমে নির্বাচন করতে হয় । মার্কেট কোন পজিসন থেকে ট্রেন্ড পরিবর্তন হতে পারে তা আপনাকে সঠিক এনালাইসিস করে বের করতে হবে । আপনি সঠিক ট্রেন্ড নির্বাচন করতে পারলে অনেক মুনাফা আয় করার সম্ভবনা থেকে যাবে । সেই জন্য আপনাকে ভালো এনালাইসিস করতে জানতে হবে ।
-
ট্রেন্দ লাইন হল ফরেক্স মার্কেট এর সবছেয়ে ভাল বন্দু। আমরা যদি ঠিক মত ট্রেন্দ লাইন মেনে ট্রেড করি তাহল্কে আমাদের লসের সম্ভবনা অনেক কমে যাবে। আমাদের উচিত সব সময় মার্কেট এর গতি কন দিকে তা খেয়াল রাখা । আমি সব সময় এই মার্কেট এর পক্ষে ত্রেড করি।
-
ফরেক্স চার্ট এ প্রদর্শত লাইকে অঅ্যনালাইসিসের মধ্যমে অঙ্কিত লাইন কে ট্রেন্ড বলে।এ পদ্ধতিতে সঠিকভাবে ট্রেড
করতে হলে একজন ট্রেডারকে সুইং
হাই ও সুইং লো সঠিকভাবে
চিহ্নিত করতে হবে।
পিভট পয়েন্টগুলো সঠিকভাবে
চিহ্নিত করতে হবে।
এই পদ্ধতিতে কাজের
পরিসীমা হবে ৫টি ক্যান্ডেল এর
মধ্যে, এর
চেয়ে বেশী হলেও সমস্যা নেই
তবে চেষ্টা করতে হবে যেন ৫টি
ক্যান্ডেল এর মধ্যে যেন আঁকা যায়।
যে ৫টি ক্যান্ডেলের মধ্যে ট্রেন্ড
লাইনটি আঁকা হবে
সেগুলোর ভ্যলিড সুইং লো ও
হাই প্রাইচ আছে কিনা।
এখন এমন একটি ডাউনট্রেন্ড ট্রেন্ড
লাইন আঁকতে হবে যেটা আপনার বর্তমান
সুইং হাই ও আগের দিনের সুইং হাই
মিলেই হয়। লক্ষ রাখতে হবে যেন
ডাউনট্রেন্ড ট্রেন্ড লাইন এর ২য়
সুইং হাইটি যেন ১ম সুইং হাই
থেকে নিচে থাকে। না হলে ডাউনট্রেন্ড ট্রেন্ড লাইন
আঁকা হয়নি।
ট্রেন্ড লাইন আঁকার জন্য
ঠিক তার উল্টোটা করুন, শুধু লক্ষ
রাখতে হবে যে আপট্রেন্ড ট্রেন্ড লাইন
এর ২য় সুইং লো যেন ১ম সুইং লো
থেকে উপরে থাকে।
ট্রেন্ড লাইন আঁকার পর যখন দেখাযাবে
বর্তমান ক্যান্ডেলটি তার আগের
সুইং হাই / সুইং লো ক্যান্ডেল কে
অতিক্রম করে আপ/ডাউন এ যাচ্ছে
তখনই ট্রেড এ এন্ট্রি করা উচিত
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিট করার জন্য ভাল একটি ট্রেডিং প্লান ট্রেন্ড লাইন এই ট্রেন্ড লাইন জারা বুঝতে পারে তারা ফরেক্স মার্কেটে ভাল করতে পারে এবং ফরেক্স সম্পর্কে তাদের অভিজ্ঞতা ভাল এবং ফরেক্স করে তারা অনেক টাকা আয় করা সম্ভব হতে পারে।
-
ট্রেড লাইন হল ফরেক্স ট্রেডিং এর গুরুত্বপূর্ন টুল।অনেকেই মনে করে ফরেক্স এ আয় করা খুভই সহজ। ফরেক্স এ ট্রেড শুরু করা মানেই আয় শুরু করা। আমার তা মনে হয় না। আমার মনে হয় ফরেক্স এ আয় করা অনেক কঠিন বাপার।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিট করার জন্য ভাল একটি ট্রেডিং প্লান ট্রেন্ড লাইন এই ট্রেন্ড লাইন জারা বুঝতে পারে তারা ফরেক্স মার্কেটে ভাল করতে পারে এবং ফরেক্স সম্পর্কে তাদের অভিজ্ঞতা ভাল এবং ফরেক্স করে তারা অনেক টাকা আয় করা সম্ভব হতে পারে।
-
আসলে আমি মনে করি ফরেক্স মার্কেটের মুভমেন্ট বা ট্রেন্ড আইডেন্টিফাই বা সনাক্ত করার জন্য দক্ষ এবং অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা যে লাইন একে থাকেন তাকেই মূলত ট্রেন্ড লাইন বলে।
-
ট্রেড লাইন হলে ফরেক্স মার্কেটে থেকে থাকে এর সাথে আমরা সবাই পরিচিতি । কারন ফরেক্স মার্কেটে তিনটি দিক থাকে একটি হলো আপ ট্রেড, ডাউন ট্রেড আর একটি হলে সাইডওয়ে ট্রেড । আর ফরেক্স মার্কেট সাধারনত আমরা ট্রেড লাইন অনুসরন করে ট্রেড করে থাকি যেমন মার্কেট যদি ডাউন ট্রেড থাকে তাহলে আমরা সেল দেই আর যদি মার্কেট আপ ট্রেড এ থাকে তাহলে আমরা বাই দিই । ফরেক্স মার্কেটে ট্রেড লাইন বুঝতে এ টিকেই বুঝি ।
-
ট্রেন্ড লাইন হল ফরেক্স মার্কেটের একটা খুবই পরিচিত বিষয় ফরেক্স মার্কেটে তিনটি দিক থাকে একটি হলো আপ ট্রেড, ডাউন ট্রেড আর একটি হলে সাইডওয়ে ট্রেড এইসব ট্রেন্ড লাইন দেখে আমরা ফরতেক্স মার্কেটে ট্রেড করে থাকি আর এইসব এনলাইসিস যে ভালো করে করতে পারে সে ফরেক্স মার্কেটে তত ভালো করে