-
আমি কত% লাভ করবো তা নির্ভর করে সম্পুর্ন নিজের ট্রেডিং দক্ষতা আর কতটাকা বিনিয়োগ করা হয়েছে তার উপর। কারন সাধারনত দক্ষতা আর মালধন বিবেচনা করে রিক্স গ্রহন করা হয়।তাই আমাদের ফরেক্স শিখতে হবে অনেক ভালভাবে যেনো লাভ করতে গিয়ে যেনো শুন্য না হয়ে যায় এজন্ন মার্কেট কোনদিকে যাচ্ছে এসব বুঝেশুনে প্রফিট করা উচিৎ বাদবাকিটা আপনার কাজের উপরে নিরভর করবে।
-
ফরেক্স মার্কেট থেকে প্রাপ্য প্রফিট নির্ভর করে ট্রেডার ট্রেডিং দক্ষতার উপর। আপনি যত দক্ষ আপনার লাভ করার সম্ভাবনাও তত বেশি। সাধারনত ফরেক্স মার্কেট থেকে ২০% লাভকে স্বাভাবিক লাভ হিসেবে ধরা হয়। তবে এর জন্য আগে আপনাকে দক্ষ হতে হবে।আপনি কত পার্সেন্ট লাভ করতে পারবেন সেটা নির্ভর করবে আপনার অভিজ্ঞতা এবং ভালো দক্ষতার উপরে তাই আমাদের ফরেক্স শিখতে হবে অনেক ভালভাবে যেনো লাভ করতে গিয়ে যেনো শুন্য না হয়ে যায় এজন্ন মার্কেট কোনদিকে যাচ্ছে এসব বুঝেশুনে প্রফিট করা উচিৎ
-
আমি সব সময় eur/usd কারেন্সি পেয়ার নিয়ে ফরেক্স ট্রেড করে থাকি আর আমি এই কারেন্সি পেয়ার দিয়ে প্রতিদিন আমার মোট ব্যালেন্সের(১০০ ডলারের) ৫% প্রফিট করতে চাই আর আমি এই প্রফিট নিয়েই বেশ সন্তষ্ট।
-
ফরেক্স মার্কেট থেকে কতো % লাভ করা জায় সেটা বড় কথা না কারন এখান থেকে আয় করা নির্ভর করবে সুদু মাত্র ফরেক্স মার্কেট সম্পরকে তার অভিজ্ঞতার উপর তাই কতো % লাভ করা যাবে সেটা নির্ভর করবে নলেজের উপর।
-
ফরেক্স মার্কেট থেকে অনেক মানুয়স অনেক টাকা আয় করে তবে সব সময় যে লাভ হবে টা থিক না। আমি যদি ফরেক্স থেকে সব সময় লাভ করতে চায় তাহলে আমার লাভ আর লসের পারসেন্তেজ হিসাব করলে দেখা যাবে আমার লস বেসি হসসে লাভ কম। আমরা যদি বেসি করে লাভ করতে হচায় তাহলে আমাদের সব সময় মার্কেট এর নিওম মেনে ট্রেড করতে হবে।
-
ফেরেক্স মারকেট একটি বিশাল প্লাটফরম, এখান থেকে চাইলে অনেক লাভ করা যায়, আবার যুয়া খেলে এক বারেই অ্যাকাউন্টটি উরিয়ে দেয়া যায়। এটা নির্ভর করে আপনার উপর তবে আমার মতে এই মার্কেট থেকে প্রতিদিন ২.৫% প্রফিট নিতে পারাটা অনেক বড় বিষয়।
-
আপনি ফরেক্স মার্কেট থেকে কত % লাভ করবেন এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ফরেক্স মার্কেটে সম্পর্কে দক্ষতার উপর আমি মনে করি কেউ৮ যদি তার ১০০% দিয়ে ফ৯রেক্স মার্কেটে সব কিছু ভালো করে এনালাইসিস করে ট্রেড করে তাহলে সে এখান থেকে তার আশা পুরন করতে পারবে কারণ ফরেক্স মার্কেট হল আপনার মার্কেটে এখানে আপনি যেমন চাবভেন আপনি তেমন ফল পাবেন বলে আমি মনে করি
-
ফরেক্স মার্কেটে যেমন লাভ হয় তেমনি লস ও হয়। এখান শুধু লাভ করা সম্ভব নয় লস ও খেতে হবে। লাভ লস বাদ দিয়ে যেটা থাকবে সেটাই প্রফিট .আর আমি প্রতিটি মাসে ৮০% প্রফিট করতে চায়।
-
ফরেক্স মার্কেট একটি আন্তজাতিক মার্কেট , ফরেক্স বিজনেস ফুল্ল টাইম করা , অ্যান্ড যেকোন টাইম এ করা যাবে । আমি মনে করি যে ১০০ ডলার এ আমি প্রতিদিন ৫ ডলার ইনকাম হলে আমি খুশী ।
-
ফরেক্স মার্কেট থেকে আমরা ইচ্ছা করলে অনেক টাকা আয় করতে পারি। আমি যদি ইচ্ছা করি তবে খুব ভাল এনালাইসিস করে মার্কেট থেকে অনেক ভাল ফল পেতে পারি। মুভিং এভারেজ দিএ খুব ভাল ভাবে মার্কেট এর গতি বুঝা যায়। আমাদের অসব সময় খেয়াল রাখতে হবে যেন কোন ভাবে ভুল ত্রেড না করা হয়।