আমি যতদূর জানি ফোরামে মাসের ৩০ দিনই পোস্ট করা যায়। কিন্তু দৈনিক কতটা পোস্ট করা যায় সেই সম্পর্কে এখনো ভালমত জানতে পারিনি। সুধু এইটুকু জানি যে মাসে এই ফোরাম থেকে সর্বচ্চো ২৫০ ডলারের সমপরিমান পোস্ট করা যায়।
Printable View
আমি যতদূর জানি ফোরামে মাসের ৩০ দিনই পোস্ট করা যায়। কিন্তু দৈনিক কতটা পোস্ট করা যায় সেই সম্পর্কে এখনো ভালমত জানতে পারিনি। সুধু এইটুকু জানি যে মাসে এই ফোরাম থেকে সর্বচ্চো ২৫০ ডলারের সমপরিমান পোস্ট করা যায়।
ফরেক্স ফোরামে আপনি ৩০ দিনই পোষ্টিং করতে পারবেন। তবে আপনার পোষ্টিং এ কিছু নিয়ম কানুন মেনা চলতে হবে। যেমন বাংলা ফোরামে ইংরেজীতে পোষ্ট করা যাবেনা। চলিত ভাষা ব্যাবহার করতে হবে আঞ্চলিক ভাষা ব্যাবহার করা যাবেনা। বানান সঠিক হতে হবে। বিজ্ঞাপন বা প্রচারণা মূলক পোষ্ট করা যাবেনা। ধন্যবাদ
আপনি চাইলে ফরেক্স এর ফোরামে মাসে ৩০ দিনেই পোস্ট দিতে পারবেন । এর কোন বাধা নাই । তবে আপনার এখানে আসবার উদ্দেস্য ঠিক করে নিটে হবে আপনি যদি এখানে বোনাসের জন্য আসেন তবে এটি আপনার জন্য দুরভাগ্য। আপনি ফরেক্স সিখতে পারলেন না।
ফোরাম পোস্টিং মাসে ৩০ দিন ই করা যায়। ফোরাম পোস্টিং করার জন্য নিষিদ্ধ কোন দিন নাই। ফরেক্স মার্কেট সপ্তাহে ২ দিন বন্ধ থাকে কিন্তু ফোরাম পোস্টিং এর সাইট কোনদিন বন্ধ থাকে না। চাইলে যখন ইচ্ছা ফোরাম পোস্টিং করা যায়। তবে মাসে ২৫০ ডলার এর বেশি ফোরাম পোস্টিং বোনাস নেয়া যায় না।
ফোরামে মাসে ৩০ দিনই পোষ্টিং করা যায়।তবে আপনার প্রতিটি পোস্ট হতে হবে বস্তুনিষ্ট,সহজ,প্রাসাংগিক এবং তথ্যপুর্ন।আমি মনে করি যারা ফোরামে নতুন, তাদের পোস্ট করার আগে অবশ্যয় ফোরামের সকল নিয়ম-কানুন ভালভাবে পড়তে হবে।আর এতে ফোরাম সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
ফরেক্স বাংলা ফোরামে মাসে ৩০ দিনই পোষ্টিং করার ব্যাপারে কোন বাধা নিষেধ আছে কি-না। কিংবা আমি মাসে ৩০ দিনই পোষ্টিং কাজ করলে আমার একাউন্ট হুমকির সম্মুখীন হবে
হ্যাঁ। আপনি মাসে ৩০ দিন ই ফরেক্স এ পোস্টিং করতে পারবেন। তবে আপনাকে পোস্টিং এর নিয়ম মেনে পোস্টিং করতে হবে।
ফরেক্স ফোরাম এ আপনে ৩০ দিন
এই ফোরাম পোস্টিং করতে পারবেন । তবে কিছু কিছু
ফোরামে আপনার লিমিট থাকে ।
তবে আমি মনে করি আপনে যদি একজন অভিজ্ঞ
ট্রেডার হতে চাই
তাহলে আপনাকে আগে ফোরামে পোস্টিং এর কাজ
করতে হবে । আমি মনে করি
ফোরামে আপনি চাইলে মাসে ৩০ দিনই পোস্টিং করতে পারেন।এটা নিয়ে কনো বাধ্য বাধ্যকতা নেই। তবেই আপনার পোস্ট অবশ্যই সুন্দর, মার্জিত এবং শিক্ষণীয় হতে হবে।অপ্রয়োজনীয় উল্টাপাল্টা পোস্ট করা থেকে সর্বদাই বিরত থাকতে হবে এবং ফোরামের রুল অবশ্যই মেনে চলতে হবে।আপনি যদি ফোরামের রুল না পড়ে থাকেন তাহলে ফোরাম রুলস বিভাগটি ভালোভাবে পড়ে নিন।
ফরেক্স ফোরাম এ আপনে ৩০ দিন
এই ফোরাম পোস্টিং করতে পারবেন । তবে কিছু কিছু
ফোরামে আপনার লিমিট থাকে ।
তবে আমি মনে করি আপনে যদি একজন অভিজ্ঞ
ট্রেডার হতে চাই
তাহলে আপনাকে আগে ফোরামে পোস্টিং এর কাজ
করতে হবে