-
মার্কেটে যেসব কারেন্সি খুব তাড়াতাড়ি মুভ করে সেগুলোতে ট্রেড করা ভালো। ফরেক্স মার্কেটে অতিপরিচিত মুদ্রাগুলো মুভ বেশি করে সে ক্ষেত্রে ঐসকল কারেন্সিতে ট্রেড করা প্রয়োজন। আমার মতে jpy কারেন্সি বেশি মুভ করে সেক্ষেত্রে এই কারেন্সিতে ট্রেড করা ভালো। যারা অল্পতেই বেশি প্রফিট করতে চান তারা মুভ করা কারেন্সি গুলো বেছে নিতে পারেন। তাহলে মার্কেটে আপনারা ভালোভাবে লাভবান হতে পারবেন।.......ধন্যবাদ
-
মেজর বা বেশি পরিচিত কারেন্সি বা পেয়ার গুলোতে ট্রেড করে লাভ বেশি কারণ এইসব কারেন্সি বা পেয়ারগুলোতে ট্রেড করার জন্য ব্রোকারগুলো কম স্প্রেড বা ব্রোকার ফি কাটে। আর কম স্প্রেড হওয়ার কারণে ঐসব ট্রেডে আপনার লাভের পরিমাণও বেশি হবে এটাই স্বাভাবিক। মেজর পেয়ারগুলোর মধ্যে ইউরো-ইউএসডি, জিবিপি-ইউএসডি, ইউএসডি-জেপিওয়াই, ইউএসডি-সিএইছএফ এই পেয়ারগুলোতে ট্রেড করা ভালো।
-
ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারে ট্রেড ওপেন করা লাভজনক সেটা নির্ভর করে একান্তই একজন ট্রেডারের দক্ষতার উপর । এক একজন ট্রেডার এর মতামত এক এক রকম এবং কারেন্সি নির্বাচন করা ও আলাদা ধরনের । তাই যার যে কারেন্সিতে ট্রেড ওপেন করার দক্ষতা বেশি,,, সেই ট্রেডার সেই কারেন্সি পেয়ারে ট্রেড ওপেন করলে বেশি লাভজনক হবে,,,, ধন্যবাদ ।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে সব কারেন্সিতেই ট্রেড করা যায়।তবে এধের মধ্য কিছু কারেন্সি আছে যেগুুলোতে ট্রেড করা ভালো।যেমন eurusd, gbpusd, usdcad,eurchf ইত্যাদি কারেন্সিতে ট্রেড করা ভালো।এ কারেন্সিগুলো আমার ভালো লাগে।
-
ফরেক্স এ সকল কারেন্সি পেয়ার কম বা বেশী মুভ করে। আপনি যদি দ্রুত প্রফিট আনতে চান তাহলে যে গুলো বেশী মুভ করে সেগুলো ফলো করতে পারেন। jpy পেয়ার গুলো মারাত্নক ভাবে মুভ করে। আর ও অন্যান্য পেয়ার আছে যে গুলো ট্রেড করলে আপনি প্রফিট করতে পারেন
-
মার্কেট এ একেক সময় একেকটা পেয়ার বেশি মুভ করে আপনি যদি মুভিং এভারেজ দেখে ট্রেড করেন তাহলে আপনি কারেন্সি পেয়ারের ভালো সুবিধা নিতে পারেন সেজন্য আপনাকে লং টাইম ট্রেড না করে সর্ট টাইম ট্রেড করতে হবে অথবা আপনি স্ক্যাল্পিং ট্রেড করতে পারেন।
-
1 Attachment(s)
যেসকল কারেন্সি পেয়ারের ভোলাটিলিটি কম এবং কম রেঞ্জের মধ্যে ওঠানামা করে থাকে সেই সকল কারেন্সি পেয়ারে ট্রেড করা সবচেয়ে নিরাপদ। সাধারণত যে সকল কারেন্সি পেয়ারের লিকুইডিটি বেশি থাকে তারা কম ভোলাটাইল হয়ে থাকে। এখানে ভোলাটিলিটি বলতে মার্কেটের ওঠানামার হার বোঝানো হয়েছে। অর্থাৎ যে সকল কারেন্সি পেয়ার প্রতিদিন অধিক পরিমাণ উঠানামা করে সেই সকল কারেন্সি পেয়ারে ট্রেড করা নিরাপদ নয় এবং যে সকল কারেন্সি পেয়ার কম ওঠা নামা করে থাকে সে সকল কারেন্সি পেয়ারে ট্রেড করা নিরাপদ। কম ভোলাটাইল কারেন্সি পেয়ার গুলোর মধ্যে ইউরো/ইউএসডি, ইউরো/জিবিপি,এনজেডডি/ইউএসডি, ইউএসডি/সিএইচএফ অন্যতম।
[ATTACH=CONFIG]10387[/ATTACH]
-
যদি দ্রুত প্রফিট আনতে চান তাহলে যে গুলো বেশী মুভ করে সেগুলো ফলো করতে পারেন। jpy পেয়ার গুলো মারাত্নক ভাবে মুভ করে । একটি নির্দিষ্ট কারেন্সি পেয়ারে সব সময় ট্রেড সিগন্যাল পাওয়া যাবে না । মার্কেট অনেক সময় সাইডওয়ে বা সমান্তরাল ভাবে চলতে থাকে তখন ট্রেড ওপেন করা বেশ ঝুকিপূর্ণ । অামরা বেশী করে দক্ষতা অর্জন করার চেষ্টা করব ।
-
আমার মতে মেজর কারেন্সি গুলি। কারন এই গুলির মুভমেন্টে ২-৩ হাজার পিপ্স। এখানে ডলার, জি বি পি, এন জেড, এ ইউ ডি, কেড, সি এস এফ জে পি ওয়াই এই কারেন্সি গুলি ট্রেড করার জন্য উত্তম বলে আমি মনে করি।
-
আপনি যদি ফরেক্স ট্রেড এর উপর দক্ষতা অর্জন করেন,তাহলে আপনি যে কোন কারেন্সী পেয়ার দিয়ে ফরেক্স মার্কেট এ লাভ করতে পারবেন,কিন্তু ফরেক্স মার্কেট এ jpy পেয়ার গুলো বেশি মুভমেন্ট করে থাকে,তাই বেশি লাভ করতে চাইলে jpy পেয়রা এ ট্রেড করতে পারেন কিন্তু অব্যশই ম্যানি ম্যানেজমেন্ট অনুসরন করে ট্রেড করবেন।