-
স্টপ লস এবং টেক প্রফিট সেট না করলে অনেক সময় বড় বড় লসের সম্মুখিন হতে হয় । তাই কখনোই বিশেষ করে লং ট্রেড এর ক্ষেত্রে স্টপ লস এবং টেক প্রফিট সেট না করে ট্রেড দিয়ে রাখা উচিত নয়। অনেক সময় নিউজ এফেক্ট এর কারনে মার্কেট হটাত অনেক মুভমেন্ট করে, এরপর যদি মাকের সেই অবস্থানে ফিরে না আসে আর স্টপ লস না দেওয়া থাকে তবে অনেক লসে পড়ে যেতে হয় যেটা রিকভার করা অনেক কস্টকর হয়ে পড়ে। তেমনি টেক প্রফিট না দিলে মার্কেট আপনার উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে আপনার কাঙ্ক্ষিত জায়গা থেকে ফিরে আসতে পারে আর আপনি প্রফিত তা নাও নিতে পারেন। তাই এগুলো খুব জরুরি ।
-
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্সের খুবই গুরুত্বপূর্ন ট্রেডিং টুলস। স্টপ লস এমন একটি ট্রেডিং টুলস যা আপনাকে অনাকাঙ্খিত ক্ষতির হাত থেকে বাচাতে পারে। আমরা সবসময় মার্কেটে থাকতে পারিনা, তাই মার্কেট যদি খুব বেশি বিপরীতে যায় এবং তখন যদি আমরা মার্কেটে না থাকতে পারি তবে অনেক বেশি লসের সম্ভাবনা থাকে। এটা এড়াতেই স্টপ লস ব্যবহার করা হয়। আবার টেক প্রফিট দেয়া থাকলে মার্কেট আপনার কাঙ্খিত লাভের কাছে যখন যাবে তখন ট্রেড লাভ নিয়ে আপনা আপনিই ক্লোজ হয়ে যাবে।
-
স্টপ লস এবং টেক প্রফিট এর গুরুত্ব ফরেক্স ট্রেডিং এ অপরিসীম। আপনার একাউন্টকে জিরো করার হাতে থেকে বাচাতে স্টপ লস এর কোন জুড়ি নেই। এছাড়াও স্টপ লস এবং টেক প্রফিট কমান্ড লাগিয়ে রাখলে আপনি নিশ্চিত মনে থাকতে পারবেন।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে অনেকেই রয়েছেন পার্ট টাইম হিসেবে।অর্থাৎ অন্যান্য পেশার অনেকেই ফরেক্স মার্কেটে দিনের কিছুটা সময় ব্যয় করে। এই ব্যস্ত ধরনের লোকগুলি সবসময় কম্পিউটারের সামনে থাকতে পারে না। কিন্তু তারপরও স্টপ লস এবং টেক প্রফিট থাকার ফলে এরা ফরেক্স করতে পারে।কেননা স্টপ লস এবং টেক প্রফিটের মাধ্যমে ব্যক্তি তার লাভ বা লসের যে সীমা নির্ধারন করে দেবে ট্রেড ঠিক ওই অবস্থায় গিয়ে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এজন্য আমি মনে করি পার্ট টাইম হোক আর ফুল টাইম হোক সকলের জন্যই স্টপ লস এবং টেক প্রফিট গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে।
-
স্টপলস এবং টেকপ্রফিট ফরেক্সে খুবই দরকারী এবং গুরুত্বপূর্ণ দুইটা বিষয়।স্টপলস আমাদের একাউন্টকে অনাকাংক্ষিত দূর্ঘটনা থেকে রক্ষা করে আর টেকপ্রফিট আমাদেরকে সঠিক সময়ে প্রফিট নিয়ে ট্রেড থেকে বের হয়ে আসতে সাহায্য করে।স্টপলস এবং টেকপ্রফিট ব্যাবহারের মাধ্যমে আমরা নিরাপদে ট্রেড করতে পারি এবং ট্রেড নিয়ে টেনশনে থাকার হাত থেকে রক্ষা পাই।তাই আমাদের অবশ্যই স্টপলস এবং টেকপ্রফিট ব্যাবহার করা উচিত।
-
আমার মতে ফরেক্স ট্রেড করতে হলে তাকে অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট ব্যাবহার করতে হবে তাছাড়া ট্রেড করে লাভ করা যায় না , তাই ফরেক্স এ দুটি ব্যাবহার করতে হবে । তাহলে ব্যাবসা কিছু প্রফিট করতে হবে ।
-
ফরেক্স মারেকেটে আপনি চাইলে নিরদিস্থ পরিমান লাভ বা লস এর পরে আপনি ট্রাড ক্লস করে দিতে পারেন । ফরেক্স মারকেট এর ভাল এক্তা দিক কারন মার্কেট যদি খুব বেশি মভ মেন্ট করে অ্যান্ড আপনার মুলধান কম হয় তাহলে আপনার লস এর পরিমান বেশি হবে তাহলে আপনার ফরেক্স মারকেট এর একাউন্ট জিরো হয়ে জেতে পারে । তাই আপনি রিস্ক নিতে না চাই লে ইউজ করতে পারেন এই পধতি ।
-
ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে স্টপ লস এবং টেকপ্রফিট এর ব্যবহার খুবই গুরুত্ব পুর্ন একটা ব্যাপার কারন আপনি কোন ট্রেড ওপেন করার সময় টারর্গেট করেন মার্কেট কোন প্রাইসে যাবে বা আপনি কোন প্রাইস পর্ষন্ত লাভ নিবেন এখন আপনি কোন কারনে মার্কেটে না থাকাকালীন সেই প্রাইসে যাবার পরে মার্কেট আবার ফিরে এলে আপনি আপনার প্রফিট থেকে বন্চিত হতে পারে আবার স্টপ লস ব্যবহার না করার দরুন যে কোন বড় নিউজ আপনার অনুপস্থিতিতে আপনার একাউন্ট ধুয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ।
-
এ সম্পর্কে আমার সঠিক ধারনা নেই কেও একটু বিস্তারিত বলবেন। দয়া করে।
-
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে স্টপ লস এবং টেক প্রফিটের গুরুত্ব অপরিসীম। কারণ, মার্কেট ট্রেন্ড যদি আমার বিপরীতে যায় তাহলে আমি লস করবো, কিন্তু এখানে আমি যদি স্টপ লস তুলে ধরি তাহলে আপনি বলে দিলেন যে লস নিবো কিন্তু এর বেশি লস মানতে আমি রাজি না। অপরপক্ষে টেক প্রফিটও ঐরকম যে আমি উক্ত ট্রেড এ এত প্রফিট নিব। ধন্যবাদ