-
ফরেক্স মার্কেটে আমি এমনই একজন ট্রেডার যে কখনো প্রফিট এর মুখ দেখতে পারেনি।আমার জীবনে ফরেক্স মানে শুধু লস আর লস।এ পর্যন্ত মোট দুইবার নিজের একাউন্ট ব্যালেন্স জিরো করে ফেলেছি।সর্বমোট প্রায় ৪০০ ডলারের মত লস হয়েছে।ফরেক্স মার্কেটে আমি নতুন এবং ফরেক্স সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা না থাকায় এমনটা হয়েছে।তবে আমি এখনো আশাবাদী হয়তো সামনের দিনগুলোতে ফরেক্সে অনেক ভালো কিছু করতে পারবো।একদিন না একদিন ফরেক্সে নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারব।
-
ব্যবসা মানেই লাভ লসের একটা সমাহার।কোন ব্যবসাতেই শুধু লাভ কিংবা শুধু লস নেই।দুটোই থাকবে ব্যবসাতে।তবে ফরেক্স মার্কেট এ লসের হার অনেক বেশি।ফরেক্স এ লস হওয়ার অনেক কারণ রয়েছে এর মধ্যে প্রধান কারণ লোভ।ফরেক্স খুবই প্রফিটেবল একটা মার্কেট।এই মার্কেট এ অনেক বেশি লাভ করা সম্ভব যদি কেউ ফরেক্স সম্পর্কে পুরোপুরি জানতে পারে।বাইরে থেকে অনেকেই এই লাভ দেখে লোভে পড়ে ফরেক্স এ আসে।কিছু না শিখেই ট্রেডিং করতে যায় কিছুদিন পর পুজি হারিয়ে আবার আগের জায়গায় ফিরে যায়।ফরেক্স ব্যবসাটা এমন না যে আপনি কেউ লাভ করছে সেটা দেখে লোভে পড়ে লাভ করে ফেলবেন।ফরেক্স ব্যবসা আপনি যদি প্রোপারলি শিখতে পারেন মার্কেট সম্পর্কে ধারণা অর্জন করতে পারেন দেখবেন আপনি নিজেই লাভ করতে পারছেন।এজন্য আগে প্রচুর পরিমাণে ডেমো ট্রেড প্র্যাক্টিস করতে হবে ভুলগুলো শুধরিয়ে নিতে হবে। আর লস হলে ভেঙ্গে না পড়ে লসের কারণগুলো খুজে বের করতে হবে।এভাবে নিয়ম মেনে ফরেক্স করুন লসের হার কমে যাবে।
-
লাভ লস একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেখানে লাভ আছে সেখানেই লসও আছে। লাভ লস ব্যবসারই অংশ। তাই ব্যবসায় লস হলে আমাদের কোনোভাবেই মানসিকভাবে ভেঙে পড়া উচিত নয়।একটা বিষয় আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে লস হতেই পারে। বরং যখন আমাদের লস হয় তখন আমাদের উচিত লস এর কারণগুলো খুঁজে বের করা। আমরা যদি আমাদের লস এর কারণগুলো খুঁজে বের করতে পারি তাহলে আমরা অবশ্যই পরবর্তিতে ঐ কারণে আর লস এর সম্মুখীন হব না।আর আমি মনে করি আমরা যদি ফরেক্স এর নিয়ম কানুন অনুসরণ করে ট্রেডিং করি তাহলে আমাদের লস এর পরিমাণ অনেক কমে যাবে। সঠিক পদ্ধতিতে ফরেক্স ট্রেডিং করলে অবশ্যই আমরা সফল হব।
-
লস ব্যবসার একটি অংশ। ট্রেড করতে গেলে যে সব সময় লাভ হবে এমন কোন কথা নেই। কখনো কখনো লসও হতে পারে। তবে লস করলে ভেঙে পড়লে চলবে না। লস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যাতে ভবিষ্যতে সতর্ক হয়ে ট্রেড করা যায়। তাছাড়া লস করার কিছু কারণ আছে। যেমন আপনি যদি সঠিক মার্কেট এনালাইসিস না করে ট্রেড করেন তাহলে আপনার লসে থাকার সম্ভাবনা বেশি থাকবে। শুধু টেকনিক্যাল এনালাইসিস এর উপর গুরুত্ব দিলে হবেনা ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপরও গুরুত্ব দিতে হবে। কখনো কখনো ট্রেড লসে চলে যেতে পারে কিন্তু এটার জন্য ভেঙে পড়লে চলবে না। এই ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরা উচিত। মার্কেট মাঝেমাঝে এনালাইসিস অনুযায়ী ওঠানামা করে না। ওই মুহূর্তে ট্রেড থেকে বিরত থাকা উচিত। সব সময় চেষ্টা করতে হবে লং ট্রেড করার এই ক্ষেত্রে ঝুঁকি অনেক কম থাকে।
-
লস ব্যবসা সহজাত প্রবৃত্তি। তাই লস হবেই। আর এই লসের ভয়ে ব্যবসা না করলে লাভ হবার সম্ভনা একেবারেই খাকেনা। তাই সঠিক ভাবে নিয়ম মেনে ট্রেড করলে এবং অধিক অধ্যাব্যশ্বায় নিয়ে কাজ করলে সফলতা আসবে।
-
লস ব্যবসার একটি অংশ বলে আমি মনে করি।লাভ যেখানে থাকবে, লসও সেখানে থাকবেই এটাই স্বাভাবিক।লস ছাড়া ব্যবসা হয় না।কোনটায় কম আবার কোনটাই বেশি এটাই নিয়ম। লস আপনার কাজের উপর বেশিটাই নির্ভর করে।আর বাকিটা আল্লাহ তায়ালার উপর বিশ্বাস রাখতে হয়।আপনি যখনই লোভের তাড়নায় পড়ে ঝুঁকি নিয়ে ব্যবসা করতে যাবেন তখনই আপনি লসের মুখে পতিত হবেন।ফরেক্স খুবই ধৈর্যশীল একটি ব্যবসা।এখানে এসে তাড়াহুড়ো করলে আপনি লসে পড়ে যাবেন।
আর এই লস এড়াতে ছোট ছোট লটে ট্রেড করতে হবে।অধিক ট্রেড করতে গেলে লাভের বিপরীতে লসই বেশি হয়।
-
ব্যবসা মানেই লাভ লস। ফরেস্ট মার্কেটিং থেকে লাভ হতে পারে লস হতে পারে। তবে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকার কারণ হল আমাদের অদক্ষতা। অধিক লাভের আশায় যখন বড় লটের ভলিউম ইনভেস্ট করা বা পুরাতন ভলিউম জমিয়ে রাখা, মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা।সাধারণত এসব কারণেই আমরা ক্ষতির সম্মুখীন হয়ে থাকি।এছাড়া ফরেক্সে কেউ শুধু লাভ / ক্ষতি হয় তা নয়।উভয়ই ফরেক্সের অন্তর্ভুক্ত।
-
আমরা সকলেই জানি যে কোন ব্যবসায়ে লাভ লস থাকবেই। আর এটা মাথায় নিয়েই ব্যবসা করতে হবে। এখানে যেহেতু ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস তাই এখানেও লাভ লস থাকবেই। তাই বলে লস হলে হতাশ হয়ে ট্রেড করা বন্ধ করে দেওয়া যাবে। লস যাতে না হয় সেদিকে খেয়াল রেখে ট্রেড করতে হবে। আর এজন্য আমাদের সকলের উচিত ফরেক্স ট্রেডিং করার আগে অবশ্যই দক্ষ ও অবিজ্ঞ হয়ে ট্রেড করা। তাহলে লসের সম্মুখীন হলেও সেটা খুবই কম পরিমাণে হয়।
-
ফরেক্স এমন একটি মার্কেট যেখানে অভিজ্ঞতা ছাড়া এক পাও আগানো সম্ভব না।বেশিরভাগ ক্ষেত্রে ফরেক্স মার্কেটের লস এর অন্যতম প্রথম এবং প্রধান কারণ হচ্ছে অনভিজ্ঞতা। ফরেক্স মার্কেট এ আপনার অভিজ্ঞতা না থাকলে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ফরেক্স মার্কেটে লাভ করতে হলে অবশ্যই আপনার কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। প্রথমত ফরেক্স নিয়ে আপনাকে প্রতিনিয়ত এনালাইসিস করতে হবে।ট্রেড ওপেন করার পূর্বে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে ট্রেড ওপেন করতে হবে। প্রথম অবস্থায় একটা কি সর্বোচ্চ 2 টি কারেন্সি নিয়ে আপনার ট্রেড করতে হবে।কারণ বেশি কারেন্সি নিয়ে ট্রেড করলে আপনার বেশি বেশি এনালাইসিস করতে হবে। লোভ কে কন্ট্রোল করতে হবে, অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেড করা যাবে না। নিজের উপর বিশ্বাস রেখে আত্মবিশ্বাস ও পূর্ণ মনোযোগ সহকারে কাজ করতে হবে। তাহলেই আপনার ফরেক্স মার্কেটে আর লস হবে না।
-
লাভ লস দুটোই ব্যবসার অংশ, কিন্তু আপনি বলছেন যে আপনি সব সময় শুধু লস করে আসছেন,তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার শেখার ঘাটতি রয়েছে ,অথবা আপনি যখন কোন ট্রেড ওপেন করছেন সেখানে বড় ধরনের কোনো ভুল করছেন আর যার ফলশ্রুতিতে আপনার লস এর বৃত্ত থেকে বের হতে পারছেন না, তাই আপনি যদি লস কে এড়িয়ে প্রফিট করতে চান তাহলে ফরেক্স সম্পর্কে আপনার জ্ঞানের পরিধিকে আরো বাড়াতে হবে, এজন্য আপনি ফরেক্স সম্পর্কিত যে সকল বই রয়েছে সেই সকল বই গুলো আবারো ভালো করে পড়তে পারেন, ফরেক্স এর নিয়ম মেনে মার্কেট এর সকল এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা নিতে পারেন,ডেমো অ্যাকাউন্ট এ সময় দিয়ে প্র্যাকটিস করার মাধ্যমে নিজের অভিজ্ঞতা ও দক্ষতার পরিমাণকে বাড়িয়ে নিতে পারেন, সেই সাথে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করে ফরেক্স এর সাথে লেগে থাকতে হবে, ইমোশন ও লোভকে নিয়ন্ত্রণ করতে হবে, কারন লোভের কারণেই বেশিভাগ ট্রেডার ফরেক্স এ লস করে থাকে। অতিরিক্ত ঝুঁকি নিয়ে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে, মোট কথা হচ্ছে আপনাকে ফরেক্স সম্পর্কে সব সময় শেখার আগ্রহ থাকতে হবে, কেননা আপনি যতটা শিখবেন আপনার দক্ষতার পরিমাণ ততটাই বৃদ্ধি পাবে, আর যখন আপনি একজন দক্ষ ট্রেডার এ পরিণত হবেন তখন এই লস কে এড়িয়ে ফরেক্স থেকে লাভ করতে পারবেন।