লস করার প্রথম কারন হচ্ছে আবেগ। আরেক কারন হচ্ছে লোভ। আরেক কারন হচ্ছে তাড়াহুড়ো করে ট্রেড নেওয়া। আরো কারন হচ্ছে ট্রেন্ড না বুজে ট্রেড নেওয়া। আরেক কারন হচ্ছে নিউজ প্রকাশ হবার আগে ট্রেড নেওয়া। আরেক কারন হচ্ছে নিজে না বুজে অন্যর উপর নিবর করা।
Printable View
লস করার প্রথম কারন হচ্ছে আবেগ। আরেক কারন হচ্ছে লোভ। আরেক কারন হচ্ছে তাড়াহুড়ো করে ট্রেড নেওয়া। আরো কারন হচ্ছে ট্রেন্ড না বুজে ট্রেড নেওয়া। আরেক কারন হচ্ছে নিউজ প্রকাশ হবার আগে ট্রেড নেওয়া। আরেক কারন হচ্ছে নিজে না বুজে অন্যর উপর নিবর করা।
আমার জানা মতে লস করার মূল কারণই হচ্ছে লোভ এবং আবেগ। কারণ বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেটে এসে তাদের লোভ ও আবেগকে নিয়ন্ত্রণে রাখতে না তার অন্যতম কারণ হচ্ছে এখানে ইনকামের কোন সীমাবদ্ধতা নেই। আর এসব দেখেই ট্রেডাররা তাদের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। তবে আবেগ এবং লোভ দিয়ে ট্রেড করে এই মার্কেটে আপনি সফলতা আনতে পারবেন না বরং এই মার্কেটে সফলতা আনতে চাইলে আপনাকে কঠোর পরিশ্রম এবং লোভ বিহীন হয়ে ট্রেড করার মত কৌশলগুলো শিখতে হবে। তাহলে আপনি ভাল মুনাফা অর্জন করতে পারবেন।
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে লস হবেই । তবে অতিরিক্ত লসের থেকে একাউন্টকে রক্ষা করা একজন ট্রেডারের কাজ্। এই মার্কেটে একজন ট্রেডার যে সকল কারনে লস করে সেগুলো হল: ওভার ট্রেড বা বেশি ট্রেড করা, লোভ করা, ইমোশনাল ট্রেড করা, মার্কেট সঠিকভাবে এ্যানালাইসিস না করা , মানিম্যানেজমেন্ট না করা এবং নির্দিষ্ট ট্রেডিং স্ট্যাটেজি ব্যবহার না করা, অন্য ট্রেডারকে ফলো করে ট্রেড করা। উপরের এ কারনগুলো পরিহার করে ট্রেড করলে অনেকটা লস এড়ানো সম্ভব্ হবে।
লস হবেই এটা মেনেই আপনাকে ব্যবসায় এগোতে হবে ফরেক্সও এর আওতাভুক্ত। তবে লস কম বেশি হতে পারে এজন্য আপনাকে অবশ্যই আগে আপনাকে সে কাজ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে সেটা ফরেক্সই হোক আর অন্য কোন ব্যবসায় হোক। আপনি যদি ফরেক্স ব্যবসা করার আগে সঠিক নিয়ম নীতি মেনে এগোতে পারেন তাহলে অবশ্যই এই মার্কেটে লস কিছুটা কম হবে বলে আমার বিশ্বাস। তবে ছোটখাটো বিষয়গুলো একটু গুরত্বসহকারে দেখবেন যেমন ওভার ট্রেড বা বেশি লোভ না করা, ইমোশনাল হয়ে ট্রেড না করা, মার্কেট সঠিকভাবে এনালাইসিস করা, মানি ম্যনেজমেন্ট বিষয়টি গুরুত্ব সহকারে দেখা এবং বিভিন্ন ধরনের সঠিক কৌশলগুলো সম্পর্কে অবগত হওয়া। উপরের কারণগুলো যদি আপনি সঠিকভাবে নিজেরম মধ্যে আয়ত্ব করতে পারেন তাহলে অবশ্যই লস কিছুটা হলেও কমাতে পারবেন।
লোভ করা আর আরেকটি হলো ঠিকমত জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন না করে ট্রেড শুরু করা। আপনি যদি প্রাথমিকভাবে ক্ষতি না করতে চান তাহলে অবশ্যই প্রথম থেকে এই কারণ দুটি এড়িয়ে চলবেন, তা না হলে আপনি বেশিদিন এই বাজারে টিকতে পারবেন না।
ফরেক্স মার্কেটে ক্ষতির অনেক কারণ রয়েছে, যা বিশ্রেষণ করে শেষ করা যাবে না। তবে এখানে কিছু সর্বজনীন কারণ রয়েছে যেগুলো প্রতিনিয়ত ক্ষতির জন্য দায়ী। তার মধ্যে একটি হলো লোভ করা আর আরেকটি হলো ঠিকমত জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন না করে ট্রেড শুরু করা। আপনি যদি প্রাথমিকভাবে ক্ষতি না করতে চান তাহলে অবশ্যই প্রথম থেকে এই কারণ দুটি এড়িয়ে চলবেন।
ফরেক্স মার্কেটে লস করার অনেক গুলো কারন আছে আর কারণ গুলো হলো
১) ফরেক্স ট্রেডিং সম্পর্কে অদক্ষতা।
২) দক্ষতা ও অবিজ্ঞতা ছাড়াই রিয়েল ট্রেডিং শুরু করা।
৩) অন্ধের মতো ট্রেড করা।
৪) এনালাইসিস করতে না জানা।
৫) লোভ পরিহার না করে ট্রেড করা।
৬) মানি ম্যনেজমেন্ট মেনে ট্রেড না করা।
৭) অধিক ভলিউমে ট্রেড করা।
যেহেতু ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক অনলাইন মার্কেট সেহেতু এখানে রিয়েল ট্রেডিং করার আগে অবশ্যই ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো করে দক্ষতা ও অবিজ্ঞতা অর্জন করে ট্রেড করা উচিত। ধন্যবাদ
ফরেক্স লস এর অনেক কারণ আছে,নিন্মে কিছু কারণ তুলে ধরা হলো।
১.ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে ট্রেড করা।
২.বড় বড় লোট নিয়ে ট্রেড করা।
৩.স্টপ লস না ব্যবহার করা।
৪.ট্রেন্ড এর বিপরীতে এন্ট্রি নেওয়া।
৫.ওভার এন্ট্রি নেওয়া।
ফরেক্স মার্কেট এ আমরা বিভিন্ন কারণে লস করে থাকি
১।বড় বড় লোট এ ট্রেড করা।
২।স্টপ লস ব্যবহার না করা।
৩।অতিরিক্ত লোভ করা
৪।ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে ট্রেড করা।
উপরি উক্ত কারণে আমরা লস করে থাকি
ফরেক্স মার্কেটে লাভ বা লস দুইটা ডিপেন্ড করে আপনার নিজের উপর। তার পরেও বেশির ভাগ ক্ষেত্রে ফরেক্স মার্কেটে মানুষ লস করে থাকে। আর এই সকল লোসের অন্যতম কারণ গুলো হচ্ছে। ১অনভিজ্ঞতা ,ফরেক্স এমন একটি মার্কেট যেখানে অভিজ্ঞতা ছাড়া টিকে থাকা অসম্ভব। ২ নিজেকে লোভ থেকে বিরত রাখা । ফরেক্স মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়
বেশি লাভের আশায় অতিরিক্ত রিক্স নিয়ে অনেকে ট্রেড করে থাকে। যার পরিণাম বেশিরভাগ ক্ষেত্রে লাভ না হয় লস হয়ে যায়। ট্রেড ওপেন করার পূর্বে অবশ্যই মার্কেট ভালোভাবে এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট এর ভিত্তিতে ট্রেড ওপেন করা উচিত। কিন্তু অনেকের ধারণা যত বেশি ট্রেড করবো তত বেশি অর্থ উপার্জন করতে পারব। আর এই সকল ভুলের কারণেই ফরেক্স মার্কেটের বেশিরভাগ মানুষের লস হয়ে থাকে।