-
মুভিং এভারেজ ইন্ডিকেটর টেকনিক্যাল এনালাইসিসে ব্যবহৃত বহুল জনপ্রিয় একটি ইন্ডিকেটর।যা অতীতের দিনগুলোতে কোন একটি পেয়ারের মূল্যের গড়ের সাথে সময়ের একটি চলমান চার্ট তৈরি করে থাকে।মুভিং এভারেজ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, যথা সিম্পল মুভিং এভারেজ এবং এক্সেপনেনশিয়াল মুভিং এভারেজ।
-
মুভিং এভারেজ ইন্ডিকেটর হলো,একটি নিদ্রিষ্ট সময়ের পরিধীতে মার্কেটের এভারেজ প্রাইজ ভেলু কি ছিল তা বোঝার জন্য যে ইন্ডিকেটর ব্যাবহার করা হয় সেটাই মুভিং এভারেজ ইন্ডিকেটর । আর এ ইন্ডিকেটর দক্ষ এবং সফল ট্রেডারগনের খুব জনপ্রিয় ইন্ডিকেটর ।
-
ফরেক্স বাজারে প্রতিনিয়ত মুদ্রার যে উঠানামা হয়ে থাকে এই উঠানামার গড় উঠানামাকে মুভিং এভারেজ বলা হয়ে থাকে। আপনি আপনার ট্রেড করার পূর্বে এই মুভিং এভারেজের অবস্থা দেখে নিয়ে অবস্থা বুঝে আপনার ট্রেডিং কার্য সম্পন্ন করতে পারেন।
-
মেটাট্রেডারে ডিফল্টভাবে কিছু ইন্ডিকেটর দেয়া থাকে । তাদের মধ্যে সব চেয়ে জনপ্রিয় একটি ইন্ডিকেটর হচ্ছে মুভিং এভারেজ। এই মুভিং এভারেজ বেশি ব্যবহার হয়। মুভিং এভারেজ বলতে বুজায় একটি ইন্ডিকেটর যে মার্কেট লেভেলকে নির্দেশ করে মার্কেট কোন দিকে মুভিং করছে এবং কতটুকু যাবে সেটা নির্দেশ করে।
-
প্রথমে আমি এমটি 5 তে আপনাকে স্বাগতম জানাব এবং আমি আশা করি আপনি এখনই উপভোগ করছেন এবং কঠোর পরিশ্রম করার অপেক্ষায় রয়েছেন। আমার মতে সোনার সম্পর্কে সোনার প্রায় 1287 এর একটি প্রতিরোধ আছে যার ফলে সোনার তলানিতে নামাচ্ছে তাই আমি স্বর্ণ বিক্রি করার কথা ভাবছি কারণ এটি 1 ঘন্টা সময় ফ্রেমে বেয়ারিশ প্রবণতা দেখায় পাশাপাশি ইউএসডিএক্স আবার কিছুটা শক্তি অর্জন করছে তাই আসুন দেখি
-
মুভিং এভারেজ খু্বই কার্যকরী একটি টুল। মুভিং এভারেজ দিয়ে আমরা মার্কেট এর গড় প্রাইচ নির্ধারন করতে পারি। আমি ব্যক্তিগত ভাবে মুভিং এভারেজ ব্যবহার করে থাকি। আর এই টুল দিয়ে মার্কেট ট্রেন্ড দেখে থাকি। সঠিকভাবে ট্রেন্ড ধরতে পারলে প্রচুর লাভ করা যায়।
-
বিগত দিনের যে কোনো টাইমফ্রেম এর ক্লোজ হওয়া ক্যান্ডেল গুলোর গড় মান যে ইন্ডিকেটর এর সাহায্যে নির্ণয় করা হয় তাকে মুভিং এভারেজ ইন্ডিকেটর বলা হয়। টেকনিক্যাল এনালাইসিস এর অন্যতম জনপ্রিয় ইন্ডিকেটর হল মুভিং এভারেজ ইন্ডিকেটর। মুভিং এভারেজ ইন্ডিকেটর সাধারণত চার প্রকার।
1. Simple moving average (SMA)
2. Exponential moving average (EMA)
3. Smoothed moving average (SMMA)
4. Linear weighted moving average (LWMA)
-
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে মভিং এভারেজ সিগন্যালটটা অনেক ভালো কাজ করে।আমি আগে শুুধু লস করতাম।কিন্তুু এখুন আমি মভিং এভারেজ ব্যবহার করার কারণে অনেক লাভ করি।বন্ধুরা আপনারা যারা লস করেন এখুন থেকে মভিং এভারেজ ব্যবহার করেন এবং বেশি বেশি লাভ করেন।
-
ভাই এখানে মুভিং এভারেজটাই হল একটা ইন্ডিকেটর। এখানে আরও অন্যান্য যেসব ইন্ডিকেটর রয়েছে ঠিক সেগুলোর মতই, এটা আপনাকে মার্কেট সম্পর্কে কিছুটা ধারনা প্রদান করবে এবং এর সাহায্যে আপনি আপনার ট্রেডিং - এ অনেকটা ভরসা স্থাপন করতে পারবেন। তবে শুধু মাত্র মুভিং এভারেজের উপর পুরোপুরি ভরসা করে থাকলে হবে না, আপনার নিজস্ব কিছু এ্যানালাইসিসও দরকার হবে এখানে।
-
মুভিং এভারেজের বিভিন্ন ব্যবহার রযেছে । বিভিন্ন রকম মুভিং এভারেজ রয়েছে । আবার সবগুলো টাইমফ্রেমে মুভিং এভারেজ এক নয় । তবে মুভিং এভারেজ দিযেও অনেক ভাল ট্রেডিং স্ট্রাটিজি তৈরি করা সম্ভব বলে আমি মনে করি । এজন্য আপনাকে অনেক বেশি পারদর্শী হতে হবে । আর সঠিক ব্যবহার জানতে হবে ।