-
আমরা জানি আপনি এখানে টাইটেলে লিখেছেন কি আর ভিতরে লিখেছেন কি ? সম্পূর্ণ বিপরীত !! তাহলে আমরা অন্যান্য সদস্যগণ আপনার লেখা থেকে কি জানতে পারবো কি বুঝতে পারব কি শিখতে পারবো ? এই ধরনের কিছু বিভ্রান্তিকর পোস্ট আমাদের ফোরামে যখন দেখি তখন খুবই বিরক্তি লাগে৷ শুধুমাত্র বোনাস পাওয়ার উদ্দেশ্যে এখানে অনেকেই এই ধরনের আলতু-ফালতু কথা লিখে থাকেন৷এই ধরনের পোস্ট থেকে ভালো ও কার্যকরী কিছুই শিখতে পারি না৷তাই আপনাদের সকলকে অনুরোধ করি আপনারা যা কিছুই লিখবেন অবশ্যই তা যেন সঠিকভাবে এবং শুদ্ধ বানান সহ লেখা হয়৷ পোস্ট লেখা শেষে নিজেরা সবাই একটু পড়ে দেখবেন যেন কোনোভাবেই এলোমেলো না হয়৷Buy অর্থ Long এবং Sell অর্থ Short পজিশন বোঝায়৷
-
ফরেক্স মার্কেট এ আমরা ট্রেডিং করতে বাই বা সেল করে থাকি,কিন্তু আমাদের অনেক ফরেক্স ট্রেডার আছে যারা লং ট্রেড করে,আবার অনেক ট্রেডার আছে যারা সর্ট ট্রেডিং করে,তাই আমার মতে যদি ফরেক্স মার্কেট এ ট্রেডিং করে প্রফিট করতে হলে ফরেক্স মার্কেট এ বাই বা সেল করে তা করতে হবে।
-
আসলে আমি এই সম্পর্কে তেমন ভালো কিছু জানি না আমি এখন আপনার থেকে জানতে পারলাম বাই এর আরেকটা নাম আপনাকে অনেক ধন্য বাদ পোস্ট টা করার জন্য।
-
ভাই আপনার একাউন্টে যে পরিমান ব্যালেন্স আছে সেটাকে আপনি যদি মানি ম্যানেজম্যান্ট করে কাজে লাগাতে পারেন তাহলে আপনি এখানে বাই কিংবা সেল যেই ট্রেডি নেননা কেন, এখন সেটা সর্ট টাইম ফ্রেমে হোক আর লং টাইম ফেমেই হোক তাতে কোন সমস্যা নেই। কেননা এখানে প্রফিট করতে হলে একটা ভাল সিস্টেম, এরপর যেটা প্রয়োজন হবে সেটা হল আপনার দক্ষতা ও মার্কেটের উপর আপনার বিশেষ অভিজ্ঞতা ।
-
আমি আমার ব্যবসায়ের গুণমান এবং অপেক্ষার সময়কালের ভিত্তিতে আমার ব্যবসায়ের সাথে সত্যই খুশি। আমি পণ্যের মতামত নিয়ে খুশি আমি মনে করি এটি এতটা কঠিন নয়। আমরা যদি ব্যবসার বিধি দ্বারা এই ব্যবসাটি চালাতে পারি। আমরা বিশাল আশা করি। নিয়মগুলি অনুভব করুন এবং এটি কখনই কোনও আশীর্বাদ আনবে না। আমি এই ব্যবসায় সম্পর্কে জানতে পেরে আনন্দিত এবং আমি এই ব্যবসায়ের অংশ হতে পেরে আনন্দিত তবে এখনও রয়েছি। আমার ট্রেডিং কারণ আমার হারানো আমার আমানতের চেয়ে বেশি ছিল। প্রত্যেকবার
-
লং অর্ডার করে লাভ করতে হলে তো আমাদের এ্যাকাউন্টে টাকা থাকতে হবে বেশী।কারন কম ইকুইটি নিয়ে লং অর্ডার করলাম কিন্তু মার্কেট আমার বিপরিত গেলো তখন আমি কি করতে পারি আমাকে জানান।আবার দাম বাড়ার পর বেশি দামে বিক্রি করে প্রফিট করে নিতে হলেতো আমার ইনভেস্ট কম করলে হবে না বেশী থাকতে হবে।তাই আমার মতে এখানে অনেক মানি মানেজমেন্টের দরকার আছে বলে আমি মনে করি।
-
বৈদেশিক মুদ্রার বাণিজ্য খুব ভাল এবং খুব কঠিন এবং আমি বলতে পারি এটি একইরকম খুব সহজ তবে এটি সবার পক্ষে নয় hen যখন কোনও ব্যবসায়ী ফরেক্স র*্যাডিং মার্কেটে যোগ দেবেন তখন তাদের কোনও সত্যিকারের ট্রেডিং অভিজ্ঞতা নেই all সব ছাড়া সত্যই অভিজ্ঞতা নতুন আগত অনেক সমস্যার মুখোমুখি হয় এবং সেই সময় তারা ফরেক্স মার্কেটে তাদের সমস্ত মূলধন হারাতে থাকে o সুতরাং সমস্ত নতুন আগতকে সতর্কতা অবলম্বন করা উচিত এবং প্রবীণ ব্যবসায়ীকে অনুসরণ করা উচিত এবং আরও ব্যবসায়িক জ্ঞান অর্জন করা উচিত এবং ভাল অভিজ্ঞতা সংগ্রহ করা উচিত henতখন তারা একদিন সাফল্য অর্জন করবে
-
BUY অর্ডার এর আরেক নাম হল Long অর্ডার । ঠিক Sell অর্ডারকে Short অর্ডার নামে ডাকা হয় । এছাড়াও BUY = Long Position ও বলা হয় এবং Sell= Short Position ও বলা হয় । আসলে আমাদের এই অভিধানিক শব্দগুলো সম্পর্কেও ভাল ধারনা থাকা জরুরী । তা না হলে অনেক বিষয় আমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে ।
-
আসলে আপনি যেটা বললেন সে ব্যপার টা সম্পর্কে আমার জানা ছিলনা। আপনার পোস্টের মাধ্যমে ব্যপার টি জানলাম। ধন্যবাদ আপনাকে। আসলে এভাবেই আমরা ফোরাম থেকে উপকৃত হই। অনেক অজানা জিনিস জানতে পারি। যেমন আজ জানলাম বাই এর আরেক নাম সর্ট।
-
আমরা যাই কিছু করিনা কেন ভালভাবে এনালাইসিস করে করতে হবে তাহলে ফরেক্স এ ট্রেড করা সার্থক হবে। আর লস হলে অবশ্যই লসকে এনালাইসিস করতে হবে।মার্কেট আপ যাবে এরকম ধারনা যদি আমরা মার্কেট থেকে পােই তাহলে আমরা বাই করি। আর যদি মার্কেট নিচে যাবে এরকম ধারনা পাই তাহলে আমরা সেল পজিশন নিয়ে থাকি।