-
নির্দিষ্ট কোন টার্গেট ছাড়া লাভবান হওয়া সম্ভাবনা। তাই আমারও কিছু টার্গেট রয়েছে যেটা হচ্ছে আমি আগামী সপ্তাহে কিছু ভালো ট্রেড ওপেন করব। আর ফরেক্স মার্কেট থেকে লাভবান হতে হলে অবশ্যই ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া ফরেক্স মার্কেটে হার্টলে অবশ্যই পথ ভ্রষ্ট হতে হবে। আর তাই যাই করা হোক না কেন বুঝে শুনে এবং ভালোভাবে ট্রেড ওপেন করতে হবে।
-
ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যেখানে টার্গেট নিয়ে কোন কিছু করা সম্ভব নয়। এটা নির্ভর করে মার্কেট মুভমেন্টের উপর। অনেক সময় আপনারা ট্রেডের বিপরীতে মার্কেট মুভমেন্ট করতে পারে, সেই অবস্থানে ফিরে আসতে দেখা যায় ১-২ দিন সময় লেগে যায়। সেই সময় আপনি যদি মার্কেটে নিদিষ্ট টার্গেট করে রাখেন তাহলে আপনার নিজের উপর চাপ সৃষ্টি হবে এতে করে আপনি ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। তাই নিদিষ্ট কোন টার্গেট ব্যতিত ট্রেড করা উচিত।
-
ফরেক্সে আপনার কতটা অভিজ্ঞতা রয়েছে বা আপনার বৈদেশিক মুদ্রার শক্ত পয়েন্টটি কী বা আপনার দূর্বল বিন্দুটি কী, আপনি এখন পর্যন্ত আবিষ্কারের বিকল্পের চেয়ে বেশি সম্ভাবনা পেয়েছিলেন এবং এ কারণেই আপনি বর্তমানে বেনিফিট বিবেচনা করছেন। প্রকৃতপক্ষে, আপনাকে প্রথমে উদ্দেশ্যটি নির্ধারণ করতে হবে, একমাসে আপনার কতটা উপকার করা দরকার। আপনি যখন 22 ভাগ করে বিভাজন করবেন এমন অফ সুযোগটিতে (বাজারটি এক মাসে 7 দিনের জন্য বন্ধ থাকে) আপনার দিনের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। বর্তমানে দিনকে লক্ষ্য করে সেই দিনটি পূরণ করার চেষ্টা করুন। উদ্দেশ্য সমতল হয়ে গেলে, 7 দিনের জন্য আপস করুন এবং বিশ্রাম দিন বা তদন্ত করুন। যেহেতু, ফরেক্সে শেখার কোনও সীমা নেই।
-
আমি কোন সাপ্তাহিক টার্গেট নিয়ে ট্রেড করি না। মাসিক একটা টার্গেট নিয়ে ট্রেড করে থাকি, কিন্তু সব কিছু নির্ভর করে মার্কেটের উপর, কারন মার্কেট ভাল থাকলে ১ সপ্তাহে টার্গেট পূরন হয় না হলে ১ মাসেও টার্গেট পূরন হয় না। আমার বর্তমানে তিনটি ট্রেড খোলা আছে মার্কেট আমার অনুকুলে আসলে এ সপ্তাহে ৫০ ডলার নিতে পারব বলে আশা করছি বাকিটা আল্লাহ ভরসা। । আমরা বেশী বেশী মার্কেটে থাকব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা ধৈর্য্যের সহিত ট্রেড করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । টার্গেট ফিলাপ হয়ে গেলে ঐ দিনের জন্য ট্রেড অফ করে রেস্ট নিন বা এনালাইসিস করুন। কারণ, ফরেক্সে শেখার শেষ নেই।
-
সাপ্তাহিক টার্গেট নিয়ে ট্রেড করি না। মাসিক একটা টার্গেট নিয়ে ট্রেড করে থাকি, কিন্তু সব কিছু নির্ভর করে মার্কেটের উপর, কারন মার্কেট ভাল থাকলে ১ সপ্তাহে টার্গেট পূরন হয় না হলে ১ মাসেও টার্গেট পূরন হয় না। আমার বর্তমানে তিনটি ট্রেড খোলা আছে মার্কেট আমার অনুকুলে আসলে এ সপ্তাহে ৫০ ডলার নিতে পারব বলে আশা করছি বাকিটা আল্লাহ ভরসা।
-
ফরেক্স মার্কেটে রিয়েল একাউন্ট থেকে ইনকাম শুরু করবো । এবং সেখানে যেন আমি টিকে থাকতে পারি তার জন্য বেশি করে মার্কেট এনালাইসেস করছি । এবং কিভাবে আমি ট্রেড করবো তার একটা ধারনা নিচ্ছি । এবং আমার আশা হচ্ছে আগামি সপ্তাহে ফরেক্স মার্কেট থেকে মাত্র ৫ ডলার ইনকাম করবো । কারন এর আগের দুটো সপ্তাহ আমার একেবারে নষ্ট হয়ে ভেসতে গেছে বলা যায়। সুতরাং আগামী সপ্তাহে যদি মার্কেটের মুভমেন্ট ভাল হয় তাহলে পজিশন অনুযায়ী আমাকে কমপক্ষে ৪ টা ট্রেড নিতে হবে এবং প্রতিটা ট্রেডে আমাকে মিনিমাম ১০ ডলার করে প্রফিট বের করতে হবে।
-
প্রত্যেকের প্রচলন দৃষ্টিকোণ, এবং বাজারে তার বিশ্লেষণে দৃশ্য আছে, আর আমি তোমাকে নিয়ে অনেক ব্যবসায়ীদের সুপারিশ নির্বাণ হয় একটি ভাল জ্ঞান ছাড়া কেউ অনুসরণ করার পরামর্শ, কিন্তু এই সুপারিশের কয়েক সফল, আপনি চিহ্নিত এবং মুদ্রায় পাথ ও আচরণ জানতে বাজার বিশ্লেষকদের বিশেষজ্ঞদের অনুসরণ করতে হবে।প্রত্যেকের প্রচলন দৃষ্টিকোণ, এবং বাজারে তার বিশ্লেষণে দৃশ্য আছে, আর আমি তোমাকে নিয়ে অনেক ব্যবসায়ীদের সুপারিশ নির্বাণ হয় একটি ভাল জ্ঞান ছাড়া কেউ অনুসরণ করার পরামর্শ, কিন্তু এই সুপারিশের কয়েক সফল, আপনি চিহ্নিত এবং মুদ্রায় পাথ ও আচরণ জানতে বাজার বিশ্লেষকদের বিশেষজ্ঞদের অনুসরণ করতে হবে।
-
আসলে সাপ্তাহিক টার্গেট ধরে ট্রেডিং করার মজা আলাদা,আমার প্রতেক সপ্তাহে টার্গেট থাকে ৩০০ পিপস প্রফিট বুকিং করা,কিন্তু আমার একাউন্ট এ ব্যালেন্স কম থাকার কারনে আমি কয়েক মাস ধরে ট্রেডিং থেকে বিরত আছি,একটা ভালো বোনাস মূলধন করে আমি আবার ট্রেডিং এ আসবো,আমার মতে সবার উচিত একটি নির্দিষ্ট টার্গেট নিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেডিং করা,টার্গেট না নিয়ে ট্রেডিং করলে ফরেক্স মার্কেট থেকে ভালো ভাবে ইনকাম করা যাই না আমি এটি মনে করি।
-
আপনি ফরেক্সে কতটুকু অভিজ্ঞ বা ফরেক্সে আপনার স্ট্রং পয়েন্ট কোনটা বা উইক পয়েন্ট কোনটা সেটা নিশ্চয়ই আপনি এতদিনে ফাইন্ড আউট করতে পেরেছেন, আর সেজন্যই ত আপনি এখন প্রফিটের চিন্তা করছেন। আসলে প্রথমে টার্গেট সেট করতে হবে আপনি মাসে কত প্রফিট করতে চান।তারপর সেটাকে ২২ দিয়ে ভাগ করলে (মাসে ৮ দিন মার্কেট বন্ধ থাকে) আপনার প্রতিদিনের টার্গেট বের হয়ে যাবে। এবার চেষ্টা করবেন প্রতিদিনের সেই টার্গেট ফিলাপ করতে। ফরেক্স এ আমার প্রতিদিনের টার্গেট থাকে আবার সাপ্তাহের টার্গেট করে আমি ফরেক্স এ ট্টেড করি। আমি প্রতিদিন টার্গেট করি বিভিন্ন পেয়ার মিলে ২০ পিপস । আর সাপ্তাহে প্রত্যেক পেয়ারে ৪০ পিপস টার্গেট করে থাকি। এতে আমার কিছুটা হলেও আমি ট্টেড করে লাভ করে থাকি।টার্গেট ফিলাপ হয়ে গেলে ঐ দিনের জন্য ট্রেড অফ করে রেস্ট নিন বা এনালাইসিস করুন কারণ, ফরেক্সে শেখার শেষ নেই।
-
ফরেক্স মার্কেট খুবই ঝুকির যায়গা তাই এখানে সবাই চায় কেমনে নিরাপদ থেকে ট্রেড করা যায়। তাই এখানে সবার টার্গেট থাকে নিজের টার্গেট ফুলফিল হয়ে গেলে বের হয়ে যাওয়া। আমার চলতি মাসের টার্গেট ফুলফিল হয়ে গেছে গত সপ্তাহে , কিন্তু এখনও তিনটা ট্রেড রানিং আছে তাই ইচ্ছা থাকলেও বের হয়ে যেতে পারব না। আপনার কি টার্গেট বা কতটুকু ফুল ফিল হযেছে কমেন্ট এ জানান।তবে সবাই একটা নির্দিষ্ট টার্গেট থাকে যে প্রতি সপ্তাহে একটি টার্গেট পূরণ করেন এবং তাদের অনুযায়ী কাজ করলে সফলতা ভালো হয় তাই নির্দিষ্ট কোন একটি টার্গেট নিয়ে কাজ করা উচিত প্রত্যেকটি ফরেক্স ট্রেডিং।ফরেক্স এ আমার প্রতিদিনের টার্গেট থাকে আবার সাপ্তাহের টার্গেট করে আমি ফরেক্স এ ট্টেড করি। আমি প্রতিদিন টার্গেট করি বিভিন্ন পেয়ার মিলে ২০ পিপস । আর সাপ্তাহে প্রত্যেক পেয়ারে ৪০ পিপস টার্গেট করে থাকি। এতে আমার কিছুটা হলেও আমি ট্টেড করে লাভ করে থাকি।