আমি ফরেক্স কে ভাল বাসি তার কয়েকটি কারন আছে ।
1.আমি এখানে থেকে আয় করকত পারি ।
2.আমি এখানে থেকে অনেক কিছু শিখতে পারি ।
3.আমার এখানে মাঝে মাঝে অনেক সুন্দর সময় কাটে ।
এই সব কারনে আমি ফক্সে কে ভালবাসি ।
Printable View
আমি ফরেক্স কে ভাল বাসি তার কয়েকটি কারন আছে ।
1.আমি এখানে থেকে আয় করকত পারি ।
2.আমি এখানে থেকে অনেক কিছু শিখতে পারি ।
3.আমার এখানে মাঝে মাঝে অনেক সুন্দর সময় কাটে ।
এই সব কারনে আমি ফক্সে কে ভালবাসি ।
আরে ভাই আমি যে ফরেক্স কে কিভাবে কেন এত ভালবেসে ফেলেছি তাআমি নিযেও জানি না, কিন্তু সপ্তাহের পাচ দিন কে মানে হয় যেন একবা দুই দিন, আর বাকি বন্ধের দিন দুইটা দিন কে মনে হয় সপ্তাহের সাত দিনের চেয়েও বেশি।
আমারা ফরেক্স কে ভালবাসি তার অনেক গুলো কারন রয়েছে ,যেমন আমরা এখানে থেকে আয করতে পারি , ও অনেক কিছু আমরা শিক্ষা অর্জন করতে পারি ।এছাড়া আমাদের অনেক যোগ্যতা অর্জন হয় ,ইত্যাদি কারনে আমরা ফরেক্স কে ভালবাসি ।
এটি আমাদের চলার পথ সহজ করে দেয় কারন একন জীবনের পথে চলতে গলে দরকার টাকা আর এই টাকা আমরা ফরেক্স থেকে পেতে পারি এবং এটা পেতে আমাদের বেশি একটা কষ্ট করা লাগবে না। তাই আমরা ফরেক্স কে ভালবাসবো আর এর থেকে টাকা অর্জন করে আমাদের দৈনদিন জীবনের সমস্যা গুলো দূর করতে পারি।
আমি ফরেক্স ভালবাসি কারন ফরেক্স থেকে আমি অনেক কিছু শিখতে পেরেসি এবং টাকা আয় করতে পারছি । আমার মনে হয় বাংলাদেশ সরকার এর উচিত সবার সামনে ফরেক্সকে তুলে ধরা তাহলে দেশে বেকারত্তের হার কমবে।
আমরা ফরেক্স আনেক ভালবাসি কারন এটা আমাদের ইনকাম করার পথ সুগম করে। ফরেক্স বিজনেস করে লাভ করতে পারেন বলে ফরেক্স ভালোবাসবেন আর লস করবেন বলে ঘূনা করবেন তা না। আর না শিখে ফরেক্স করলে ফরেক্স আপনার ভালো লাগবে না।
ফরেক্স ব্যবসা হলো প্রচুর পরিমানে টাকা আয় করার সবথেকে সহজ নয় তবে জনপ্রিয় এবং বেশি ব্যবহৃত অনলাইন ব্যবসায়ের উপায় বা মাধ্যম। আর আমার সবাই টাকাকে অনেক ভালবাসি সেই কারনে ফরেক্স ট্রেডাররা এই ব্যবসাকে অনেক ভালবাসে।
অামি ফরেক্সকে এজন্য ভালোবাসি ফরেক্স থেকে অামি অনেক জানতে পারি শিখতে পারি সব থেকে বরো কথা হলো ফরেক্স থেকে অামি ডলার অায় করতে পারি ৷
আপনি ফরেক্সকে কেন ভালবাসবেন তা আমি বলতে পারব না। তবে আমি ফরেক্সকে খুব ভালবাসি এবং ভালবেসেই যাব। কারন আমি পূর্বেও বলেছি আমি একজন ছাত্র এবং আমি ফরেক্স ব্যবসা করার পূর্বে সম্পূর্ণ বেকার ছিলাম অপর দিকে আমি এখন ফরেক্স ব্যবসা করে স্বাবলম্বী হয়েছি এবং ফরেক্সকেই আমি আমার ক্যারিয়্যার হিসাবে নিয়েছি। এবং এ কারনেই আমি ফরেক্সকে এতো ভালবাসি এবং আপনিও ভালবাসবেন।
সবার ই ভালবাসার পিচনে একটা উদ্দেশ্য থাকে। আর তা হল এখান থেকে কিছু পাওয়া বা আশা করা। আর ফরেক্স থেকে সবাই চাই একটা ভাল আয়। যা ফরেক্স দিতে পারে। এ জন্যই ফরেক্স কে আমি বেশি ভালবাসি। ফরেক্স আমার ভবিষ্যতের আশা এবং ভরসা।