আমি বিগত ছয় মাস ফরেক্স ট্রেডিং এর সাথে আছি এবং কমবেশি ফরেক্স থেকে আয়ও করছি তবে প্রতিদিন নিয়মিত নয়। ধন্যবাদ।
Printable View
আমি বিগত ছয় মাস ফরেক্স ট্রেডিং এর সাথে আছি এবং কমবেশি ফরেক্স থেকে আয়ও করছি তবে প্রতিদিন নিয়মিত নয়। ধন্যবাদ।
ফরেক্সে আমি নতুন এখনও আমি আয় করা শুরু করিনি। তবে আপনাদের দোয়ায় আল্প কিছুদিনের মধ্যেই আমি ট্রেডিং শুরু করব। আমি ট্রেডিং শুরু করার আগে ফরেক্স থেকে আরও কিছু ধারণা নিতে চায়। ধন্যবাদ
আসলে যারা পরিপূর্ণ দক্ষ ও অভিজ্ঞ একমাত্র তারাই এই বাজারে অর্থ বিনিয়োগ করে প্রতিদিন লাভ অর্জন করতে পারেন। আপনি যদি প্রতিদিন এই বাজার হতে লাভ করতে চান, তাহলে আপনাকে এই ব্যবসা সম্পর্কে সর্বোচ্চ পরিমাণ দক্ষতা অর্জন করতে হবে।
আমি বিগত ০২ বসর ধরে ফরেক্স থেকে পার্মানেন্ট ইনকাম করতেসি। তাই আমাকে আর অন্য কন চাকুরী করতে হই না। আমি অনেক খুশি এই ফরেক্স বিজনেস করে। কারন এতা একটি স্বাধীন বেবশা।
প্রতিদিন কেউ ফরেক্স থেকে আয় করেনা। এটা সত্যি নয়। ধরুন কেউ এই বাবসার শাথে জরিয়ে আছে, সে চেষ্টা এবং অধাবশায় দ্বারা এই বাবসা করে উন্ননতি করতে পারবে। প্রতিদিন উপারজন করতে হবে এমন কোন কথা নেই। নিয়মিত হলেই তো যথেষ্ট। আমি বিগত ২ বছর হল ফরেক্স সম্পর্কে জানি।
আপনে যদি ফরেক্স এ কাজ
বা ট্রেড করে টাকা ইনকাম করতে চান
তাহলে আপনাকে আগে ডেমো তে কাজ
করে তার পর ফপ্রেক্স এ ট্রেড
করতে হবে । আর
আপনাকে বেশি বেশি করে ফরেক্স
বিষয়ে জানতে হবে ।
প্রতিদিন ফরেক্স থেকে ২০ দলার করে ইনকাম করি।আমাদের ফরেক্স সম্পর্কে ভাল ধারনা থাকা দরকার কারন এটা একটি বড় ধরেনর ব্যবসা যেখান থেকে মাসে অনেক টাকা আয় করা যায়। আমাদের কে ভাল আয় করার জন্য ভাল ভাবে ডেমো চর্চা করতে হবে এবং লোভ , আবেগ এগুলো কে ত্যাগ করতে হবে।
আমি এখনও ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারিনি। কারন আমি এখনও ফরেক্স শিকছি। আমি ভাল ভাবে আগে শিখে তারপরে ফরেক্স থেকে আয় করতে চাই।
আমি যখন নতুন ট্রেডার ছিলাম তখন আমি যত আয় করতাম তারচেয়ে বেশি লস করতাম ।দীর্ঘ ১ বছর যাবত আমি ডেমোতে ট্রেডিং করি এবং ফরেক্স সম্পরকিত বিভিন্ন বই , ভিডিও দেখি এবং শিখি। তারপর থেকে আমি প্রতিদিন আয় করতে পারি না মানে মাসের হিসাবে আমি লাভে থাকি ।
আমি ফরেক্সে নতুন তাই আখন আয় করতে পারিনি। তবে আশা করসি দিনে প্রথমে ৫ থেকে ১০
ডলার আয় করতে পারব। আমার মনে হই অভিজ্ঞতা থাকলে অনেক বাসি আয় করা স্মভব।