নিঃসন্দেহে খুব জরুরি এক টি বিষয় হল স্টপ লস আর টেক প্রফিট। আমরা যেন এই বিষয় তা মাথায় রেখে ট্রেড করি। স্টপ লস আর টেক প্রফিত দিয়ে ট্রেড করলে আমরা কন ঝুঁকি তে থাকবনা। আর হাঁ, ৫০ পিপ্স যদি টেক প্রফিত দেই আর ৫০ পিপ্স যদি টেক লস দেই তাহলে এক টা নির্দিষ্ট সময় ঠিক ই পেরামিটার হিট করবে।