ফরেক্স একটি ব্যবসা এখানে লস হতেই পারে তারপরও আমার মতে লস করার বড় কারন হল অনভিজ্ঞতা ও লোভ। আমি কয়েকবার লস করে অ্যাকাউন্ট জিরো করেছি যার কারন ছিল আমার অনভিজ্ঞতা ও লোভ।
Printable View
ফরেক্স একটি ব্যবসা এখানে লস হতেই পারে তারপরও আমার মতে লস করার বড় কারন হল অনভিজ্ঞতা ও লোভ। আমি কয়েকবার লস করে অ্যাকাউন্ট জিরো করেছি যার কারন ছিল আমার অনভিজ্ঞতা ও লোভ।
ফরেক্সে লস করার প্রধান কারন লোভ।এছাড়াও ফরেক্স ভালভাবে না জানলে লসের সম্মুখিন হবেন।
লস করার অনেক কারন থাকতে পারে তার মধ্যে হলো না বুঝে ফরেক্স করা বেশি লোভ করা এর ফলে অতি তারাতারি ডলার কামানোর জন্য ব্যাস্ত হয়ে অনেক বেশি লোভ করে ফেলে ফলে তারা লস করে ফেলে লোভ ভালো অতি লোভ করা ঠিক না এতে বিপদ হয় যা লসে পরিনত করে ৷
ফরেক্স এ লস করার অনেক কারন আছে। মূল কারন হল লোভ। বেশি লাভ করার চিন্তা থাকলে লস হবেই। আবার ফরেক্স এর ট্রেড নিয়ে ধারনা কম থাক্লেও টা লস খাওয়ার জন্য অন্যতম কারন।
বেশীরভাগ ট্রেডারই যে বিষয়গুলোর জন্য লস করে সেগুলো হচ্ছে্*...
১।মানি ম্যানেজমেন্ট না মানা
২।কোন এনালাইসিস ছাড়াই ট্রেড করা
৩।ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা
৪।ধৈর্যের অভাব
এই বিষয়গুলো ত্যাগ করতে পারলে কখনই ফরেক্সে লস করা সম্ভব না।
হা আপনাদের সাথে আমিও একমত ফরেক্স ব্যাবসাতে অবশ্যই লস আছে,কম বেশি সবাই লস করে কিন্তু যারা মার্কেট পর্যবেক্ষন না করে ট্রেড দেয় এবং দক্ষতার অভাব থাকে ,এবং লোভ বেশি করে তাদের লস হওয়ার সম্ভবনা থাকে।
বেশির ভাগ নতুন ট্রেডরই ফরেক্স মার্কেটে লস করে।এর পিছনে অন্যতম কারন হচ্ছে তারা ভালোভাবে ডেমো প্রেকটিস করে না এবং ফরেক্সের মূল বিষয় সম্পর্কে ধারণা রাখে না। আর এজন্য লাইভ ট্রেডিং এ এসেই কোন এনালাইসিস ছাড়া উল্টাপাল্টা ট্রেড করে থাকে। এবং বেশির ভাগ নতুন ট্রেডারই ইমোশনাল ট্রেড করে। যার ফলে তারা লস করতে করতে এক সময় একাউন্ট জিরো করে ফেলে। তাই আমার মতে একারণগুলোই ফরেক্সে লস করার অন্যতম কারণ।
ফরেক্স এ লস এর অনেক কারন আছে।তার মধ্যে অন্যতম কারন হলো
১।অনভিজ্ঞতা
২।অতিরিক্ত লোভ।
তাই,আগে অভিজ্ঞ হোন,লোভ পরিহার করুন।তাহলেই লস এর পরিমান উল্লেখযোগ্য পরিমানে কমে যাবে
ফরেক্স মার্কেটে লস করার বহু কারন রয়েছে।ফরেক্স মার্কেটের মুভমেন্ট বোঝার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন্ রকম টেকনিক্যাল এনালাইসিস ব্যবহার করে থাকে,কিন্তু অনেকে ফরেক্স সম্পর্কে সামান্য জ্ঞান অর্জন করেই ইমোশনাল হয়ে পড়ে,এরপরে ফরেক্স মার্কেটে বড় বড় ট্রেড ওপেন করে বসে থাকে,যার কারনে অনেক লসের শিকার হয়।জ্ঞান অর্জনের অভাবের কারনেই বেশিরভাগ মানুষ লস করে থাকে।
ফরেক্স ব্যবসায় লস করার অনেক কারণ আছে। এর মধ্যে প্রধান কারণ হল লোভ সংবরণ করতে না পারা। ফরেক্স ট্রেডারদের জন্য লোভ একটি ভয়ংকর বিষয় হিসেবে কাজ করে। লোভের কারনে ট্রেডাররা অনিয়ন্ত্রিত ট্রেড করে এবং নিজের ইনভেস্টমেন্ট অপেক্ষা অধিক গুন পরিমাণ লেভারেজ নিয়ে ট্রেড করে। ফলে মার্কেট একটু বিপক্ষে গেলেই একাউন্ট জিরো করে বসে!