-
ইনডিকেটর আপনাকে মার্কেট এর গতিবিধি বুঝতে সহায়তা করে। কিন্তু হাই নিউজ টাইম ট্রেডিং এর সময় মার্কেটের গতিবিধি যেকোনো দিকে জেতে পারে। সে ক্ষেত্রে ইনডিকেটর তেমন সাহায্য করতে পারে না। তাই সবসময় ইনডিকেটর ব্যবহার করে ট্রেড করা বোকামি। তবে ইনডিকেটর দিয়ে ট্রেড করলে বেশিরভাগ ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় যদি আপনি একটি ভালো ইনডিকেটর বাবহারে সক্ষম হন।
-
না সব সময় ইন্ডিকেটর নির্ভর হওয়া ভাল না। এতে আপনার লস হয়ে যেতে পারে। কারন সব সময় ইন্ডিকেটর সঠিক সিধান্ত দিতে পারে না।
ইন্ডিকেটর কিছু কিছু সময় কাজ করে কিন্তু সব সময় না। তাই আমি পুরুপুরি ইন্ডিকেটর নির্ভর হয় না।
-
না, ইন্ডিকেটর নির্ভর হওয়া ভাল না । কারন সব ইন্ডিকেটর সব সময় ভাল কাজ করে না । একটা ইন্ডিকেটর আপনাকে সারা জীবন প্রফিট দিতে পারবে না কোন কারন এ ইন্ডিকেটর এ যদি সমস্যা হয়। তখন আপনি কি করবেন। আপনি কি ট্রেড করবেন না ? আপনাকে ইন্ডিকেটর নির্ভর হওয়া যাবে না তবে আপনি এমটি ৪ এ কিছু ইন্ডিকেটর পাবেন সে গুলো ব্যাবহার করে দেখতে পারেন মার্কেট আপ এ আছে না ডাউন আছে এটা বুঝার জন্য।
-
ফরেক্স মার্কেট এর জন্য ইন্ডিকেটর অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই ইন্ডিকেটর এর সাহায্যে মার্কেট এ্যানালাইসিস করা যায়। এর সাহায্যে আপনি প্রচুর পরিমাণ লাভ করতে পারেন।
-
এখানে অনেকে অনেক ধরনের কথা বলেছেন ইন্ডিকেটর এর বাপারে। সেগুলা অনেক সুন্দর হয়েছে আমি এ শুধু এখানে ইন্ডিকেটর এর সংজ্ঞা টা দিতে চাই। ইন্ডিকেটর হল এক ধরনের নির্দেশক। যা আপনার মার্কেট এর প্রাইস বাড়বে না কমবে টা নিরদেশ করে। যদি আপনার মার্কেট এর প্রাইস এর উঠা বাড়া সমন্ধে অজানা থাকে তাহলে ইন্ডিকেটর সেটা বুঝতে আপনাকে সাহায্য করবে।
-
ইন্ডিকেটর হল মার্কেট এর গতিবিধির গড় অবস্থার নির্দেশক। তাই আমার মতে অবশ্যয় ইন্ডিকেটর ফলো করা উচিত। তবে পুর্ন নির্ভরশীলতা ঠিক নয়। ধন্যবাদ।
-
ইন্ডিগেটর অবশ্যই আপনাকে পূর্বের আর্কেট এর পরিস্থিতি পজিশন ইত্যাদি বুঝতে সাহাজ্য করে। আপনার ডিসিশন নিতেও এটি বেশ গরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তাই তাই আমি বলবনা ইনডিগেটর খারাপ। আমার মতে যেকোন একটি ইন্ডিগেটরের উপর নির্ভর না করে কিছু ইন্ডিগেটর অবশ্যই মিলিয়ে ট্রেড করা যেতে পারে। তবে কোন ইন্ডিগেটরের উপর ১০০ভাগ নির্ভরশিল হওয়া ঠিক নয়। কারন সব ইন্ডিগেটর আপনাকে লেট ইনফরমেশন দেয়। এর সাথে আপনাকে ফান্ডামেন্টার দেখে ট্রেড করা উচিত।
-
ফরেক্স করতে গেলে আপনাকে ফরেক্স সর্ম্পকে জানতে হবে । আপনি ফরেক্স করতে গেলে অনেক ইন্ডিকেটর পাবেন ,আমার মনে হয় যে কিছু কিছু ইন্ডিকেটর কাজ করে কারন আমি কিছু ইন্ডিকেটরের মাধ্যমে সহায়তা পেয়েছি । কিন্তু এটা আপনাকেই নির্ধারন করতে হবে যে আপনি কোন ইন্ডিকেটার টিকে বেছে নিবেন।
-
আমরা ফরেক্স মার্কেটে বিভিন্ন ধারনের ইন্ডিকেটর এর ব্যবহার করে এবং বিভিন্ন ইন্ডিকেটর এর ব্যবহারও বিভিন্ন রকম হয়ে থাকে তবে ইন্ডিকেটরের মুল কাজ হল কোন পেয়ারের মার্কেট নিকট ভবিৎষতে কোন দিকে যেতে পারে তার সম্পর্কে ধারনা প্রদান করা তবে ইন্ডিকেটর হতে পাওয়া তথ্য সব সময় কাজ করেনা বিধায় ইন্ডিকেটর নির্ভর হওয়া উচিত নয়। ধন্যবাদ।
-
mt4 নামে আমরা যে প্লাটফর্ম এ ত্রাদে করি তাতে অনেক ইন্দিকেতর ফ্রী দেওা থাকে । আমরা অনেকে ভাবি যে এই ইন্দিচাতর দিয়াই মার্কেট করা শম্ভব ।কিন্তু আমদের আইতা মনে রাখতে হবে মার্কেট ছলে সাই দেশের অর্থনৈতিক অবস্থার উপর । তাই আমরা জেন কখনই ইন্দিচাতর আর উপর আসছত হয়া না পরি ।