-
সিম্পল মুবিং এবারেজ হচ্ছে মার্কেটের উটা এবং নামা আপনি যদি ফরেক্স মার্কেটে সিম্পল মুবিং এবারেজ দেখে ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান তবে করতে পারবেন তবে লাভ লস কেমন হবে তা আমি বলেত পারব না কিন্তু এটা বলেতে পারি আপনি যদি এবারেজ ভাল বুঝেন তবে আপনার লাভ নিশ্চিত।
-
আমি বলবো মুভিং এভারেজ বহুল প্রচলিত একটি ইনডিকেটর। কিন্তু সিম্পল মুভিং এভারেজ সম্পর্কে আমার ভাল ধারনা নেই। কেউ যদি ভালমত গুছিয়ে লিখে পোষ্ট করেন তাহলে উপকৃত হব।
-
মূলত মুভিং এভারেজ হলো মার্কেট প্রাইসের গড় মূল্য। যেমন ধরুন বাজারে পিয়াজের গত তিন সপ্তাহের বাজার দর ছিল ২৫,৩০ ও ৩৫ তাহলে গড় দর হলো ৩০ টাকা। সি¤পল মুভিং এভারেজ প্রিরিয়ড হলো দৈনিক গড় মূল্য। যেমন sma-10 হলো ১০ দিনের গড় মূল্য। আশা করি বিষয়টি পরিস্কার হয়ে গেছে।
-
অনেক ধন্যাবাদ ভাই আপনার এই শিক্ষামূলক পোস্ট এর জন্য কারন আমি একজন নতুন ট্রেডার ফরেক্স সম্পরকে জানা ও বুঝার জন্যই আমার এই ফোরাম পোস্টিং সাইট এ আগমন এই পোস্ট এর মাধ্যমে আমিসিম্পল মুভিং এভারেজ সম্পরকে অনেক কিছুই জানতে পারলাম
-
অভিজ্ঞ ট্রেডাররা ৩টি সময়ের মুভিং এভারেজ এর উপর ট্রেড করে থাকে। সেগুলো হলঃস্বল্পমেয়াদী (Short term) – ১০ দিনের মুভিং এভারেজ,মধ্য মেয়াদী (Intermediate Term) – ৫০ দিনের মুভিং এভারেজ,দীর্ঘ মেয়াদী (Long Term) – ২০০ দিনের মুভিং এভারেজ।মুভিং এভারেজ হল প্রাইস এর ভিত্তিতে একটি গাণিতিক হিসাব এর মাধ্যমে আপনি ট্রেন্ড ডিরেকশন সহ বাই এবং সেল সংকেত বা সিগনাল দিতে পারবেন।এই ক্ষেত্রে আপনি দীর্ঘ মেয়াদী বা স্বল্প মেয়াদী ট্রেড করবেন তা নির্ভর করবে আপনি কত সময়ের মুভিং এভারেজ পছন্দ করছেন। তবে অভিজ্ঞ ট্রেডাররা ৩টি সময়ের মুভিং এভারেজ এর উপর ট্রেড করে থাকে।
-
ফরেক্স ট্রেডিং এর মধ্যে যত গুলো ইন্ডিকেটর আছে তারমধ্যে মুভিং এভারেজ বেসিক হিসেবে ধরা হয়। কারণ এমন কোন ট্রেডার নেই পৃথিবীতে যিনি মুভিং এভারেজ ব্যবহার করেন নাই। সুতরাং বোঝা যাচ্ছে যে মুভিং এভারেজ কতটুকু গুরুত্ব পূর্ন। শুধু মুভিং এভারেজ স্ট্রেটেজি ব্যবহার করে আপনি একজন ভাল ট্রেডার হতে পারবেন এবং লাভবান হতে পারবেন যদি এটার কম্বিনেশন টা বুঝেন। যেমন মুভিং এভারে কম্বিনিশন ১২দিন ২৬ দিন ৪৫ দিন এর এই কম্বিনেশনটি বহুল ব্যবহৃত স্ট্রেটেজি। এই স্ট্রেটেজিটি বুঝতে সহ এবং যে কেউ সহজে ব্যবহার করতে পারবেন।
-
মুভিং এভারেজ ফরেক্স মার্কেট এর একটা জনপিয় ইনডিকেটর এমন ও আছে ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা মুভিং এভারেজ দিয়ে ট্রেড করে ফরেক্স মার্কেট এ সফল ট্রেডার হতে পারছে আসলে ফরেক্স মার্কেট এ ট্রেড করা ভাল করে শিখতে পারলে আপনি অনেক ভাল করে লাভ করতে পারবেন আপনাকে আর পিছে ফিরে তাকাতে হবে না ফরেক্স মার্কেট এ
-
আমার জানা মতে ফরেক্স মার্কেটে মুভিং এভারেজ ইন্ডিকেটরটি সবচেয়ে জনপ্রিয় একটি সফটওয়্যার এবং এর ব্যবহার ফরেক্স মার্কেটে প্রায় সকল ট্রেডারই করে থাকে। পৃথিবীতে অনেক ট্রেডার আছে যারা শুধুমাত্র মুভিং এভারেজ ব্যবহারে করেই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। তবে আমার বিশ্বাস যারা মুভিং এভারেজ সম্পর্কে ভাল দক্ষ ও অভিজ্ঞ হতে পারবেন এক সময় তারা অবশ্যই এই মুভিং এভারেজ দিয়েই ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জনে সক্ষম হতে পারবেন।
-
এমন কোন ট্রেডার হয়তো খুজে পাওয়া যাবে না যে মুভিং এভারেজ ব্যবহার করে না। মুভিং এভারেজ ব্যবহার করে ভাল প্রফিট করা যেতে পারে। ফরেক্স মার্কেট এ কয়েক ধরনের মুভিং এভারেজ দেখতে পাওয়া যায়। ফরেক্স মার্কেট এ সিম্পল মুভিং এভারেজ দিয়ে একটি কারেন্সি নির্দিষ্ট সময়ের গড় দাম বের করতে পারি।
-
আসলে সিম্পল মুভিং এভারেজ হল একটা ইন্ডিকেটর। এখন সেটা আপনি যে কোন প্রিয়ডের রাখতে কিংবা ব্যবহার করতে পারেন। মুভিং এভারেজগুলো ট্রেডারদেরকে ট্রেডিং এর ক্ষেতে কিছুটা সহায়তা প্রদান করে থাকে মার্কেটের সিচুয়েশন জানার বা বোঝার জন্য। তবে শুধু এগুলোর উপর ভরসা করা যাবে না, তাই এগুলোর আপনার যেটা যেটা ভাল লাগে সেগুলোকে একত্রিত করে আপনি আপনার নিজের একটা শক্তিশালী পদ্ধতি বানিয়ে আপনাকে এখানে ট্রেড করতে হবে, যেটা আপনাকে সব সময় প্রফিট দিবে।