Originally Posted by
zhbony
এই ধরণের ট্রেডিং এ খুব সংক্ষিপ্ত সময়ে আপনাকে ট্রেডে ঢুকতে হবে এবং ট্রেড থেকে বের হতে হবে যা কয়েক সেকেন্ডও হতে পারে। যেহেতু খুব স্বল্প সময়ের ট্রেড তাই আপনাকে প্রচুর ট্রেড করতে হবে যার পরিমান দৈনিক ১০০ হতে পারে। প্রতি ট্রেডে খুব সিমিত প্রফিট করবেন যেমন ৩-৫ পিপস। ১ মিনিটের চার্টের উপর ভিত্তি করে একটি গতিশীল মার্কেট ট্রেন্ডে এই ট্রেড করবেন।
স্কেলপিং ট্রেডের সুবিধাঃ
• সামান্য রিস্কে ট্রেড ।
• হাই সিস্টেম একুরিসি।
• ফান্ডামেন্টাল এনালাইসিসের প্রয়োজন নাই।
• হঠাত মার্কেটে পরিবর্তনেও রিস্ক থাকে না।
• প্রতিদিন অনেক বার এই সুবিধা পাওয়া যায়।
স্কেলপিং ট্রেডের অসুবিধাঃ
• এই ট্রেডে প্রচুন্ড মানসিক অস্থিরতা কাজ করবে
• ফাস্ট অর্ডার এক্সিকিউশন ব্রোকার হতে হবে।
• ট্রান্সজেশন কস্ট অনেক বেশি দিতে হবে। (যদি দৈনিক ২০টা ট্রেড করেন ৬০পিপস স্প্রেড দিতে হবে)।