আমি এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই। মার্কেট একটা নির্দিষ্ট পজিশনে এলে বায় কিংবা সেল নিলে সর্বাধিক লাভ করা সম্ভব। কিন্তু কখন বুঝব যে মার্কেট একটা নির্দিষ্ট পজিশনে আসছে।
Printable View
আমি এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই। মার্কেট একটা নির্দিষ্ট পজিশনে এলে বায় কিংবা সেল নিলে সর্বাধিক লাভ করা সম্ভব। কিন্তু কখন বুঝব যে মার্কেট একটা নির্দিষ্ট পজিশনে আসছে।
অনেকদিন যাবত ফরেক্স ত্রেদিং করলেও পজিশন ত্রেদিং যে আসলে কি জিনিস সেতা আম্র কাছে এখন পরিস্কার না । তাই আমার এখন অনেক আগ্রহ জেগেছে এতার সম্পর্কে জানার যদি কেও সঠিক ধারনা দিতেন তাহলে অনেক উপক্রিত হতাম। আমিও চেস্তা করবো যেখান থেকে পারি এটা সম্পর্কে জানতে। জানতে পারলে অবরসই আমি সবাইকে জানাব।
অনেকদিন যাবত ফরেক্স ত্রেদিং করলেও পজিশন ত্রেদিং যে আসলে কি জিনিস সেতা আম্র কাছে এখন পরিস্কার না ।
ফরেক্স মার্কেটে পজিশন ট্রেড বলতে বোঝায় পজিশন অনুযায়ী ট্রেড করা। ফরেক্স মার্কেটে ট্রেড সব সময় চলে কিন্তু নিদিষ্ট একট পজিশনে না আসলে ট্রেডিং করা যায় না একে পজিশন ট্রেডিং বলে।
পজিশন ট্রেডিং সম্পর্কে আমার কোন ধারনা নেই তাই আপনাদের থেকে জানতে চাই পজিশন ট্রেডিং সম্পর্কে। আমরা পোরামের মাধ্যমে নতুন নতুন অনেক কিচু শিকতে ছি তাই ফোরামের কাজ করে অনেক ভাল লাগে। কারন ফোরামের সাথে অনেক সিনিয়ররা জড়িত থাকেন তাই তাদের জ্ঞান গুরো আমরা জানতে পারি।
পজিশন ট্রেডিংসম্পর্কে বিস্তারিত জানি না। তবে ভবিষ্যতে প্রতিযোগিতাই অংশগ্রহন করার ইচ্ছা আছে ।
আমি পজিসন ট্রেডিং সম্পর্কে বন্ধুদের কাছ থেকে শুনেছি কিন্তু এটা সম্পর্কে বিস্তারিত জানি না। তবে যেটুকু বুঝি এটা কোন প্রতিযোগিতা টাইপের হবে । তবে ভবিষ্যতে প্রতিযোগিতাই অংশগ্রহন করার ইচ্ছা আছে ।
ফরেক্স মার্কেটে পজিশন ট্রেডিং বলতে বঝা জায় যে ফরেক্স মার্কেটে কিছু ট্রেডার আছে জারা অনেক অভিজ্ঞ ফরেক্স ট্রেডার জারা সবসময় ট্রেড করে না তারা ফরেক্স মার্কেটে থাকে কিন্তু ট্রেড করে না কারন তারা এই সকল ভাল পজিশন ট্রেডের জন্য অপেক্ষা করে যখন কোন ভাল পজিশন পায় তখন তারা ফরেক্স মার্কেটে ট্রেড করে ।
পজিশন ট্রেডিং আমি নতূন শুনলাম । দারুন গেম হবে হয়ত। আমি জানার চেষ্টা করব কি ভাবে পজিশন ট্রেড ওপেন করা যায় বা করতে হয় । এটা যদি ব্রোকার হাউজ ব্যবস্থা করে থাকে তাহলে আমরা কি ভাবে অংশ গ্রহন করব জানতে হবে।
আপনি থ্রেডেরথ্রেডের শিরোনাম দিয়েছেন একরকমের আর থ্রেডের ভেতরে লিখেছেন আরেকরকমের করে। আসলে ফরেক্সের বিভিন্ন প্রতিযোগীতার আজকাল হয়ে থাকে যেখানে আকর্ষনীয় পুরষ্কার থাকে।যারা নতুন ট্রেডার তাদের কাছে প্রতিযোগীতার জয়ী হওয়া অনেকটা স্বপ্নের ব্যাপার। তবে ফরেক্সে অনেককিছুই স্বপ্নের হলেও বাস্তবে ঘটতে সময় লাগে না ।