-
একসময় খুব বেশি শর্টটার্ম ট্রেড করতাম , এখন লং শর্ট দুটো মিলিয়ে করি। তবে আমি যে সিস্টেমগুলো ফলো করি তার প্রায় সবগুলোই ইনডিকেটর নির্ভর। আমার মতামত হল , আপনি যে কোন সিস্টেম ব্যবহার করেন না কেন আগে নিজের মত করে স্টাডি করে নেবেন। অন্তত তিনমাস ডেমোতে ট্রেড করে যদি সফলতা পান তবেই লাইভে ট্রেড করুন।
-
আসলে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি কোন ট্রেডিং স্টাইলে ফরেক্স মার্কেট ট্রেড করবেন তবে আমি সাধারনত শর্ট টার্ম ট্রেডিং স্টাইলে ট্রেড করে থেকে কারণ এতে লসে সম্ভাবনা খুব কম থাকে এছাড়া এচ্রার এসময় ফরেক্স মার্কেট এনলাইসিস করতে আমার খুব সুবিধা হয়
-
আমি লংটাইম এবং সর্টটাইম দুইস্ট্রাটেজিতেই ফোরেক্স করি। তবে আমার মতে ফেরেক্স ট্রেজের জন্য সবথেকে ভালোমাধ্যম হলো লংটাইম স্ট্রাটেজি। কারন এখানে সঠিক অ্যানালাইসিস করতে পারলে আপনার লাভ বেশি হবে এবং রিক্স ও কমে যাবে।
-
ফরেক্স মার্কেটে সব সময় আপনাকে এনালাইসিস এর উপর ভিত্তি করে ট্রেড করতে হবে । যার জন্য আপানাকে অনেক স্ট্রাটেজি নিয়ে প্রাক্টিস করতে হবে এবং তার মধ্য থেকে যে কোন একটি স্ট্রাটেজি ব্যবহার করে ট্রেড করতে হবে । আমি যেই স্ট্রাটেজি ব্যাবহার করি সেটা হলো ক্যান্ডেল স্টিক স্ট্রাটেজি ।যার মাধ্যমে আমি অনেক প্রফিট পেয়েছি ।
-
ফরেক্স মার্কেট এমন একটি জায়গা যেখান থেকে আমরা অনেক সহজেই ট্রেড করে টাকা উপার্জন করতে পারি।এ জন্য উপযুক্ত ট্রেডিং স্টাইল বেছে নিতে হবে আপনাকে।বর্তমান বাজারের অবস্থার উপর ভিত্তি করে কৌশল নির্ধারণ করতে হবে....।
-
ফরেক্স মার্কেট এমন একটি জায়গা যেখান থেকে আমরা অনেক সহজেই ট্রেড করে টাকা উপার্জন করতে পারি আবার দেখা যাই যে, অল্প একটু ভুল সিদ্ধান্তের কারণে অনেক বড় লস হয়ে যাই । তাই লস কমিয়ে লাভ করতে হলে ব্যাবহার করতে হয় নিজস্সো কিসু ট্রেডিং ফর্মুলা যা কিনা আমাদের কাঙ্খিত সাফল্যে পৌসাতে সাহায্য করে থাকে।আমার ট্রেডিং স্টাইল হলো আমি আর এস এই ব্যাবহার করি। আমি লং টার্ম ট্রেড করি স্টপ লস এবং টেক প্রফিট হিসেবে ব্যাবহার করি ৪৫ পিপস ।
-
ফরেক্স মার্কেট অনেক বিশার একটা ক্ষেত্র । এখানে এমনিতে কেউ টিকে থাকতে পারবেনা । কারন ফরেক্স মার্কেট এর মধ্য সবচেয়ে কঠিন কাজ হল দীর্ঘ সময়ের জন্য এই মার্কেটে টিকে থাকা । আর তাই এই মার্কেটে টিকে থাকার জন্য আমাদেরকে নিজস্ব ট্রেডিং স্টাইল ব্যবহার করতে হবে । আমি একজন নতুন ট্রেডার হিসেবে এখনো কোন ধরনের নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তুলতে পারিনি তাই আমি গুরত্ব দিচ্ছি নিজস্ব একটা ট্রেডিং স্টাইল গড়ে তুলতে । আসলে এটা একদিনে অর্জন করা সম্ভব নয় সাধনা করতে করতে এটা অর্জিত হবে ।
-
আমি আগে শট টাইম ফ্রেমে ট্রেড করতাম।কিন্তু বতমানে লং টাইম ফ্রেমে ট্রেড করার চেষ্টা করতেছি।আমি যখন ট্রেড করি তখন ফান্ডামেন্টাল,টেকনিক্যল,সেন্টিমেন্টাল তিন ধরনের অ্যনালাইসিস করে ট্রেড করি।তাছাড়া আমি বেশীর ভাগ সময় কেন্ডেল স্টিক ও কিছু ইন্ডিকেটর দেখে টেডিং ডিসিশান নিয়ে থাকি।
-
আমি সাপোর্ট রেজিস্ট্যান্স এ বিশ্বাস করি আর ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখে এন্ট্রি নিয়ে থাকি,নিউজ ট্রেডিং এ সুইং স্ট্রেটেজি ফলো করি যা সবসময়ই কাজে দেয়।
-
ফরেক্স ট্রেডিংয়ে প্রত্যেকেরই একটি নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল থাকা আবশ্যক কারন ট্রেডিং স্ট্যাইল যদি হয় সকল ট্রেডিং কেৌশলকে যথাযথোভাবে অনুসরন সাপেক্ষে তা হলে ভাল প্রফিটের নিশ্চয়তা অনেকগুনে বেড়ে যায়। আমি ও ফরেক্স ট্রেডিংয়ে নিজেস্ব স্ট্যাইল সব সময় ফলো করি আর তা হল আমি সব সময় নিজেস্ব চিন্তা ভাবনার সাথে মার্কেট অ্যানালাইসিসকে কমপেয়ার করে তার পর ফরেক্সে ট্রেড করে থাকি।