-
ভাই আপনি যদি ফরেক্স ফোরামের নিয়ম কানুন ভাল করে মেনে পোস্ট করেন তবে আমি আশা করি আপনার বোনাস প্রতি মাসেই আপনি পাবেন। কারন আমি গত মাসে ফরেক্স ফোরাম করে ১১৯ ডলার বোনাস পেয়েছি আর যা দিয়ে আমি ফরেক্স মার্কেটে দিব্বি ট্রেড করে যাচ্চি। আপনি ভাল করে করেন আপনিও পাবেন।
-
নিয়ম অনুযায়ী আপনার সারা মাসের করা পোস্ট পরবর্তী মাসের ১-৭ তারিখের মধ্যে ট্রেডিং একাউন্ট এ জমা হয়ে যাবে.যা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন.কিন্তু আপনি যে সমস্যার কথা উল্লেখ করেছেন তা সম্পর্কে আমরা একদন ই অবগত নই কারণ আমরা বোনাস পাচ্ছি.তাই সে ক্ষেত্রে আপনার ধারনায় ভালো যে কোম্পানির সাথে এই বেপারে যোগাযোগ করুন.
-
বনাস
ফরেক্স এ নুতন ।বনাস কেন দেয়ায় এবং পাওয়ার উপায় কি?
-
ফোরাম পোষ্টিং এর জন্য কিছু নিয়ম নীতি আছে।আপনি যদি এই নিয়ম নীতি অনুসরন করে ফোরাম পোষ্ট করেন।তাহলে অব্যশই বোনাস পাবেন।আর বোনাস সাধারনত প্রতি মাসের প্রথম সপ্তাহেই আপনার একাউন্টে যোগ হবে।ধন্যবাদ
-
যখন এই ফোরাম নতুন হয়েছে তখন এরকম কিছু সমস্যা ছিল বলে আমার মনে হয় । তখন বোনাসের সিস্টেম টা নতুন চালু হয়েছিল তাই অনেকেই নানা ধরনের সসম্যায় পড়ত । বোনাস পাওয়ার জন্য অনেকে শুধূ পোষ্ট করত শেখার জন্য নয় । যার জন্য অনেক সময় বোনাস পেত না । বলে আমি মনে করি ।
-
ফোরামে আমরা যদি ঠিকমত পোষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই অামাদের বোনাস দিতে হবে । আমাাদের উচিত হবে যা লিখব তা যেন মোটামুটি যুক্তি সঙ্গত হয় তাহলেই আমাদের আর কোন প্রকার সমস্যায় পড়তে হবে না ।
-
আসলে প্রথম দিকে ফোরামে অনেকেই এরকম সমস্যায় পড়েছেন বলে আমি শুনেছি। কিন্তু বর্তমানে কোন সমস্যা নাই। এখন যারা প্রতিনিয়ত ফোরাম করে তারা সবাই নাকি নিয়মিত বোনাস পেয়ে থাকে। তাদের বোনাস দেখেই আমি অনুপ্রেনিত হয়ে ফোরামে যোগ দিয়েছি। আশা করছি আগামী মাস হতে আমি ও নিয়মিত বোনাস পাব।
-
আপনি ডিপোজিট করে ব্রকার হাউজের কাছ থেকে বোনাস পেতে পারেন কোন কোন ব্রোকার হাউস আপনাকে ২০% ,৩০% ,৫০% এমনকি কোন কোন ব্রোকার হাউজ ১০০% বোনাস পর্যন্ত দিযে থাকে । আপনার এমন সমস্যা হচ্ছে কেন বুঝলাম না। ভালো করে ফোরাম পোস্টিং করলে তো এমন হওয়ার কথা না।
-
হ্যা আমারও ফেব্রুয়ারী মাসের ৬৭ ডলার বোনাস একাউন্টে আসে নাই এবং আমি যাদর আশায় ছিলাম পরের মাসে পাবো হয়তো কিন্তু পরের মাসেও ১০ ডলার করে ছিলাম কিন্তু তাও পায়নি আর কি কারনে এমন হল তাও জানিনা যদি সারা মাস কাজ করার পরে একাউন্টে বোনাস না আসে তবে ধর্ষ্য ধরার মত কিছু আর থাকে না তাই আমি এর প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ।
-
ফরেক্স করতে বোনাসটা গুরুত্ব পূর্ন বিষয় । ফরামে পোষ্টিং করে অনেকে বোনাস পায় না এবং কেন পায় না তা না জেনে আযথাই মাথা গরম করে । মনে রাখতে হবে ফরাম পোষ্টিং এর কিছু নিয়ম কানুন আছে যা মানলে আপনি বোনাস পাবেন অন্যথায় আপনার বোনাস কেটে নেয় হবে কোন নোটিস ছাড়াই । তাই পোষ্টিং এর নিয়ম গুলো আগে ভাল ভাবে জেন তার পর বোনাসের চিন্তা করুন ।