-
ফরেক্স হচ্ছে একটি অনলাইন ভিত্তিক ব্যবসা।ফরেক্স ব্যবসা হচ্ছে এমন একটি ব্যবসা যেখানে স্বাধীন ভাবে যেকোন পেশার লোক আল্প মূলধন নিয়ে ট্রেড করে লাভবান হতে পারে। ফরেক্স ব্যবসাকে কোন দেশ চাইলে একক ভাবে নিয়ন্ত্রয়ন করতে পারবেনা।ফরেক্সের মাধ্যমে বাংলাদেশের অনেক বেকার যুবক তাদের বেকারত্ব ঘুচাতে পেরেছে।তাই যদিও ফরেক্সের ব্যবসার বাংলাদেশের কোন অনুমতি নেই তবুও বাংলাদেশের সরকার এর উপর কোন প্রভাব খাটাবেনা আশা করি।
-
জি ফরেক্স লাইভ টাইম ব্যবসা যেটা প্রতি সোমবার দিন ভোর রাতে শুরু হয় এবং শেষ হয় শুক্রবার রাত বারোটার পরে। এখানে আপনি লেনদেন করতে পারেন বিভিন্ন দেশের মুদ্রা এবং কিছু ধাতু। অতি সম্প্রতি এখানে আপনি নিউয়র্ক স্টক এক্সচেন্জ এর বিভিন্ন কোম্পানির কেনা বেচা করতে পারবেন।
-
এটা বিশ্ব বেপি একটা বৈধ বাবসা। আল্লাহ ছাড়া কেও এই মার্কেট বন্ধ করতে প্রবে না। জতদিন অরথনিতি আছে ততদিন ফরেক্স ট্রেডিং আছে। ভয় পাবার কোন দরকার নাই। ফরেক্স ট্রেডিং বন্ধ হবে না। ট্রেড চালিএ জান। সম্নসা নাই
-
ফরেক্স একটি অনলাইন ভিত্তিক লাভজনক ব্যবসা । এই ব্যবসার উপর অনেক লোক নির্ভরশীল । তাই আমি মনে করি যে বাংলাদেশ সরকার এই ব্যবসা বন্ধ করবেনা । বরং আমি মনে করি সরকার কালক্রমে এই ব্যবসার স্বীকৃতি দিবে ।
-
আসলে এই ব্যবসা তো দেশের কোনো ক্ষতি করছে না। আরো উপকার করছে, দেশের বেকার সমস্যা কমাছে সাথে দেশ আরো বৈদেশিক মুদ্রা আয় করছে। ফরেক্স একটা ইন্টানেসনাল ব্যবসা। যেখানে পৃথিবীর বড় বড় ব্যাংক যুক্ত রয়েছে।আর এই ব্যবসাতে এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার সাথে বিনিময় করা হয়। তাই এই ব্যবসা করা নিয়ে বাংলাদেশে সমস্যা হবে বলে মনে হয় না।
-
ফরেক্স একটা আন্তর্জাতিক ব্যবসা । এই ব্যবসার ওপর কারর নিয়ন্ত্রণ নেই । তাই যে কেউ ইচ্ছে করলে ই এই ব্যবসা বন্ধ করতে পারবেনা । বাংলাদেশ কেন কোন দেশের সরকারই এটা বন্ধ করতে পারবে না । এটা বছরের পর বছর ধরে চলছে চলবে ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা। এ ব্যবসা সারা বিশ্বর মানুষ অনলাইনের মাধ্যমে করছে। এ ব্যবসায় যদি আপনি দক্ষতা অর্জন করতে পারনে তবে এটাকে লাইফ টাইম ব্যবসা হিসেবে নিলে অন্য যে কোন ব্যবসার চেয়ে ভালোই হবে বলে আমি মনে করি। আমারও ইচ্ছা ফরেক্সকে লাইভ টাইম ব্যবসা হিসেবে নেয়ার। সবার দোয়া প্রার্থী।
-
অনান্য অনলাইন ব্যাবসার মতো ফরেক্স নয়। অনেক অনলাইন ব্যাবস্যা প্রথমে ভাল সাভিসিং দিলেও পরে বন্ধ হয়ে জাই। কিন্তু ফরেক্স হল বিশ্যব্যাপী যা শুধু বাংলাদেশ নয় তাই বাংলাদেশ সরকার ইচ্ছামত এটি বন্ধ করতে পারবে না বলে আমি মনে করি। তাই সাধারন ভাবে ফরেক্স কে লাইফ টাইম ব্যাবসা বলা যেতে পারে।
-
ফরেক্স ব্যবসা আপনি ইচ্ছা করলে সারা জীবন করতে পারবেন আর ফরেক্স ব্যবসায় কোন ধোকা খাবার ভয় নেই এটা একটা খুব ভাল ব্যবসা যে ব্যবসার কথা স্বারা বিশ্ব জানে এবং স্বারা বিশ্বের মানুষ এই ব্যবসা করে।ফরেক্স মার্কেট হচ্ছে একটি সফলদায়ক ব্যবসা । আবার অনেকের জন্য ফরেক্স ব্যবসা ঝুঁকিপূর্ণ হয় । এই মার্কেটে লাভ লস দুটাই হয়ে থাকে । ফরেক্স মার্কেটে যদি আপনি দক্ষ হয়ে উটেন তো এটাকে আপনি আজীবন করতে পারেন ।
-
ফরেক্স ব্যবসা আপনি ইচ্ছা করলে সারা জীবন করতে পারবেন আর ফরেক্স ব্যবসায় কোন ধোকা খাবার ভয় নেই এটা একটা খুব ভাল ব্যবসা যে ব্যবসার কথা স্বারা বিশ্ব জানে এবং স্বারা বিশ্বের মানুষ এই ব্যবসা করে। তাই আমার মতে আপনি চিন্তা মুক্ত হয়ে সারা জীবন এই ব্যবসা করতে পারেন আর এই ব্যবসা সম্পূর্ণ হালাল একটা ব্যবসা ইচ্ছা করলে যে কেউই এই ব্যবসা করতে পারে। ধন্যবাদ