-
আমরা স্কিল বা নেটেলারের মাধ্যমে ডলার ইনভেষ্ট করতে পারি । এতে মানি চার্জ কম দিতে হয়। আর আপনি যদি ব্যাংকের মাধ্যমে করেন তবে আপনার চার্জ বেশি কাটবে বলে আমি মনে করি । একাউন্টে নিয়ে যেকোনো পেয়ার এ ট্রেড করতে পারবেন । আপনি যেকোনো পেয়ার এ বাই অথবা সেল নিবেন। অতএব বেশী করে আমরা ধৈর্য্য ধারণ করে কাজ করব ।
-
ডলার কিনতে চান তাহলে অবশ্যই যে ব্যাক্তির কাছ থেকে ডলার কিনছেন তার সম্পর্কে ভালো ভাবে জেনে তারপর লেনদেন করুন। এতে করে আপনার টাকার নিরাপত্তা বজায় থাকবে। নিজে যেহেতু প্রতারিত হয়েছি অনলাইনে লেনদেন করে তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইল। তবে সাধারনত অধিকাংশ মানুষই ব্যাংক এর মাধ্যমে ফরেক্স ব্রোকারদের সাথে ডিপোজিট করে। সেক্ষেত্রে, অ্যাকাউন্ট ওপেনিং এর পরে, আপনি আপনার ব্রোকারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক ডিপোজিটের বিস্তারিত তথ্য পাবেন।
-
আমার মতে অনলাইনে কারো কাছ থেকে ডলার কিনতে চান তাহলে অবশ্যই যে ব্যাক্তির কাছ থেকে ডলার কিনছেন তার সম্পর্কে ভালো ভাবে জেনে তারপর লেনদেন করুন। এতে করে আপনার টাকার নিরাপত্তা বজায় থাকবে।
-
প্রথমে আপনাকে ইনভেস্ট করতে হবে। তারপর আপনি একটি ট্রেডিং সফতয়ার ডাউনলোড করবেন ফরেক্স ব্রোকার থেকে। তখন আপনি সেই সফটয়ার এর মাধ্যমে বাই এবং সেল করবেন। আর কিভাবে বাই এবং সেল করবে সে জন্য আগে আপনাকে শীখতে হবে।
-
আপনাকে ডলার কেনা বেচা করার জন্য আগে কোন এক ব্রোকার এ একাউন্ট খুলতে। ফরেক্স মার্কেট এ আপনি যদি কোন একাউন্ট না করেন তাহলে আপনি কিছুতেই ডলার বাই এবং সেল করতে পারবেন না। মেটাট্রেডার প্লাটফরাম এর মাধ্যমে ডলার বাই এবং সেল করতে পারবেন।
-
আমরা বিভিন্ন ভাবে এই মূদ্রা ক্রয় করে তা আমাদের রিয়েল ট্রেডিং একাউন্টে সহজেই ডিপোজিট করে নিতে পারি৷এজন্য বেশ কিছু মাধ্যম আছে৷আপনার ব্রোকার যেমন-ইন্সটা ফরেক্সের ক্লায়েন্ট কেবিনেটে লগিন করে ডিপোজিট অপশনে গিয়ে সেখানে স্ক্রীল/নেটেলার পেমেন্ট মেথডের মাধ্যমে আপনার প্রয়োজন মতো ডলার ডিপোজিট করতে পারেন৷আবার ইন্সটাফরেক্সের ই-ওয়ালেটের মাধ্যমেও ইচ্ছামতো ডিপোজিট করতে পারেন৷
-
তারা র্মাকেট সম্পর্কে এনালাইসিস করে বে নিউজ কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পাওা যাবে বিস্তারিত বল্বেন?, আর ফরেক্স ফেক্ট্রির চেয়ে ভাল কনু সাইট আসে কি ? বুঝে ট্রেড করে। তারা কখনো র্ধয হারা হয়ে ট্রেড করেনা। তারা সব সময় র্মাকেট সম্পর্কে রিচার্জ করে মুভমেন্ট জানার
-
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি
-
যদি অনলাইনে কারো কাছ থেকে ডলার কিনতে চান তাহলে অবশ্যই যে ব্যাক্তির কাছ থেকে ডলার কিনছেন তার সম্পর্কে ভালো ভাবে জেনে তারপর লেনদেন করুন। এতে করে আপনার টাকার নিরাপত্তা বজায় থাকবে। নিজে যেহেতু প্রতারিত হয়েছি অনলাইনে লেনদেন করে তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইল।
-
প্রথমে আপনি ফারখ ব্রোকারের কাছ থেকে আপনার খেলনা খেতে হবে এবং তারপর আপনি এর মধ্যে লেনদেন শুরু করতে হবে এবং এর সাহায্যে আপনি এতে কাজ করবেন এবং এর মধ্যে খাবার খুলতে আপনাকে অনলাইনে থাকতে হবে এবং তারপর আপনাকে সেখানে থাকতে হবে । এটি শুধুমাত্র দুই মিনিটের মধ্যে আপনার খাবার খুলতে পারে