-
যারা বা যেসকল নতুন বন্ধুরা বাংলা ফোরামে নতুন এসেছেন তাদের প্রতি আমার একটাই অনুরোধ দয়া করে সবাই বাংলাতে পোস্ট করবেন কারন আমরা সবাই বাঙ্গালী এবং বাংলা ফোরাম ফরেক্স হল আমাদের আমাদের ফোরাম যদিও আমরা বেশ ভালমত ইংরেজি বুঝি আর বানান গুলো যথা সম্ভব শুদ্ধ করে লিখবেন এবং মান সম্মত পোস্ট পরিবেশন করবেন। ধন্যবাদ।
-
নতুনদের জন্য ফরেক্স ফোরাম খুবই উপকারি একটা সাইট। এই ফরেক্স ফোরাম থেকে নতুনরা অনেক কিছু শিখতে পারে। ট্রেড সম্পর্কে নানা রকম সমস্যা আর সমাধান দেয়া থাকে এই ফরেক্স ফোরাম এ। আর ফরেক্স ফোরাম থেকে মাস শেষে ভাল একটা বোনাস ও পাওয়া যায়। যা দ্বারা নতুনরা ফ্রি তে ট্রেড শেখার সুযোগ পায়।
-
নতুনদের জন্য ফোরাম ব্যাবহার করা খুব জরুরী। কারন ফরেক্স হলো অনেক বড় একটি ব্যবসা যে ব্যবসা সম্পর্কে না জানলে আপনি কিছুই করতে পারবেন না তাই আপনার জানা এবং আপনার শেখার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে এই ফরেক্স ফোরাম এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন। তাই যারা ফরেক্স ব্যবসায় নতুন আছে তাদের অবশ্যই উচিত ফোরাম ব্যাবহার করে অনেক অভিজ্ঞতা অর্জন করে তারপর ফরেক্স এ ট্রেড করা।
-
আমি মনে করি নতুন্দের জন্য ফরাম পস্ট করে ট্রেড করা ভালো সুজগ কেননা ফরেক্স মার্কেটে নতুন অবস্থায় ট্রেড করতে গেলে লসের সম্মুখীন হতে হয় আর তখন টাকা ইনভেস্ত করলে ক্ষতির সম্মুখীন হতে হয় তাই সেটা না করে ফরাম পস্ট করে ট্রেড করলে এই লসের সম্মুখীন হতে হয় হয় না।
-
ফরাম পোস্ট আসাতে নতুন্দের জন একটি ভালো উপায় ভের হয়ছে কারন অবস্থায় ট্রেড শিখে অনেকে দিপজিট করতে পারে না তাই তারা ফরাম পোস্ট করে ফরেক্স ট্রেড সুরু করতে পারে আর নতুন অবস্থায় বেসির ভাগ ট্রেডারদের লস হয় আর এই লস তাদের নিজের পকেট থেকে না গেলে তাদের বেশি খারাপ লাগে না ।
-
ফরেক্সে ফোরামের মাধ্যমে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানা যায়। ট্রেডিং সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন হয়, নিজের ভুল ত্রুটি সম্পর্কেও জানা যায়। তাছাড়া পোস্ট বনাস দিয়ে ট্রেডও করা যায়। এখন নতুন রা অনেকেই সঠিক ভাবে ফোরাম ব্যবহার করতে পারেনা। তারা অনেক ভুল বানানে লেখে যা বিরক্তিকর, অনেকে ইংরেজি তে পোস্ট দেয় যে ফোরাম রুলের পরিপন্থি। অনেকে ছোত পোস্ট দেয় অনেকে করে কপি পেস্ট। নতুন দের এসব এড়িয়ে চলতে হবে। ফোরাম রুল ফলো করতে হবে।
-
ফরেক্স মুলত এই সুবিধা, অরথাত ফোরাম বেবহারের সুবিধা আনার মুল লখই ছিল, নতুন্দের সহায়তার জন্য, আশলে ফরেক্স অনেকেই সুরু করতে ছান, তবে বুঝতে পারেন না, কিভাবে কি করবেন, আবার অনেকের মাঝেই তাকা হারানর ভয় তা কাজ করে, ফোরাম এ আপনি পোস্ট করার মাধমে আপনি আপনার গ্যান গুল মানুশের কাছে শেয়ার করতে পারছেন, এবং তার পাশাপাশি আপনি কিছু তাকা বনুস হিশেবেও পাছেন, এই বোনাস আমাদেরকে নিরভয়ে ট্রাডিং এ এগিয়ে জাবার জন্য বিপুল ভাবে অনুপ্রানিত করছে। সুতরাং বলা জায় যে নতুন্দের জন্য ট্রাডিং এক্তি আশার আলো।
-
নতুনদের জন্য ফোরাম আসলে আমার মতে ভাল তারা ফোরাম থেকে অনেক কিছু জানতে পারে শিখতে পারে। এখানে পার পোষ্টের বোনাস দিয়ে তাদের ট্রেড ব্যালেন্স তৈরি করতে পারে তাই ফোরাম নতুনদের জন্য ভাল
-
আমি মনে করি ফরেক্স শিখার ক্ষেত্রে ফোরাম পোস্টিঙের গুরত্ত অপরিসীম , কারণ এখান থেকে জানতে পারি অনেক গুরত্ব পূর্ণ তথ্য যা জানার মাধ্যমে আমরা ফরেক্সে ভাল করতে পারব । আর সিনিয়র ভাইদের নিকট থেকে অনেক মূল্যবান উপদেশ শুনতে পারি । আর এই ফোরাম পোস্টিঙের মাধ্যমে টাকা আয় করে তা দিয়ে রিয়েল মার্কেটে ট্রেড করতে পারি । যা সত্যি অনেক লাভজনক ।
-
নতুনদের জন্য ফোরাম একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ জিনিস। নতুনরা এখান থেকে অনেক কিছু শিখতে পারে এবং এখানে পোস্ট করে বোনাস ডলার পেতে পারে। এটি তাদের জন্য খুবই উপকারি। এখানথেকে তারা অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারে। যেটা একজন ট্রেডার এর জন্য খুবই গুরুত্বপূর্ন।