-
যদিও ফরেক্স একটি সম্ভাবনাময় একটি পেশা তথাপি ফরেক্স বাংলাদেশে এখনো বৈধতা পায়নি। তবে খুব শিঘ্রেই বৈধতা পেয়ে যাবে বলে আশা করা যায়। ইতিমধ্যেই সরকারের উপর মহলে এ নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। কেননা সরকার এখান থেকে একটা বড় অংকের রেমিনেটন্স অর্জন করে থাকে। আর তাছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে ফরেক্স বিশেষ ভুমিকা রাখতে পারে, যদি ট্রেডারদের অর্থনৈতিক সাপোর্ট সহ উপযুক্ত কর্ম পরিবেশ তৈরি করা যায় এবং কার্যকর ট্রেনিং এর মাধ্যমে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তোলা যায়। এর জন্য সরাকরকে এগিয়ে আসতে হবে। ফরেক্স হতে পারে অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের বড় মাধ্যম। ফরেক্সের বিশালতা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। ফরেক্সে কাজ করে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ তথা রাস্ট্রীয় অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সম্ভব। ব্যক্তির উন্নয়ন মানে সমাজের উন্নয়ন, পক্ষান্তরে সেটা রাস্ট্রেরই উন্নয়ন। কেনান সরকার এখান থেকে বিপুল পরিমান রেমিটেন্স আয় করে থাকে। পৃথিবীর অন্যান্য রাস্ট্রের সাথে বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
ফরেক্স ট্রেডিং অন্যান্য দেশের মতো বাংলাদেশে এখনো সরাকর অনুমোদিত নয় বলে এখান থেকে উপার্জিত অর্থ দেশে আনতে বৈধ কোন মাধ্যম নেই । ফলে বিভিন্ন মাধ্যম করে টাকা দেশে আনতে হয় বিধায় উপার্জিত অর্থের একটা বড় অংশ লস হয়ে যায়। ঝামেলা পোহাতে হয়। তাই আমি মনে করি সরকারের এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া উচিৎ। ধন্যবাদ
-
আমরা যারা ফোরামে পোস্ট করে প্রাপ্ত বোনাস দিয়ে ট্রেড করি তাদের ক্ষেত্রে এটা অবৈধ বলার সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ এতে আমাদের কোনোরকম বিনিয়োগ করতে হয় না। অথচ সেটা দিয়েই আমরা ফরেন কারেন্সি আয় করতে পারছি। তবে এ বিষয়ে আপনারা যারা অভিজ্ঞ ফরেক্সাররা আছেন তারা এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।
-
ফরেক্স বাংলাদেশ এখনো অনুমোদিত নয়,, এটি এখনও মানি ল্যান্ডরিং আওতাভুক্ত।। বাংলাদেশের অনুমোদিত না কারণ হল এটি বাংলাদেশের যদি থাকতো তাহলে এর মুনাফা বাংলাদেশ ব্যাংকে জমা হতো কিন্তু বাংলাদেশ ব্যাংকের কোন অংশে জমা হয় না সরাসরি বাইরের রাষ্ট্রের নিয়ন্ত্রণ করে
-
ফরেক্স এ এখনো বেশিরভাগ ট্রেডার লুসার। যার ফলে তারা টাকা ইনভেস্ট করলে তা লস এ যাবে যা টাকার মান কে কমাবে। এবং কোন রেমিটেন্স ও পাবে না বাংলাদেশ ব্যাংক। আমার জানামতে এই কারনে ফরেক্স কে এখনো অনুমোদন দেই নি। কারন এটি একটি আন্তর্জাতিক বিজনেস। আপনি ফোরাম পোস্ট এর মতো আউট সোস দেখিয়ে ফরেক্স অনুমোদন পেতে পারেন কারন এখানে ব্রোকার আমাদের কে লোন দিয়ে থাকে আমরা নিজের টাকা ইনবেস্ট করি না।
-
কোন দেশের সরকারি চাইবে না যে নিজের দেশের অর্থ বাইরে চলে যাক।বাংলাদেশের অধিকাংশ জনগণ এখই এই পেশায় নিজেকে নিয়োজিত করছেন। এটা স্বাধীন একটা ব্যবসা এবং ঢাকা সহ বাংলাদেশের ৪ টি জেলায় এর অনুমোনদ ও অফিস রয়েছে। সুতরাং আর কোনকিছু চিন্তা না করে নিজের উন্নতির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখুন।আমাদের সরকার ও বাংলাদশ ব্যাংক চায় অনলাইনের মাধ্যমে ব্যাবসা করে বিদেশ থেকে ডলার রোজগার করে দেশে রেমিট্যান্সের হার বৃদ্ধি করতে৷অথচ আমরা ঠিক উল্টা কাজ করছি৷আমরা টাকা দিয়ে ডলার কিনে ফরেক্স ট্রেড করছি আর লসের মধ্যামে ঐ ডলার বাইরে বের করে দিচ্ছি৷ এটা নতুন ট্রেডারদের স্বাভাবিক ব্যার্থতার কারনে এমনটি হচ্ছে৷তাই সরকার ফরেক্স ট্রেডের প্রতি অনাগ্রহী এবং প্রকাশ্যে অনুমোদনও দিতে পারছে না৷আবার ফরেক্স ট্রেডকে নিষিদ্ধও ঘোষনা করে নাই৷
তাই আমরা আশা করি যে বাংলাদেশেও ফরেক্সকে খুব তাড়াতাড়িই বৈধতা স্বীকৃতি দিবেন বাংলাদেশ সরকার।।
-
আমার জানামতে বাংলাদেশে এখনো ফরেক্স কে অনুমোদন দেয় নি কারন তা মানি ল্যান্ডারিং এর আওতায়। অর্থাত ফরেক্স এ এখনো বেশিরভাগ ট্রেডার লুসার। যার ফলে তারা টাকা ইনভেস্ট করলে তা লস এ যাবে যা টাকার মান কে কমাবে। এবং কোন রেমিটেন্স ও পাবে না বাংলাদেশ ব্যাংক। আমার জানামতে এই কারনে ফরেক্স কে এখনো অনুমোদন দেই নি। জানাতে ভুল ও হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
-
আমাদের দেশের জন্য বৈদেশিক মুদ্রা ইনকাম করার মাধ্যমে অর্থনৈতিক উন্নতির চাকা সচল রাখে। যেমনটা প্রবাসীরা বিদেশ থেকে টাকা ইনকাম করে বাংলাদেশের কারণ করছেন যার ফলে দেশের উন্নতি হচ্ছে। ঠিক তেমনি ফরেক্স থেকে আমরা যদি টাকা ইনকাম করতে পারি তাহলে সেখান থেকে দেশের উন্নয়নে ভাগিদার হতে পারব। তবে ইতিপূর্বে বেশির ভাগ ট্রেডারগণ ডিপোজিট করার মাধ্যমে ব্যালেন্স হারিয়েছে। আর ব্যালেন্স হারানো মূল কারণ হলো অভিজ্ঞতা অর্জন না করে রিয়েল অ্যাকাউন্ট ট্রেড করা।
এসকল তিক্ততা অভিজ্ঞতা থেকে বাংলাদেশ সরকার ফরেক্স নিষিদ্ধ করেছেন। তবে আমরা যারা ফরেক্স বোনাস এর মাধ্যমে ট্রেড করে থাকে তাদের জন্য উৎসাহ দেওয়া উচিত। অদূর ভবিষ্যতে আশা করা যায় বাংলাদেশের দক্ষ ট্রেডার গড়ে তোলার ক্ষেত্রে সরকার কর্তৃক উৎসাহ পাবো এবং বিভিন্ন ধরনের সহযোগিতা পাব।
-
আমাদের দেশের সরকার ও বাংলাদশ ব্যাংক চায় অনলাইনের মাধ্যমে ব্যাবসা করে বিদেশ থেকে ডলার রোজগার করে দেশে রেমিট্যান্সের হার বৃদ্ধি করতে৷অথচ আমরা ঠিক উল্টা কাজ করছি৷আমরা টাকা দিয়ে ডলার কিনে ফরেক্স ট্রেড করছি আর লসের মধ্যামে ঐ ডলার বাইরে বের করে দিচ্ছি৷বাংলাদেশ সরকারের ফরেক্স বা বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করার উপর কোন নীতিমালা নেই, যত্রতত্র ট্রেনিং ও সরাসরি মুদ্রা ক্রয় বিক্রয় করা, বা সরাসরি ব্যাংক থেকে ডিপোজিট করার বিষয়ে নির্দিষ্ট নীতিমালা রয়েছে।বাংলাদেশ সরকারের নীতিমালা অনুসারে বৈদেশিক মুদ্রা সরাসরি বিনিময় করা অবৈধ্য।এটা নতুন ট্রেডারদের স্বাভাবিক ব্যার্থতার কারনে এমনটি হচ্ছে৷তাই সরকার ফরেক্স ট্রেডের প্রতি অনাগ্রহী এবং প্রকাশ্যে অনুমোদনও দিতে পারছে না৷আবার ফরেক্স ট্রেডকে নিষিদ্ধও ঘোষনা করে নাই৷তাই মামলা খাওয়ারও ভয় কেউ পাবেন না৷
-
বাংলাদেশ সরকার আর বাংলাদেশ ব্যাংক চাই আপনি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের রেমিট্যান্স বৃদ্ধি করুন।কিন্তু ফরেক্স এ হয় তার উল্টোটা।টাকা দিয়ে ডলার কিনে ফরেক্স এ ট্রেড এবং লসের মাধ্যমে তা বের করে দিচ্ছি।এটা মানি লন্ডারিং এর আওতায় পরে।দেশের টাকা এভাবে বাইরে পাচার করতে সরকার কিংবা ব্যাংক কেউ ই চাইবে না।ট্রেড করতে গিয়ে লস করলে দেশের টাকার মান কমে যাচ্ছে।এসব এর জন্য সরকার ফরেক্স কে এখনো অনুমোদন দেয়নি।এখানে আমরা যদি রিয়্যাল ডলার ইনভেস্ট না করে পোস্টের বিনিময়ে প্রাপ্ত বোনাসের অর্থ দিয়ে ট্রেড করি তবে সেটা ভাল।বাংলাদশ ব্যাংক চায় অনলাইনের মাধ্যমে ব্যাবসা করে বিদেশ থেকে ডলার রোজগার করে দেশে রেমিট্যান্সের হার বৃদ্ধি করতে৷অথচ আমরা ঠিক উল্টা কাজ করছি৷আমরা টাকা দিয়ে ডলার কিনে ফরেক্স ট্রেড করছি আর লসের মধ্যামে ঐ ডলার বাইরে বের করে দিচ্ছি৷ এটা নতুন ট্রেডারদের স্বাভাবিক ব্যার্থতার কারনে এমনটি হচ্ছে৷তাই সরকার ফরেক্স ট্রেডের প্রতি অনাগ্রহী এবং প্রকাশ্যে অনুমোদনও দিতে পারছে না৷আবার ফরেক্স ট্রেডকে নিষিদ্ধও ঘোষনা করে নাই৷
-
ফরেক্স এ হয় তার উল্টোটা।টাকা দিয়ে ডলার কিনে ফরেক্স এ ট্রেড এবং লসের মাধ্যমে তা বের করে দিচ্ছি।এটা মানি লন্ডারিং এর আওতায় পরে।দেশের টাকা এভাবে বাইরে পাচার করতে সরকার কিংবা ব্যাংক কেউ ই চাইবে না।ট্রেড করতে গিয়ে লস করলে দেশের টাকার মান কমে যাচ্ছে।এসব এর জন্য সরকার ফরেক্স কে এখনো অনুমোদন দেয়নি। সরকারের নিতীমালা অনুযায়ী সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচা অবৈধ। তবে ফোরাম পোস্ট এর মাধ্যমে অর্জিত বোনাস দ্বারা ফরেক্স করা যায়।