-
প্রতিদিন কতটি ট্রেড করা উচিত?
আমি ফরেক্স এ ট্রেড করার জন্য সিগ্নাল খুজে থাকি। আমি আমার ট্রেডীং সিস্টেম এ যদি সিগ্নাল পাই তাহলে ট্রেড করি। আমার প্রায় প্রতিদি ই সিগ্নাল আসে। কিন্তু যে গুলো ভালো সিগ্নাল সে গুলোতে ট্রেড নেই। কিন্তু আমি শুক্রবার দিনে ট্রেড নিলে মারকেট যেন আর মুভ হয় না। শুক্রবার দিন ট্রেড নিলে যেন লস হয়। আপনারা কি শুক্রবার দিনে ট্রেড করেন?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
না, ভাইবোন, আপনার উচিত নয় যে প্রতিদিন কখনও বিনিময় করবেন। যেহেতু আপনি প্রতিদিন কোনও পদ পাবেন না। এখানে আপনি আপনার কাঠামো অনুসরণ করে কাজ করবে। আপনার কাঠামোর অনুরোধ থাকলে আপনি সম্ভবত বিনিময় প্রবেশ করতে পারেন। সুতরাং আপনি একমাস বা সাত দিন বেশ কয়েকটি বিনিময় করেন তবে সাইন পাবেন get আপনার ফ্রেমওয়ার্ক আপনাকে একটি চিহ্ন দেয় এমন ইভেন্টে।
-
প্রতিদিন ট্রেড করা উচিত কিনা সেটা নির্ভর করে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত চিন্তাভাবনার ওপর সে চিন্তা-ভাবনা গুলো সে তৈরি করবে তার স্ট্রেটেজি যেগুলো সে সাজিয়েছে ফরেক্স ট্রেড করার জন্য mp4 প্লাটফর্মে chandigar ইউজ করতে পারে সেজন্য সে যতটুকু চিন্তা করার সে ততটুকু চিন্তা করে সে দিনে কতবার ট্রেড করবে সে দিকে নির্ধারণ করবে
-
আমি ফরেক্স ট্রেডিং ব্যবসাতে নতুন সদস্য। আমি এখুন শুুধু ফরেক্স ফোরামে পোষ্ট করি আর মাধে মাধে ডেমো ট্রেড করি।আমার মনে হয় প্রতিদিন ৫টারর বেশি ট্রেড করার দরকার নাই।কারণ বেশি বেশি ট্রেড করলে লস হওয়ার সম্ভাবসা বেশি থাকে।
-
ফরেক্সে প্রতিদিন ট্রেড করতে হবে এমন কোন বিষয় না। ফরেক্সে ট্রেড করতে হবে সময় বুঝে। কোন নিউজ আছে কি না, বাজারের অবস্থা কেমন, সব কিছুর উপর নজর রেখে ফরেক্সে ট্রেড করতে হবে। ট্রেড যে প্রতিদিন করতে হবে তা না।প্রতিদিনই কয়েকবার সিগনাল পেয়ে থাকেন, ট্রেড করেন এবং প্রফিটও পেয়ে থাকেন৷তাদের জন্য এটা সম্ভবপর হয়৷অথচ আমি অধম অদক্ষতার কারনে প্রতিমাসে মাত্র ১/২ টা সিগনাল পাই এবং তখন এন্ট্রী করি৷
-
আসলে ভাইয়া এই সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে আপনার ট্রেডিং দক্ষতা ও পরিকল্পনা এর উপর। সেই সাথে আপনার ব্যলেস্ন এর উপরও নির্ভর করে। কেননা আপনি যদি পর্যাপ্ত পরিমাণ দক্ষ ও অভিজ্ঞ হন, তাহলে আপনি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে, আপনার একাউন্টের জন্য উপযুক্ত লট নির্ধারণ করে,ট্রেড করতে পারবেন। সেই সাথে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে, সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, সঠিক সময়ে ট্রেডে এন্ট্রি নিতে পারবেন। তাই আপনার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে, সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করুন। এছাড়া মার্কেট কোনো নির্দিষ্ট দিন অনুযায়ী নয়,বরং নিউজ ও বিভিন্ন দেশের অভ্যন্তরীণ কারেন্সির পরিবর্তিন অনুযায়ী,ওঠা-নামা করে থাকে।তবে শুক্রবার রাতে মার্কেট বন্ধ হয়ে যায়, আপনার ক্ষেত্রে হয়তো ঐটাই হয়েছে।
-
এখানে আপনি আপনার সিস্টেম ফলো করে কাজ করবেন । আপনার সিস্টেম যদি আপনাকে ট্রেড নিতে বলে তাহলেই আপনি ট্রেডের জন্য এন্ট্রি নিতে পারেন । সুতরাং মাসে কিংবা সপ্তাহে আপনি একটা অথবা দুইটা ট্রেড নেন তবে সিগনাল পেলে নেন । ফরেক্স ট্রেডিং ক্ষেত্রে কোনো ধরাবাধা নিয়ম নেই যে আপনাকে কতগুলো ট্রেড করতে হবে আপনি ট্রেড করবেন আপনার মন মত রাতে-দিনে যখন ইচ্ছা তখন জিনিস আপনাদের মাথায় রাখতে হবে ।
-
ফরেক্স মার্কেট এ আপনি কতটি এন্ট্রি নিতে পারবেন প্রতিদিন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আমি প্রতিদিন ফরেক্সের দুটির বেশি এন্ট্রি নেই না আবার অনেক সময় দেখা যায় একটি এন্ট্রি নিয়ে প্রায় চার পাঁচ দিন যাবত আমার ঝুলে থাকতে হয় তাই এবার এসে বলতে গেলে প্রতিদিন একটি অপবাদ দুটির বেশি এন্ট্রি নিতে পারিনা আর এর থেকে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই ছোট লাঠি নিরাপদ বলে মনে করি
-
আমি মার্কেটের অবস্থা দেখে খারাপ সেসময় আমি মার্কেটে ট্রেড করে না যখন দেখি আমি নিউজ চলছে তখন আমি ট্রেড করে না আমি অফপিক আওয়ারে ট্রেড করি কারণ আমি বেশীরভাগ সময়ে স্কাল্পিং ট্রেড করে থাকি started আমি তৎক্ষণাৎ বন্ধ করে দিতে পারি তাই আমার ভেতরে কোন টেনশন থাকে না। কারণ প্রতিদিন ট্রেড থেকে আপনি নতুন নতুন কিছু শিখতে পারবেন যা আপনাকে ভবিষ্যতে অনেক কাজে দিবে। আমি বর্তমানে প্রতিদিন বাজারে থাকি আর সবসময় বাজার বিশ্লেষণ করার চেষ্টা করি, এর ফলে বাজার সম্পর্কে আমার একটা ভাল ধারণা তৈরি হয়েছে।
-
ফরেক্স এ যার যার নিজের অভিজ্ঞতা ও দক্ষতার উপর ভিক্তি করে ট্রেড করে থাকেন। কেউ অনেক দক্ষ হয়ে অনেক ট্রেড করে ফরেক্স থেকে আয় করেন আবার অনেক ই আছেন যারা কম কম ট্রেড করে ফরেক্স থেকে আয় করে থাকনে। আমার মতে যারা ফরেক্স এ নতুন এবং কম অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন তারা ফরেক্স প্রতিদিন ৩ থেকে ৪ টি ট্রেড ওপেন করা উচিত এর বেশী নয়। এতে আপনার ঝুকিটা অনেক কম থাকবে আবার যখন আপনি আস্তে আস্তে অনেক দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হবেন তারা তাদের মত করে বেশী পরিমান এ ট্রেড করতে পারেন।