-
ফরেক্স ট্রেডিংয়ে অ্যানালাইসিসের কোন বিকল্প নেই আমি মনে করি অ্যানালাইসিস ফরেক্স ট্রেডিংযের প্রান এবং প্রধান চালিকাশক্তি। আমি ফরেক্স ট্রেডিংয়ে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি টেকনিক্যাল অ্যানালাইসিস,এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে। সেন্টিমেন্টাল অ্যানালাইসিসকে আমি কখনই গুরুত্ব দেই না কারন এখানে নিজের ইচ্ছা খুশিকে বিবেচনায় রেখে বা নিয়ে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করা হয়ে থাকে সেই কারনে প্রফিটের সাথে সাথে বড় ধরনের লসেরও ঝুকি অনেক বেড়ে যায়।
-
ফরেক্স এ প্রত্যেক মানুষেরই একটি নিজস্ব মতামত বা চিন্তা থাকে। সেই নিজস্ব মতামত বা চিন্তার মাধ্যমে ট্রেড করাকেই সেন্টিমেন্টাল অ্যানালাইসিস বলে। ফরেক্স এ একজন ট্রেডআর সেন্টিমেন্টাল-অ্যানালাইসিস ছাড়া কখনই শফল ট্রেডআর হতে পারে না। ফরেক্স এ ভালোভাবে সেন্টিমেন্টাল-অ্যানালাইসিস করে ট্রেড করলে অনেক টাকা উপার্জন করা সম্ভব।
-
প্রত্যেক ট্রেডারের একটা নিজেস্ব মতামত বা চিন্তা ধারা থাকে সেই ধরনার উপর ভিত্তি করে ট্রেডারের ট্রেড কে সেন্টিমেন্টাল এনালাইসিস বলে । এই এনালাইসিসের মাধ্যমে ফরেক্স সম্পর্কে ভালো গানা যায় আর তারপর তারপর নিজের মতো করে মার্কেট বুঝে ট্রেড করবে কি করবে না সেটা তার সেন্টিমেন্টের উপর নির্ভর করে । ফরেক্স মার্কেটে এই এনালাইসিস বাদে আরো দুই প্রকার এনালাইসিস আছে । টেকনিক্যাল এনালাইসিস ও ফান্টামেন্টাল এনালাইসিস । প্রত্যেকটা এনালাইসিস ভিন্ন ধরনের এনালাইসিস , কারো সাথে কারো মিল নেই ।
-
কারো মাঝে আবেগ বেশি আবার কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কারো মাঝে আবেগ কম । ফরেক্স ব্যবসার ক্ষেত্র্রে আবেগের কাছে নিজেকে সমর্পন করে দিলে হবেনা । কারণ আপনি যদি আবেগি হয়ে মার্কেট অবস্থাকে কোনরুপ পাত্তা না দিয়ে ট্রেড দেন তবে আপনি সফল হতে পারবেন না ।
-
আবার কোনটাতে লস করলে হঠাৎ করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বন্ধ করে দিই। আর অনেক সময় ট্রেড অপেন করলেও ক্লোজ করতে ইচ্ছা করে না। তাই যারা নতুন তাদের বলব, আগে ডেমো ট্রেড পর্যাপ্ত পরিমানে করুন তারপর রিয়েল ট্রেডে আসুন। উল্টো
-
সেন্টিমেন্টাল এনালাইসিস হচ্ছে আপনি ফরেক্স মার্কেট কে কেমন বুজেন।আপনার নিজের মতামত দিয়ে যে ট্রেড করেন তা হচ্ছে সেন্টিমেন্টাল এনালাইসিস।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য এই তিন প্রকার এনালাইসিস করা খুবই প্রয়োজন। আমরা ফরেক্স মার্কেট এ এই তিন প্রকার এনালাইসিস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।সেন্টিমেন্টাল হচ্ছে এর একটি।
-
এই লস এর কারন হল ব্রোকার। ব্রোকারকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকেদেশের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তার জন্য আপনার লাভ এর কিছু অংশ ব্রোকার পেয়ে থাকে। তবে আমরা ট্রেড করলে ব্রোকার লাভবান হয় কি না তা আমার জানা নেই। কারো জানা থাকলে জানাবেন আশা করি।
-
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে আপনি কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি
-
তারা র্মাকেট সম্পর্কে এনালাইসিস করে বে নিউজ কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। পাওা যাবে বিস্তারিত বল্বেন?, আর ফরেক্স ফেক্ট্রির চেয়ে ভাল কনু সাইট আসে কি ? বুঝে ট্রেড করে। তারা কখনো র্ধয হারা হয়ে ট্রেড করেনা। তারা সব সময় র্মাকেট সম্পর্কে রিচার্জ করে মুভমেন্ট জানার
-
এনালাইসিস গুলো জানার পর আপনি সে গুলো কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।