ট্রেডার হওয়ার ধাপ গুলো হচ্ছে ১।আত্নতিপ্তি অর্জন করা ২।নিজের প্রতি বিশ্বাস রাখা ৩। দক্ষতা অর্জন করা ৪।লোভ থেকে দূরে থাকা ৫।অন্যের উপর জিতা জিতি করে ট্রেড না করা। ৬।নিজের স্ট্রাটেজিটাকে প্রাধান্য রাখা।
Printable View
ট্রেডার হওয়ার ধাপ গুলো হচ্ছে ১।আত্নতিপ্তি অর্জন করা ২।নিজের প্রতি বিশ্বাস রাখা ৩। দক্ষতা অর্জন করা ৪।লোভ থেকে দূরে থাকা ৫।অন্যের উপর জিতা জিতি করে ট্রেড না করা। ৬।নিজের স্ট্রাটেজিটাকে প্রাধান্য রাখা।
ট্রেডার হওয়ার অবশ্যই কতকগুলো দিক রয়েছে । নিম্নে সেগুলো দেয়া হল :
(১) মার্কেট এ্যানালাইসিস করা ।
(২) ধৈর্য্য ধারণ করা ।
(৩) ফরেক্স নিউজ দেখা ।
(৪) ফরেক্স স্কুল সর্ম্পকে সম্যক ধারণা রাখা ।
ফোরেক্সে ভাল ট্রেডার হওয়ার জন্য বিশেষ কিছু ধাপ আছে । উপরেরে ৫ টি ধাপের ক্ষেত্রে আমি আপনার সাথে একমত । কেননা ৫ টি ধাপ মেনে চললে যেকোন (নতুন / পুরাতন ) ট্রেডারের পক্ষে লাভ করা সম্ভব । এ ছাড়াও বিশেষ করে ডেমো ট্রেড করলে ভাল অভিজ্ঞতা হয়। ডেমো ট্রেড করে তারপর রিয়েল একাউন্টে ট্রেড করতে পারলে ভাল প্রোফিট করা সম্ভব তথা ভাল ট্রেডার হওয়া সম্ভব ।
ফরেক্স মার্কে চাইলেই পারবেন সু মুক্ত একাউন্ট এর মাধ্যমে ট্রেড করতে এ জন্য । যা দরকার হবে তা হল একাউন্ট ওপেন করার সময় অবশ্যই লক্ষ্য রাখবে ওাখনে একটি অপশন দেওয়া থাকে সোয়াপ ফ্রী নামক ।
এই ধাপগুলো দেওয়ার কারণে নতুন একটা জিনিস আমরা শিখতে পারলাম । কিন্ত এর যদি বিশদ ব্যাখ্যা করা না হয় তবে শিখাটা অসম্পুর্ণ থেকে যাবে । তাই আমি মনে করি যে শিখাটা যথার্থ করার জন্য অবশ্যই আমাদের পরিপুর্ণ ভাবে শিখতে হবে । আমি একজন নতুন ট্রেডার হওয়ার কারণে প্রতিটা ধাপ অণুসরণ করে পুর্নঙ্গ ট্রেডার হতে চায় ।
আপনি যদি শুধু টেকনিকাল এর নিরভর করে থাকেন তা হলে আপনি ভুল করছেন, আপনি নিউজ ত্রেদ করে থাকেন তাহলেও আপনি ভুল পথে আগাচ্ছেন। ফরেক্স এ টীকে থাকতে হলে আপনাকে দুত বিশয় এর উপর শমান গুরত্ত দিতে হবে এবং ভ্লো ত্রেদাররা শাধারনত এই নিয়মতি অনুশরন করে থাকে।
আপনি যদি শুধু টেকনিকাল এর নিরভর করে থাকেন তা হলে আপনি ভুল করছেন, আপনি নিউজ ত্রেদ করে থাকেন তাহলেও আপনি ভুল পথে আগাচ্ছেন। ফরেক্স এ টীকে থাকতে হলে আপনাকে দুত বিশয় এর উপর শমান গুরত্ত দিতে হবে এবং ভ্লো ত্রেদাররা শাধারনত এই নিয়মতি অনুশরন করে থাকে।
এই ধাপ গুলো পড়েছিলাম অনেকগুলো বছর আগে এখন আর সব গুলো মনে নাই। মনে করছি আবারও পড়া দরকার এবং বুঝা দরকার আমি কোন ধাপে আছি। আসলে ধাপ গুলো মনের মাঝে গেথে রাখা খুবই দরকার। কেননা এটা একটা যুদ্ধক্ষেত্র। এখানে ঠিক মত করে না উঠতে পারলে আপনি আর কখনও এই মার্কেট এর নামই মুখে আনবেন না্।
আসলে ফরেক্স মার্কেট এ ট্রেডার আসলে এই ভাবে হয় প্রথম এ তারা ট্রেড করতে পারে না পরে যখন বুঝে ট্রেড করতে যাই তখন ও তারা লস করে তারপর তার মন মত ট্রেডিং সিস্টেম পাই তারপর সেই বুঝে ট্রেড করতে থাকে আর লাভ করতে থাকে পরে যে যদি না বুঝে ট্রেড করে তা হলেও সে লাভ করতে থাকে তাই আপনি আপনার ট্রেডিং সিস্টেম বুঝে ট্রেড করুন তা হলে আপনি অনেক ভাল করবেন ফরেক্স মার্কেট এ