-
হুম... কথা সত্য। তারা লস করে অনেক কারনে। অনেকেই আছে কোন পূর্ব অভিজ্ঞতা না নিয়ে এই ব্যাবসায় আসে এবং অনভিজ্ঞতার ফলে উল্টাপাল্টা ট্রেড করে। যার ফলে লস খায়। এছাড়া অনেকে লোভ করতে যায় তাতেও তারা লস করে। এখানে আসার মূল শর্ত তাই তারা মেনে চলে না দেখেই তারা লস খায়।
-
ফরেক্স ব্যবসা করা খুব কঠিন কাজ । ফরেক্স জারা শুরু করে তারা ভাল করে বুজে শুরু করে না তাই তারা খতির সম্মুখিন হয় ।ফরেক্স ব্যবসা করতে হলে ভাল ভাবে বুজে শিখে তার পর করে উচিত । ফরেক্স এ লাভ করতে হলে ট্রেডিং স্ট্রাটেজি মেনে চলবেন তাহলে লাভ করতে পারবেন ।
-
প্রত্তেক ট্রেডারের কাছে নিজস্ব মতামত
বা ব্যাখ্যা থাকে যে কেন মার্কেট
এভাবে মুভ করছে। আমি, আপনি কিংবা পিপস
শিকারি মার্কেট সম্পর্কে যা অনুভব
করি এবং সে অনুসারে পজিশন নেই, তাই
পরবর্তীতে নতুন মার্কেট সেন্টিমেন্ট
তৈরি করতে সাহায্য করে। সব ট্রেডারদের
ট্রেড মার্কেটে প্রতিফলিত হয়।
-
বিষয়টা পুরোপুরি সত্য এবং এর পেছনে মুল কারন অনেকগুলি।আমার মতে নিচের বিষয়গুলি নতুন ট্রেডাররা ভালভাবে পালন করে না,যার কারনে এই রেসাল্ট…।।
১.ধৈর্য কম এবং পরিশ্রম করার মানসিকতা থাকেনা,২.ট্রেডিং প্লান এবং ট্রেডিং স্ট্রাটেজি ছাড়া ট্রেড করা,৩.মুলধন স্বল্পতা,৪.একাগ্রচিত্ততা ও নিয়মানুবর্তিতার অভাব,ইত্যাদি।
-
ফরেক্স ট্রেডের শুরু করার সময় মার্কেট সমন্ধে পর্যবেক্ষন না করে ট্রেড দেয় , এই কারনে বেশির ভাগ ফরেক্স ট্রেড করতে লস হয় ,এজন্য ফরেক্স ট্রেড করতে হলে অনেক পড়াশুনার পাশাপাশি ডেমো ট্রেড করে শিখতে হবে।
-
আপনার কথা ১০০% সত্য তারপরও আমি বলব যদি কেও না জেনে না বুঝে ট্রেড পরিচালনা করতে চান তাহলে লস হওয়া অসাভাবিক কিছু নয়।তাই বলি যে জেনে বুজে ট্রেড করতে হবে। তাহলে লস কম হওয়ার সম্ভাবনা বেসি থাকে।
-
৯৫% লোক না বুঝে ট্রেড করে এজন্য তারা লস করে বাকি ৫% লোক বুঝে ট্রেড করে এজন্য তারা ফরেক্স কে লং টার্ম পেশা হিবে নিয়ে কয়াজতা করতে পারে, বাকি ৯৫% যারা লস করে তারা মুলত ফরেক্স করে জুয়া খেলার মত, একদিন লাভ করলে ভাবে প্রতিদিন লাভ হবে,মনে করে এটা মনে হয় সুধু লাভ করার জায়গা, টাকা বানানোর মেশিন । অধিকাংশ নতুন আগত ফরেক্স ট্রেডার দের লক্ষ্য করলে দেখা যাবে তারা কিছু দিন ডেমো ট্রেড করে নেমে পড়েছে লাইভ ট্রেড এ, তারাজানে সুধু বাই সেল আর অর্ডার ক্লোজ করতে।
-
ট্রেডারের কাছে নিজস্ব মতামত বা ব্যাখ্যা থাকে যে কেন মার্কেট এভাবে মুভ করছে। আমি, আপনি কিংবা পিপস শিকারি মার্কেট সম্পর্কে যা অনুভব করি এবং সে অনুসারে পজিশন নেই, তাই পরবর্তীতে নতুন মার্কেট সেন্টিমেন্ট তৈরি করতে সাহায্য করে। সব ট্রেডারদের ট্রেড মার্কেটে প্রতিফলিত হয়।
-
৯৫% বিগেনার ট্রেডাররা লস করে,কারন তারা বেশি মুনাফার লোভে বড় লটে ট্রেড শুরু করে, মনগড়া সিদ্ধান্তে ট্রেড করে,এনালাইসিস না করে ট্রেড করে, মানি-ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেড করে, ফলে ব্যলেন্স শুন্য করে ফেলে। অবশেষে ফরেক্স মার্কেট থেকে সরে আসে।
-
ফরেক্স মার্কেটে ৯৫% বিগেনার ট্রেডাররা লস করে থাকে,আর এই লস করার প্রধান কারন হচ্ছে,কম অভিজ্ঞ হওয়া,না বুঝে ট্রেড করা,ট্রেডিং করার সময় ঠিকমত এনালাইসিস তৈরি করতে না পারা,বেশি লাভ করার জন্য ইমোশনাল হয়ে ট্রেড করা,এবং মানিম্যানেজমেন্ট না মানা,এগুলোই হচ্ছে ফরেক্স লসের প্রধান কারন।