ফরেক্স ব্যাবসা চাকুরীর পাসাপশি অবসর সময়ে করা যাই। ফরেক্স ব্যাবসা নিজের পরিবারের উপকার ,সমাজের উপকার, দেশের উপকার,ফরেক্স ট্রেড লাভজনক অনেক সহজে আয় করা যাই । এজন্য আমি ফরেক্স মার্কেটে এসেছি।
Printable View
ফরেক্স ব্যাবসা চাকুরীর পাসাপশি অবসর সময়ে করা যাই। ফরেক্স ব্যাবসা নিজের পরিবারের উপকার ,সমাজের উপকার, দেশের উপকার,ফরেক্স ট্রেড লাভজনক অনেক সহজে আয় করা যাই । এজন্য আমি ফরেক্স মার্কেটে এসেছি।
আমি ফরেক্স ট্রেডিং মার্কেটে আসার মূল কারন হল আমি একটি চাকুরি করি কিন্তু চাকুরি করে আমি যে টাকা বেতন পাই টা দিয়ে আমার চাহিদা পুরন হয় না ।তাই আমি চাকুরির পাশাপাশি যদি ফরেক্স মার্কেটে থেকে কাজ করে বাড়তি কিছু টাকা আয় করা যায় এবং সেই আয় দিয়ে আমার অপুরন্ন চাহিদা পূরণ করা যায় তার জন্য আমি ফরেক্স মার্কেটে ট্রেড করতে এসেছি।
এর সহজ উত্তর-টাকা কামানোর জন্য।কেউ যদি বলে টাকা কামানো তার মুল উদ্দেশ্য নয়,তাহলে সেটা মিথ্যা বলা হবে।ফরেক্স একটি ব্যবসা আর মানুষ মাত্রই ব্যবসা করে টাকা কামানোর জন্য,লাভের জন্য।সুতারাং আমি নির্দিধায় বলতে পারি,আমি ফরেক্স মার্কেটে এসেছি ব্যবসা করার জন্য,টাকা কামানোর জন্য।
আমি ফরেক্স এসেছি কারন আমি পরাশুনার পাশা পাশি উপার্জন করতা চাই। তাহলে আমি নিজে কেসু করতে পারব ।
তাহলে আমি নিযে পড়া শুনার খরস চালাতে পাড়ব।
আমি ফরেক্স মার্কেটে এসেছি , কারন আমি পড়া লেখা করি এর পাশা-পাশি আমি যদি আর একটি কাজ যেমন ফরেক্স ব্যবসায় শিখি তাহলে আমি এগিয়ে থাকলাম , অনেকে মনে করতে পারেন ফরেক্স বাদে ও কিছুতো করা যায় আমি মনে করি যায় কিন্তু সব থেকে ভাল যিনিস সবাই চাই কেউ পায় কেউ পায়না , তাই আমি ফরেক্স শিখে নিজেকে স্বাভলম্ভী করতে চাই ।
আগের দিনে শুধুমাত্র বিশাল ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেত । কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফরেক্স ব্রোকারের আবির্ভাব ও প্রতিযোগিতা বৃদ্ধির কারনে যে কেউই পৃথিবীর যে কোনো দেশ থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে । আর তাই ফরেক্স যে কেউ করতে পারে । ফরেক্সে ট্রেড করে আমরা আর্থিক ভাবে লাভবান হতে পারি । এখানে যারা মেধাকে কাজে লাগাতে পারে তারাই খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পারে ।
আমি ফরেক্স মার্কেটে এসেছি আমার অলস সময়কে কাজে লাগিয়ে খন্ডকালীন বেকারত্ব দূর করতে।বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মসংস্থান খুবই কঠিন হয়ে দাড়িয়েছে। জনসংখ্যার বৃদ্ধি হচছে কিন্তু সেই অনুপাতে কর্মক্ষেত্রের পরিধি বাড়ছে না। আর আমি একজন বেকার হওয়ায় কমর্সংস্থানের প্রয়োজনে ফরেক্স মার্কেটে এসেছি।
আমি মূলত একজন ছাত্র। আমি অনেক আগ থেকেই অনলাইনে টাকা আয়ের প্রতি উৎসুক ছিলাম। ফরেক্সের নানাবিধ সুযোগ-সুবিধা বিবেচনা করে দেখলাম যে, ফরেক্সই একমাত্র পথ যেখানে পড়াশুনার পাশাপাশি টাকা আয়ের সুযোগ আছে। আমি এটাও জানি যে, যদি ফরেক্স ট্রেডাররা একটু সচেতনভাবে ট্রেড করে তাহলে তাদের জন্য বড় সম্ভাবনা আছে। আমি তাই আমার ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে এখন থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
ফরেক্স একটি স্মার্ট এবং স্বাধীন ব্যাবসা। ফরেক্সের মাধ্যমে যথেষ্ট আয় করাও সম্ভব। এছাড়া ফরেক্সের মাধ্যমে দেশের বেকার সমস্যার অনেকটাই সমাধান করা সম্ভব। এজন্যও ফরেক্স মার্কেটে আসা।
ফরেক্সে আগমনের সবার উদ্দেশ্যই প্রায় এক। একান থেকে কিছু টাকা আয় করতে। এখনকার সময়ে চাকরীর বাজারে চাকরী পাওয়া আর সোনার হরিণ পাওয়া সমান ব্যপার। তাই ফরেক্স থেকেই কিছু টাকা আয়ের উদ্দেশ্যে অনেকে আসে। পড়াশোনার পাশাপাশি ফরেক্স ট্রেড করতে কোনো সমস্যা হয়না পাশাপাশি কিছু টাকাও আয় করা যায় তাই আমার ফরেক্সে আসা।