-
ফরেক্স সকলের জন্য । ফরেক্স যেহেতু উচ্চমাত্রার লাভজনক ব্যবসা কিন্তু কম সময়ে পরিচালনা সম্ভব সেহেতু আমি বলবো আধুনিক মানুষদের জন্য এটি খুবই উপযুক্ত ব্যবসা। সব বয়স এর মানু্যই ফরেক্স করতে পারে ।ফরেক্স ব্যবসা করে সফল হতে হলে বাজার বিশ্লেষণ ভাল ভাবে করতে হবে ।বৈদেশিক বাণিজ্য সম্পর্কে অনেক তথ্য জানতে হবে।
-
আমার মত ফরেক্স একটি সহজ ব্যবসা হলেও এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য না। কেননা সবাই য ফরেক্সে দক্ষতার পরিচয় দিয়ে লাভজনক ব্যবসা চালাতে পারবে! তা নাও হতে পারে। আর ফরেক্স ব্যবসায় কিছু ইন্সট্রুমেন্ট লাগে, যেমনঃ কম্পিউটার, নেট কানেকশন এবং অনলাইনে যাবতীয় কমান্ড প্রদান করার দক্ষতাও। যাদের এই অভাব পূরনের সামর্থ্য আছে, ফরেক্স একমাত্র তাদের জন্যই প্রযোজ্য।
-
সবাই য ফরেক্সে দক্ষতার পরিচয় দিয়ে লাভজনক ব্যবসা চালাতে পারবে! তা নাও হতে পারে। আর ফরেক্স ব্যবসায় কিছু ইন্সট্রুমেন্ট লাগে, যেমনঃ কম্পিউটার, নেট কানেকশন এবং অনলাইনে যাবতীয় কমান্ড প্রদান করার দক্ষতাও। যাদের এই অভাব পূরনের সামর্থ্য আছে, ফরেক্স একমাত্র তাদের জন্যই প্রযোজ্য।
-
যাদের কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে জ্ঞান আছে তারা চাইলেই ফরেক্স করতে পারবে। তবে তাদের অবশ্যই ভলো করে ফরেক্স শিখতে হবে। না শিখে ফরেক্স এ ইনভেস্ট করলে লস হওয়ার সম্ভাবনা ১০০%। আপনি যদি ধৈয্যশীল পরিশ্রমী এবং বেধাবী হন তবে অবশ্যই ফরেক্স আপনার জন্য।
-
আমি মনে করি ফরেক্স সকলের জন্য , ব্যবসা করার আগে আমাদেরকে অবশ্যি ে সম্পর্কে ধারনা অর্জন করতে হবে, যখন কোন ট্রেডার ডেম চ্ররচা করতে পারে ৬ মাসের অধিক সময় সে নিশ্চিত লাভবান হতে পারবে, এজন্য আমি নিয়মিত ডেম চর্চা করি
-
শিখলে,জ্ঞান অর্জন করলে ,পড়াশুনা করার মত সাহস ধর্য মনবল, লোভ সামলানোর মত ক্ষমতা থাকলে ফরেক্স সবার জন্য।
-
ফরেক্স চাইলে সকলে করতে পারবে । কম্পিউটার সম্পর্কে সাধারন জ্ঞান আর ইংরেজী জানা থাকতে হবে।
-
ফরেক্স ট্রেডিং প্রতিটি শিক্ষিত ব্যক্তি ই করতে পারে। তবে এর জন্য কিছু কম্পিউটার দক্ষতা থাকা চাই অবশ্যই। কিন্তু ফরেক্স করতে হলে আপনাকে উদ্ভাবনী ও বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে। কারন আপনি যদি মার্কেট অবস্থা বিশ্লেষণ করতে না পারেন, তাহলে ট্রেড এর ধারনা ই পাবেন না।
-
ফরেক্স একটি স্বাধীন ব্যবসা তো ফরেক্স সকল প্রকার মানুষের জন্য তা হোক ধনি বা গরিব ,ছোট কিংবা বড় বা কৃষক বা শ্রমিক অথবা কোন ছাত্র আর হোক সে মহিলা বা পুরুষ সকল প্রকার মানুষই এই ব্যবসাতে তার অংশগ্রহন করতে পারে । শুধু মাত্র তাদের মধ্যে থাকতে হবে বড় হওয়ার স্বপ্ন আর অনেক পরিমান ধৈর্য তা হলেই ফরেক্স থেকে ভার কিছু করা সম্ভব।
-
ফরেক্স বিজনেস খুব ভাল একটা বিজনেস , ফরক্স ট্রেডিং করা যে কোন লোক এর কাছে ই সম্বব । ফরেক্স বিজনেস সে ই করতে পারবে জার একটা কম্পিউটার আছে আর একটু জ্ঞান আছে। ফরেক্স বিজনেস করতে যে ডিগ্রি লাগবে তেমন নয় ফরেক্স বিজনেস সবাই করতে পারবে, ফরেক্স বিজনেস ছেলে মেয়ে সবাই করতে পারবে,