ফরেক্স মার্কেট এ প্র্যাকটিস এর কোন বিকল্প নেই। না জেনে ফরেক্স করলে তাতে লোকসান করার সম্ভাবনা অনেক বেশি। যত বেশি জানবেন তত ভালো করবেন।
Printable View
ফরেক্স মার্কেট এ প্র্যাকটিস এর কোন বিকল্প নেই। না জেনে ফরেক্স করলে তাতে লোকসান করার সম্ভাবনা অনেক বেশি। যত বেশি জানবেন তত ভালো করবেন।
হ্যা প্রাক্টিস করলে ভাল ট্রেডার হওয়া যায়। প্রাক্টিস এর কোন বিকল্প নেই। যে প্রাক্টিস করবে না সে কোনদিনো ভালমত ফরেক্স থেকে লাভ করতে পারবে না। অনেকে মনে করে কোনকিছু না শিখেই অল্প সময় এর মদ্ধে বড়লোক হয়ে যাবে, এটা কখন সম্ভব না।
আমরা জানি যে যত বেশি অনুশীলন করা যায় তত বেশি দক্ষতা অর্জন করা যায় তাই আপনি যতবেশি ফরেক্স ট্রেড করবেন আপনি ফরেক্স ট্রেডে ততবেশি দক্ষতা অর্জন করবেন যা আপনাকে মুনাফা আয়ের রাস্তাকে সম্প্রসারিত করবে। ধন্যবাদ।
বেশি প্যাকটিস করলে আমি একজন ভাল ট্রেডার হব এটাই সাভাবিক।প্যাকটিস ছাড়া কনো ভাবেই আপনি ভাল ট্রেডার হতে পারবেন না।আমি মনে করি একজন অভিগ্গ ট্রেডারের মুল হাতিয়ার হল প্যাকটিস।
ট্রেড বলেন আর পড়া লিখা বলেন প্রাক্টিস এর বিকল্প কিছু নাই। আমরা জানি ফরেক্স একটা ব্যবসা আর এই ব্যবসায় সাফল্য পেতে হলে নিয়মিত প্রাক্টিস করে যেতে হবে, এর কলা কৌশল আয়ত্ব করে যেতে হবে। আর এভাবেই ফরেক্স এ দক্কতা অর্জন সম্ভব।
প্রবাদে আছে যত বেশি পড়বেন তত বেশি জানবেন আবার যত বেশি প্রাকটিস করবেন তত বেশি সফল হবেন । কিন্তু আপনাকে ভুলে গেলে হবে না যে ,না বুঝে মুখস্থ করার অভ্যস প্রতিভা কে নষ্ট করে । তাই আপনি না বুঝে যতই প্রকটিস করেন তাতে আপনার বিন্দু পরিমানাও সাফল্য আসবে না । তাই ফরেক্স করতে হলে অবশ্যই জেনে বুঝে ট্রেড করতে হবে । তবেই একজন ভাল ট্রেডার হতে পারব ।
এটা সত্য যেকোন বিষয়ে দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই ওই বিষয়টা ভালোভাবে চর্চা করা জরুরি। তাই আমি মনে করি কেউ ফরেক্স দক্ষ ট্রেডার হতে হলে অবশ্যই তাকে বেশিবেশি প্রেকটিস করতে হবে এবং নিয়মিত প্রেকটিসের মাধ্যমে তাকে একটি সুন্দর এবং স্ট্রাটাজি দাঁড় করতে হবে।
ইংরেজীতে একটি প্রবাদ আছে প্র্যাকটিস মেকস এ ম্যান পারফেক্ট।ফরেক্সে সফল হওয়ার জন্য প্র্যাকটিসের কোন বিকল্প নেই।ফরেক্স অনেক গুরুত্তপূর্ণ মার্কেট এবং অনেক বিশাল একটা মার্কেট।এখানে আপনার অনেক কিছু জানার আছে এবং শিখার আছে।যেগুলো আপনি নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে ধীরে ধীরে শিখতে পারেন এবং একজন সফল ব্যাবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।
যত বেশি প্রাকটিস করবেন তত বেশি ভাল ট্রেডার হতে পারবেন। তবে অনেক স্ট্রাটেজি ফলো না করে যেকোন একটা স্ট্রাটেজি ফলো করে ট্রেড করা ভাল। একটা স্ট্রাটেজি ডেভেলপ করতে পারলে ফরেক্স এ টিকে থাকা সহজ হয়। সেই স্ট্রাটেজি যেকোন পরিস্থিতিতে নিজের একাউন্ট কে রক্ষা করে।
ফরেক্স ট্রেড করতে হলে অবস্যই বেশি প্রাকটিস করলে ভাল হয়, এ জন্য ডেমো প্রাকটিস বেশি বেশি করে মার্কেট বিষয়ে অভিজ্ঞতা হলে ফরেক্স ভাল ট্রেডার হওয়া যায়।