-
না বন্ধু ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে ইমোশনের কোন জাইগা নেই কারন ফরেক্স ট্রেডিং খুবই ঝুকি পুর্ন একটা ব্যবসায় তাই এখানে ট্রেড করার জন্য বিনিয়োগ করার আগে নিজের মধ্যকার লোভ, ইমোশন, ভয় ইত্রাদি মানসিক ক্রিয়া গুলোকে নিয়ন্তন করুন কারন একজন ট্রেডারের বেশির ভাগ লস সংগঠিত হয় এমোশনাল ট্রেড করার কারনে। ধন্যবাদ।
-
ইমোশন ফরেক্স মার্কেট এ একটা বড় ঘাতক। ইমোশন এর কারনে ফরেক্স লাভ করা কঠিন হয়। এই ইমোশনের কারনে লসের ট্রেড আর লাভের ট্রেড এর ভিতর অনেক পার্থক্য হয়। এর কারনে মুলত অনেক ট্রেডার লস বেশি করে থাকে। বেশি বেশি মার্কেট দেখলে ইমোশন বেশি কাজ করে। আর বড় লট ব্যবহার করলে ইমোশন হয় বেশি।
-
ফরেক্স মার্কেটে কখনো ইমসনাল ট্রেড করা উচিত না কারন ইমশনাল ট্রেড করে কখনো ফরেক্স মার্কেটে সফলতার কোন সম্ভবনা থাকে না তাই ইমশনাল ট্রেড করা উচিত না ইমশনাল ট্রেড করতে নাই ফরেক্স থেকে ইমশনাল ধুর করতে হবে ।
-
অনেকে পরপর কয়েকটি অর্ডারে লাভ কিংবা লস করলে ইমোশনাল হয়ে ওঠে। যা তার ক্ষতি বয়ে আনে। ইমোশন দিয়ে সফলতা অর্জন সম্ভব নয়। ফরেক্স ট্রেডিং এর সময় যদি আপনার মধ্যে ইমোশন কাজ করে,তাহলে আপনি ফরেক্সে লাভবান হতে পারবেন না। তাই ট্রেডিং এর সময় ইমোশনকে দূরে রাখুন।
-
ফরেক্স মার্কেটে আপনি যদি ইমোশনাল ট্রেড করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে তো কিছু আয় করতে পারবেন না বরং মার্কেট থেকে আপনি পুরো শেষ হয়ে যাবেন এর জন্য ফরেক্স ,মার্কেটে ট্রেড করার সময় খুব বেশি ইমোশনাল হয়ে ট্রেড করা একদমেই উচিৎ না ইমোশনাল ট্রেড আপনাকে লস ছাড়া কিছুই দিতে পারবে না
-
আমি তা এ পেশায় একে বারে নতুন তাই আমি এখনো বিছু বলতে পারছি না। তবে ইমোশন বেশি ভালো না।
-
অনেকে পরপর কয়েকটি অর্ডারে লাভ কিংবা লস করলে ইমোশনাল হয়ে ওঠে। যা তার ক্ষতি বয়ে আনে। ইমোশন দিয়ে সফলতা অর্জন সম্ভব নয়। মার্কেটে ট্রেড করার সময় খুব বেশি ইমোশনাল হয়ে ট্রেড করা একদমেই উচিৎ না ইমোশনাল ট্রেড আপনাকে লস ছাড়া কিছুই দিতে পারবে না ।
-
ফরেক্স ট্রেডিংয়ে ইমোশনাল ট্রেড আপনাকে মার্কেটে সর্বশান্ত করে দিতে পারে। কারন বাস্তবের সাথে ইমোশনের অনেক তফাদ রয়েছে তাই যারা ফরেক্স ট্রেডিং করে অনেক বড় হতে চান তাদের বলব ফরেক্স ট্রেডিং আগে ভাল করে বুঝুন এবং দক্ষতা অর্জনের চেষ্টা করুন তার পর ট্রেড করতে আসুন।
-
ট্রেডের সব চেয়ে ক্ষতিকর দিক হলে ইমোশনাল হয়ে ট্রেড করা। যখন একজন ট্রেডার মার্কেট বুঝতে না পারে, মার্কেট যখন এলোমেলো ভাবে চলতে থাকে। আর যদি তখন ট্রেডের সামনে বসা থাকে, তখনই ট্রেডে ইমোশনাল এসে যায়। কিংবা একজন ট্রেডার যখন ছোট বা বড় ধরনের লস হলে ইমোশনাল এসে যায়। তখন এই লসকে কিভাবে কাটিয়ে উঠা যায় সেটা ভাবতে ভাবতে ইমোশনাল হয়ে উঠে। তখন মাথা ঠিক মত কাজ করে না। আর তখন যে ট্রেডই ওপেন করুন না কেন সেটা কোন ঠান্ডা মাথার ট্রেড নয়। এটা হল ইমোশনাল ট্রেড। যখন কোন ট্রেডার ইমোশনাল হয়ে পড়ে তখন তার উচিত ট্রেড ছেড়ে উঠে যাওয়।
-
ফরেক্স মার্কেটে কোন ভাবে ইমশনাল ভাবে ফরেক্স ট্রেড করা যাবে না তাই ফরেক্স ট্রেড করে ভালো করতে হলে ইমসনাল বাদ দিতে হবে ইমশনাল কোন দিন ফরেক্স ট্রেডারকে সফল হতে দেয় না তাই ইমশনাল বাদ দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে ।