-
ফরেক্স ট্রেডিং বলতে আমরা ফরেন কারেঞ্চি এক্সচেঞ্জ কে বুজি। আর ফরেন কারেঞ্চি এক্সচেঞ্জ বলতে আমরা বজি দুই দেশের মুদ্রা বিনিময় কে। দুই দেশেরে মুদ্রার বিনিময় কে আমরা ফরেন কারেঞ্চি এক্সচেঞ্জ বলে জানি। ফরেক্স মার্কেট এ আমরা সাধারণত কারেঞ্চি নিয়ে ট্রেড করি।ফরেক্স মার্কেট এ কারেঞ্চির ভিবিন্ন প্রকার হয়ে থাকে। যেমন মেজর কারেঞ্চি ,ক্রস কারেঞ্চি। মেজর কারেঞ্চি বলতে আমরা বজি এউ এস ডী সম্পরকিত সকল কারেঞ্চি কে।
-
ফরেক্স ট্রেডিং বলতে মুলত কোন দেশের মুদ্রা বিনিয়োগ করা বুঝায়। এখানে কোন দেশের মুদ্রা অপর দেশের মুদ্রার বিপরীতে বিনিয়োগ করা হয়।
-
ফরেক্স অনেক ঝুঁকিপূর্ণ একটি মার্কেট আর এখান এ কাজ করা যেমন কঠিন আয় করাও অনেক কঠিন। তবে জারা অনেক অভিজ্ঞ তাদের জন্য অনেক ভাল একতা ব্যবসায় বলে আমি ফরেক্স শুরু করার আগে আমি ফরেক্স সম্পর্কে ক্ষান অর্জনকরি। অনলাইনের মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের ফরেক্স ট্রেডিং পরিচালনা করেন। এই ব্যবসার মূল কাজ হল মুদ্রা ক্রয় বিক্রয় করা। মূদ্রার মান উঠা নামার উপর এই ব্যবসার লাভ লস হয়। বর্তমান সময়ে এটি একটি খুবই জনপ্রিয় ব্যবসা। উচ্চলাভের সুযোগ আছে এই ব্যবসায়, শুধু ব্যবসার কৌশল জানা চাই।
-
ফরেক্স ট্রেডিং বলতে বুঝায় অর্থের বিনিময় যোগ্য বেবস্থ্যা এতে এক দেশের সাথে অপর দেশের অর্থের আদান প্রদান ঘটে ,সাধারনত ফরেক্স ট্রেডিং বলতে বুঝায় এক দেশের অর্থ অন্ন দেশের অর্থ দিয়া হেনা বেচা করা
-
আমরা জানি প্রতিমূহুর্তেই একটি মূদ্রার বিপরীতে অপর একটি মূদ্রার দামের ওঠানামা হয়। এই মূল্যের পরিবর্তন প্রতিমূহুর্তেই হয়ে থাকে। এখন যদি কোনো মূদ্রার দাম কমে তখন সেটা কিনে রেখে দাম যখন বৃদ্ধি পায় তখন সেটি বিক্রয় করলে মুনাফা হবে। ট্রেডারগন এটাকে কাজে লাগিয়েই ট্রেড করেন। এটাই ফরেক্স ট্রেডিং। ফরেক্স ট্রেডিং হলো ব্যাংক থেকে ব্যাংকে লেনদেন।
-
আমার জানা মতে,ফরেক্স ট্রেড অনলাইনের মাধ্যেমে লেনদেন করা হয়। আমার মতে, ফরেক্স ট্রেড হল বৈদেশিক মুদ্রা যা কেনা বেচা করে লাভ করতে হয়। ফরেক্স ট্রেড এমন একটি ব্যবসা যা বিভিন্ন দেশে টাকা বিনিময় করতে হয়।পত্যেক ব্যবসায়িরা এই ভাবে বৈদেশিক টাকা বিনিময় করে ট্রেড লাভ অর্জন করে থাকে।
-
ফরেক্স ট্রেডিং হল আন্তর্জতিক মুদ্রা বাজার। এখানে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা লেনদেন হয়। অবশ্য এখানে জোড়ে জোড়ে লেনদেন যেগুলো মূলত নির্ভরশীল হল ডলারের উপর। ডলার কে বলা হয় ফরেক্স এর মেরুদন্ড। যাই হোক মোটামুটি সব পেয়ারের আপডাউন ডলারের সাথে সম্পর্কিত।
-
ফরেক্স মার্কেটের অন্তভূক্ত কারেন্সি নিয়ে আমরা যে ট্রেড করে থাকি তাই হল মূলত ফরেক্স ট্রেড। মনে করুন ইউরো/ইউ.এস.ডি এই কারেন্সি পেয়ার নিয়ে আপনি ট্রেড করতে চান এখানে আপনি ইউরো দিয়ে ইউ.এস.ডি ক্রয় করছেন আর ফরেক্স মার্কেটের ভাষায় একেই ট্রেড বলা হয়ে থাকে।
-
ফরেক্স ট্রেড হল অনলাইনভিক্তক একটি দেশের কারেন্সি বা মুদ্রার বিপরীতে অন্য একটি দেশের মুদ্রার ক্রয় বা বিক্রয়। এটি সংঘটিত হয় অনলাইনে কিছু ব্রোকারের মাধ্যমে।একজন ট্রেডার বিভিন্ন ধরনের এনালাইসিসের মাধ্যমে ফরেক্সে ট্রেড করে থাকেন। অনলাইনে ফরেক্স মার্কেটে বৈদেশিক মুদ্রার ক্রয় বা বিক্রয়ই ফরেক্স ট্রেড।
-
ফরেক্স মার্কেটের অন্তভূক্ত কারেন্সি পেয়ারের মাধ্যমে যখন ট্রেড লাভ বা প্রফিটের জন্য ওপেন করা হয় তখন তাকে ফরেক্সের ভাষায় ট্রেড বলা হয়। অর্থাত যখন আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের মাধ্যমে কোন কারেন্সি ক্রয়-বিক্রয় করবেন তখন তাকে ঐ কারেন্সির ট্রেডিং বলে অভিহিত করা হবে।