-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়৷এগুলোর একটি হচ্ছে বেশী লোভে পড়ে দ্রুত ধনী হওয়ার জন্য এলোমেলো অযৌক্তিক ট্রেড করা যাবে না৷অনেকেই এই লোভ সামলাতে না পেরে প্রচুর লস দিয়ে অবশেষে পালিয়ে যান৷ আর কিছু সংখ্যক ট্রেডার তাদের লোভ নিয়ন্ত্রন করে সঠিক ভাবে ট্রেড চালিয়ে যেতে পারেন৷লোভ আমার নিজেরই একটা বড় রিপু যাকে নিয়ন্ত্রন করা আমার পক্ষে খুব কঠিন হয়ে যায়৷তাই তো প্রচুর লস করি।
-
এর সাফল্যের মূল চাবিকাঠি এই ক্ষেত্রে একটি ভবিষ্যত তৈরি করা। জ্ঞান এবং অভিজ্ঞতা ব্যতীত আপনি কোনও কাজে বিকাশ করতে পারবেন না। সুতরাং জ্ঞান ফরেক্সের মূল প্রথম অংশ, কারণ ফরেক্স সহজ ব্যবসা নয় এবং সাফল্য অর্জনের জন্য আরও জ্ঞান এবং তথ্যের জন্য যথাযথ শিক্ষা এবং বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। এগুলি ছিল তাদের অর্থ এবং ইন্টারনেট সংযোগ, দালালের সাথে নিবন্ধভুক্ত ছিল।
-
ফরেক্স মার্কেট যেহেতু একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা,,, তারপর আবার এই ব্যবসা করে ভালো অর্থ উপার্জন করা সম্ভব হয়,,,,সেহেতু এই ব্যবসায় মানুষের লোভটা অনেক বেশি থাকে । কিন্তু এই ফরেক্স ব্যবসাতে যারা লোভ করে থাকবে,,,,তারা কখনো ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারবে না,,, তারা কিছুদিন বাদেই ফরেক্স মার্কেট থেকে হারিয়ে যাবে । তাই আমাদের সকলের উচিত ফরেক্স মার্কেটে কখনো লোভ না করা ।
-
ভাই ব্যবসা তো লোভের হয় না বলে আমার মনে হয় । লোভ নির্ভর করে আপনার মানসিকতার উপরে । ফরেক্স ট্রেডিং হল খুবই লাভবান একটা ব্যবসা । আর এটাতে যদি আপনি লোভ করেন তাহলে তো ফরেক্স ট্রেডিং লোভই ব্যবসা হল না । আপনি ফরেক্স থেকে বেশি লাভের আশা করছেন জন্যই ফরেক্স ট্রেডইকে আপনার লোভী ব্যবসা বলে মনে হচ্ছে । অনেক ট্রেডার আছে যারা ফরেক্স ট্রেডিংকে অন্য সব ব্যবসার মত মনে করেই নিয়মিত লাভ করে যাচ্ছে ।
-
হ্যাঁ ফরেক্স অবশ্যই লোভী ব্যবসা। কারন এটি এমন একটি ব্যবসা এখানে লাভের কোন সীমাবদ্ধতা নেই। তাই এই লাভের অবস্থা দেখে অনেক ট্রেডার প্রথম অবস্থায় অধিক লাভের উদ্দেশ্যে লোভের বশবর্তি হয়ে পড়ে। ট্রেডিং কৌশল পরিকল্পনা না করে ওভার ট্রেড করে বেশি লাভ করতে চায়। কিন্তু ফলাফল এসে দাড়ায় ব্যালেন্স শূন্যতে। অতএব ফরেক্স মার্কেটে আপনাকে ট্রেড করতে হলে অবশ্যই লোভ বিহীন কাজ করার মত মন মানসিকতা আগে তৈরি করতে হবে। তারপর আপনাকে ট্রেডিং এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে দক্ষতা ও অভিজ্ঞতা সহকারে মার্কেট এ্যানালাইসিস করার মত জ্ঞান অর্জন করতে হবে। তারপর এই মার্কেটে ট্রেড করে সফলতা অর্জন করতে পারবেন।
-
ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে আপনি সারাদিন ট্রেড করতে মন চাইবে। আর ট্রেড না করলেও আপনার ভালো লাগবে না। সত্যি এটা একটা লোভী ব্যবসা। ফরেক্স মার্কেট থেকে সবাই প্রফিট করতে পারেনা। এখানে খুব কমই লোকই বিজয়ী লাভ করতে পারে। আমি অনেক বছর ধরে করেও তেমন ভালো কিছু করতে পারি না।
-
ফরেক্স ট্রেডিং মার্কেট এ যারা কাজ করবে তাদের আগে লোভ সংবরণ করতে হবে।কারন লোভ আপনাকে ধংস করবে।মাঝে মাঝে আপনার মনে হবে আপনি এখনি অনেক লাভ করতে পারবেন।এই ভেবে বড় বড় ট্রেড অপেন করলেন এবং লাভ ও করলেন।এই রকম ২-৩ বার করলেন তখন ও আপনি লাভ করলেন।পরে মনে করলেন লাভ তো করতেছি তাহলে আরো বড় ট্রেড অপেন করি তাহলে আরো বেশি বেশি লাভ করতে পারবো আর ঠিক যখনি আপনি বড় ট্রেড অপেন করলেন আর তখন যদি মার্কেট আপনার অনুকূলে না থাকে তাহলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে আর আপনি ফরেক্স ট্রেডিং মার্কেট কাজ করতে পারবেন না।অনেক বড় লস নিয়ে মনে করবেন ফরেক্স মানুষকে ধংস করতেছে কিন্তু এই ধংসের পিছনে যে আপনি নিজেই দোষী এই টা ভেবে দেখবেন না কারন আপনার মাথায় কাজ করবে আপনার অনেক লস হয়েছে।তাই আমরা লোভ থেকে নিজেকে বিরত রাখবো তাহলে আমরা ভাল আয় করতে পারবো।
-
আমার মতে আপনার উচিত ফরেক্স মারকেট এ সেন্টিমেন্ট এনালাইসিস করা। কারন আপনার লোভ অটোমেটিক ছলে আসবেই। আপনি পুরানো দক্ষ ট্রেড্রার হলেও এমনটি হয়ে থাকবে। তাই লোভ কে বাদ দিয়ে ডেইলি ট্রেড করুন। টেক প্রফিট আর স্টোপ লস ব্যাবহার করুন।
-
ফরেক্স ট্রেডিং হচ্ছে একটি অনলাইন বিজনেস তবে এটাকে যদি আপনি লোভনীয় মনে করেন তাহলে লোভনীয় ব্যাবসা আর না হলে সাধারণ ব্যাবসা। তবে আমি মনে করি সাধারণ ব্যাবসা হিসেবে মনে করে এখানে কাজ করলে দির্ঘ দিন টিকে থাকা যায়। আর যদি লোভনীয় ব্যাবসা মনে করেন আর লোভ করে ট্রেড করেন তাহলে অকালেই ঝরে পড়তে হবে। এখানে লোভ আছে তবে সেটা সামলিয়ে কাজ করতে হবে তবেই সফলতা পাওয়া যায়। আর লোভ করলে সব হারিয়ে বিদায় নিতে হয় এটাই স্বাভাবিক বিষয়।
-
ফরেক্স কেন কোন ব্যবসায় আসলে লোভী বা ক্ষতির হতে পারে না । এটা শুধুমাত্র একজন ব্যবসায়ীর দৃষ্টিভঙ্গির মাধ্যমেই গৃহীত হয় । আমরা মানুষই আসলে এই লোভ বা ক্ষতির অস্তিত্ব সৃষ্টি করেছি এবং আমাদের বেশী চাওয়ার যে রিপু আছে তাই আমাদের প্রভাবিত করে লোভের দিকে । তাই ব্যবসার দিকে আঙ্গুল না তুলে বরং আমাদের আচরনের উপর খেয়াল করা উচিত । আমাদের মনকে নিয়ন্ত্রন করতে হবে লোভ থেকে কারণ লোভ করার সময় একজন মানুষের বুদ্ধি এবং বিশ্লেষণের কার্যকারিতা লোভ পায় ।