-
একজন ভালো ট্রেডারকে অবশ্যই প্রচুর ধৈর্যের অধিকারী হতে হবে। যে তার ইমোশন কে সহজেই কন্ট্রোল করতে পারবে। এছাড়াও মার্কেট সম্পর্কে পরিপূর্ন ধারনা ও থাকতে হবে। আমি মনে করি আপনার মত সঠিক কারণ একজন ভালো মানের ফরেক্স ট্রেডারকে অবশ্যই কঠোর পরিশ্রমী, সৎ এবং তার কাজে দক্ষতা থাকতে হবে।
-
একজন ভালো মানের ট্রেডার হতে হলে আপনাকে অনেক গুণাবলীর অধিকারী হতে হবে। আর এসব গুণাবলীর কারনেই কিন্তু ভালো ট্রেডাররা ফরেক্স এ সফল হয়ে থাকেন। তার জন্য আপনার সবার প্রথমে দরকার অনুশীলন ও পরিশ্রম। তারপর মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করা। ওভার ট্রেড না করা। বেশি রিস্ক না নিয়ে ট্রেড করা। নিজের স্ট্র্যাটেজি অনুসরণ করে ট্রেড করা। লসের ট্রেড বহন না করা ইত্যাদি।
-
একজন ভালট্রেডারের বিশেষ অনেক গুন থাকে। একজন ভালট্রেডার সর্ব প্রথম তার মানিম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড করে। ফরেক্স মার্কেটের বিভিন্ন অ্যানালাইসিস যেমন: ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিসগুলি সব সময় করে তার পরে ট্রেড দিয়ে থাকে। একজন ভালট্রেডার ফরেক্স মার্কেটে সম্পর্কে প্রচুর অধ্যায়ন করে থাকে। ফরেক্স ট্রেড এর প্রত্যেকটি বিষয়ের প্রতি সব সময় খেয়াল রাখা একজন ভালট্রেডার এর বৈশিস্ট। তাই ভালট্রেডার এর গুন গুলি আয়ত্ব করে আমরা ভালট্রেডা হয়োর চেষ্টা করি।
-
একজন ভাল মানের ট্রেডারের অনেক গুনাবলী থাকা প্রয়োজন তাদের মধ্যে প্রথমত হল ধৈর্য,সতর্কতা,ভুল থেকে শিক্ষা গ্রহন করা,র্নিলোভ এবং অধ্যবসায় । এই সকল গুনাবলী যে ট্রেডারদের মধ্যে আছে তারা অতি অল্প সময়ের মধ্যেই লাভবান হতে পারে ।
-
আমি মনে করি তারা অনেক জ্ঞানী এবং ফরেক্স মার্কেট সম্পর্কে আগে থেকে ধারণা করতে পারে । তারা অনেক ভালো মার্কেট আনাল্যসিস করতে পারে । ভালো ট্রেডাররা অনেক দক্ষতা সম্পূর্ণ হয় । আমি আমাকে একজন ভালো ট্রেডার হিসাবে তৈরি করার জন্য অনেক চেস্টা করছি । একজন ভাল ট্রেডার এর অগণিত গুণাবলি থেকে থাকে কারন ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আমাদের কে ভাল মন্দ মিলিয়ে ট্রেড করতে হয় । তাই আপনাকে সবার আগে লোভ মুক্ত হতে হবে , ইমোশনাল হলে চলবে না , খুব ধরজের সাথে অপেক্ষা করতে হবে ফরেক্স মার্কেট থেকে লাভ করার জন্য ।
-
একজন ভাল ট্রেডার হওয়ার জন্য অবশ্যই কিছু কিছু গুনাবলি খাকা প্রয়জন।একজন ভাল ট্রেডারের দক্ষ্যতা প্রয়জন এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে মার্কেট সম্র্কে ধারনা থাকতে হবে এবং োভ নিয়ন্ত্রন করতে সেরাকম ধৈর্য থাকতে হবে। কারন একজন ভাল ট্রেডার মর্কেট দেখলে বুঝতে পারে।
-
একজন ভাল ট্রেডার এর অনেক গুন থাকে কারন একজন ভাল ট্রেডার টার অনেক দিনের অবিজ্ঞতা নিয়ে সে এই ফরেক্স মার্কেট এ আসেন ফরেক্স মার্কেট থেকে ভাল অবিজ্ঞতা অর্জন করার জন্য আমাদের কে অনেক সময় ফরেক্স থেকে ভাল করে প্রসিক্ষন নিয়ে নিতে হবে ।
-
একজন ভাল ট্রেডার এর অনেক গুন থাকে বলে আমি মনে করি ফরেক্স করতে হলে আপনাকে অবশ্যই কিছু ভাল গুনের অধিকারি হতে হবে তা না হলে আপনি এই মার্কেট হতে কখনো লাভ করতে পারবেন না এখানে সবার আগে দরকার হল ধৈর্য ও সমঝতা তাহলেই আপনি ফরেক্স করতে পারবেন ।
-
ফরেক্স মার্কেটে শুধু ভালো মানের ট্রেডারই বেশি লাভ করতে পারে। একজন ভালো ট্রেডার এর যে গুনগুলো থাকা উচিৎ সেগুলো হল মানিমেনেজমেন্ট, ধৈর্য, অভিজ্ঞতা, পরিশ্রম, দক্ষতা, অনেক জ্ঞান ইত্যাদি। এই গুনগুলো যার আছে সে লস করবে না।
-
যারা ফরেক্স মার্কেট হতে ভাল ভাবে ট্রেড করতে চান লাভ করতে চান তাদের অবশ্যই অনেক গুন নিয়ে এই মার্কেট এ টিকে থাকতে হবে তা না হলে আমরা এই মার্কেট হতে কোন কিছু করতে পারব না ফরেক্স মার্কেট এ আমাদের সবাই কে অনেক গুন নিয়ে থাকতে হবে এ জন্য অবিজ্ঞতা হল সব থেকে বড় একটি গুন যা আপনাকে এই মার্কেট এ টিকে থাকতে সাহায্য করবে বলে আমি মনে করি ।