-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমাদের অনেক ক্ষেত্রে ঝুকি নিয়ে ফরেক্স ট্রেডিং করতে হয়,তাই আমাদের যা ডিপোজিট করি তার থেকে আমরা ২০% ঝুকি নিয়ে যদি ট্রেডিং করতে পারি তাহলে আমাদের অনেক প্রফিট হবে তাই আমাদের ফরেক্স মার্কেট থেকে ইনকাম করতে হলে ঝুকি নিয়ে করতে হবে।
-
ঝুকি ব্যবস্থাপনা পদ্ধতি হলো- মানি ম্যানেজমেন্ট , ইমোশন ত্যাগ করা ,এস এল এবং টি পি ।এগুলো ব্যাবহার করে ট্রেড পরিচালনা করলে ট্রেডে সফলতার হার তুলনামূলক অনেক বেশী ।যারা সফল ট্রেডার তারা এগুলো মাথায় রেখেই ট্রেড করে তাই তারা সফল ।
-
ফরেক্স একটা বিরাট ঝুকির জায়গা, এখানে দেখে শুনে না চললে বিরাট ক্ষতির হতে পারে। আবার দেখে শুনে চললে ঝুকি হওয়ার সম্ভবনা খাতে না।
কিছু বিষয় মেনে চলতে হবে যেমনৱ:- স্টপ অর্ডার বিন্যস্তকরণ, মানি ম্যানেজমেন্ট ঠিক করা, এনালাইসিস করা ও আবেগ পরিত্যাগ করা এই চারটি হল ফরেক্স মার্কেটে ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি।এইগুলো ঠিকমত করতে পারলেই লাভবান হাওয়া যাবে।
-
একজন ফরেক্স বিনিয়োগ কারী তাহবিলকে বহুগুন করতে পারে। গড় প্রত্যাশিত ফল থেকে বিচ্যুতি আর্থিক বাজারে বিনিয়োগ কারিদের ঝুঁকি নির্ণয় করে। এই ধরনের বিচ্যুতি উচ্চ মুনাফা অথবা বিশাল ক্ষতি বয়ে আনতে পারে। প্রত্যেক মুদ্রা কার্যক্রমেই একটি ঝুকি।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এক হিসেবে বেশ ঝুকিপূর্ন জায়গা। এখানে দেখেশুনে না চললে বিরাট ধরা খেয়ে যেতে পারে যে কেউ। আবার ফরেক্সে ভালো করতে হলে ঝুকিও নিতে হবে। তবে এই ঝুকি কিভাবে নিতে হবে তার লিমিট কেমন হবে সেটাই ঝুকি ব্যবস্থাপনা। স্টপ অর্ডার বিন্যাস, এনালাইসিস করা, মানি ম্যানেজমেন্ট, আবেগ পরিহার ঝুকি ব্যবস্থাপনার মৌলিক ব্যপার।
-
ফরেক্স ঝুঁকি ব্যবস্থাপনা আপনার বেঁচে থাকা বা ফরেক্স ট্রেডিংয়ের আকস্মিক মৃত্যুর মধ্যে পার্থক্য করতে পারেন. আপনি বিশ্বের সেরা ট্রেডিং সিস্টেম থাকতে পারে
-
ঝুকি ব্যবস্থাপনা বলতে মূলত ঝুকি কমিয়ে আনাকে বোঝায় । মুনাফা অর্জনের সাথে সাথে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে কিভাবে ঝুকি কমিয়ে এনে প্রফিট করা যাবে । ঝকি কমানোর জন্য আমরা কিছু কার্যকরী পদক্ষেপ নিতে পারি যার মধ্যে অন্যতম হল স্টপলস ব্যবহার করা, ছোট লট সাইজ ব্যবহার এবং কম মুনাফার আশা করা ইত্যাদি বিষয় ।
-
যে কোন ব্যবসাতেই লস হবার সম্ভাবনা থাকে তবে ব্যবসা ভাল ভাবে বুঝতে পারলে লস হবার সম্ভঅবনা থাকে না
ফরেক্সে ঝুকি এরানোর জন্য আমাদের মিনিমাম একশ ডলার ইনভেস্ট করা উচিত ট্রেড করলে লস করার সম্ভাবনা থাকলে স্টপ লস ব্রবহার করা উচিত না বুঝে কখনই ট্রেড করা উচিত নয় বিভিন্ন ইন্ডিকেটর অনুসরন করে ট্রেড করলে লস করার সম্ভাবনা থাকে না
-
ফরেক্স ট্রেডিংয়ে ঝুকি ব্যাবস্থাপনা বলতে এমন কিছু সুনিদিষ্ট পন্থা বা উপায়কে নিদেশ করা বুঝায় যার মাধ্যমে একজন ট্রেডার ফরেক্স ট্রেডিংয়ে লসকে দূর করার ব্যাপারে সচেষ্ট থাকে। অর্থত ট্রেড করার পূর্বে একজন ট্রেডার যদি ঝুকির কথা অনুধাবন করে ঝুকি এড়িয়ে যাওয়ার নিয়ম কানুন অনুসরন করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করে তা হলে ঝুকি অনেকাংশে কুমে যায়।
-
মাই মনে করি যে কন ব্যবসা আপিনি যদি না জেনে করতে জান তবে সেটাই হবে আপনাত ঝুঁকিপূর্ণ ব্যবসা। তাই আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান তবে আপিনাকে ভাল করে আগে ফরেক্স ব্যবসা শিখতে হবে তারপর ফরেক্স।অতিরিক্ত লোভ আপনাকে নিরাস করে ফেলবে বলে আমি মনে করি।