-
ফরেক্স এ লাভবান হতে হলে আপনাকে আবেগ বরজন করতে হবে। বেশির ভাগ ট্রেডার রা আবেগের কারনে ফরেক্স এ লস এর মুখ দেখেন। ফরেক্স একটি ব্যবসায়। আর ব্যবসায়ে ঝুকি না নিলে লাভের আশাও করা যাই না। তাই ব্যবসায়ে ঝুকি গ্রহন করুন। আর আবেগ কে বরজন করুন। তাহলে আপনি লাভের মুক দেখতে পারেন। নতেত নয়।
-
ফরেক্স এ কাজ করতে হলে আমদের সব সময় আবেগ মুক্ত থাকতে হবে তাহলে আমরা সফল হতে পারবো আবেগ আমাদের শুধু নির্দ্দিস্ট সময়ের জন্য উত্তেজিত করে তলে কিন্তু অই সময় টুকু তে যে আমাদের কি ক্ষতি হয়ে যাই তা আমরা পরে জাহতে পারি।তাই আমদের আবেগ পরিহার করা উচিত লাভ লস সব ব্যাবস্যাই হয় তাই বলে কি আমরা হাল ছেরে বসে থাকবো না আমদের রাগ,অর্ধয এই সব কিছুকেই পরিত্যাগ করতে হবে।না হলে আমরা ট্রেড এ সফল হতে পারবো না।
-
মার্কেটে আবেগ খুব খারাপ জিনিস। আবেগের ফলে না বুঝে আন্দাজে ট্রেডিং ধরা হয়ে যায়। ফলে লস হওয়ার সম্ভবনা বেড়ে যায়।এজন্য ফরেক্স মার্কেটে আবেগ ত্যাগ করে আগে মার্কেট সম্পর্কে ভালো ধারনা নিয়ে তারপর ট্রেডিং করলে ভালো ফল পাওয়া যেতে পারে।তাই ফরেক্স মার্কেটের সকল ট্রেডারের উচিত আবেগ ত্যাগ করে সঠিক নিয়মে ট্রেড করে লাভ বাড়ানোর চেষ্টা করা।
-
অবশ্যই ফরেক্স মার্কেট থকে কিছু করতে হলে আবেগকে আপনার দূর করতে হবে কারণ ফরেক্স মার্কেটে আবেগ দিয়ে কাজ হয় না এর জন্য দরকার ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা আমদের আবেগ পরিহার করা উচিত লাভ লস সব ব্যাবস্যাই হয় তাই বলে কি আমরা হাল ছেরে বসে থাকবো না আমদের রাগ,অর্ধয এই সব কিছুকেই পরিত্যাগ করতে হবে।না হলে আমরা ট্রেড এ সফল হতে পারবো না।
-
আমি জানি এই মার্কেট থেকে টাকা আয় করার জন্য আমাদের সব সময় অন্নের উপর নিরভঅর করতে হয় তা না হলে আমাদের সফলতা খুব সহজে আসে না। আমাদের সব সময় ছেস্ত আ করতে হবে যেন আমাদের ভলিউম কম থাকে এবং আমরা যেন আবেগ কে নিওন্ত্রনে রাখতে পারি।
-
আবেগ ছাড়া ফরেক্স ব্যবসা করাটা তেমন একটা কঠিন ব্যাপার নয় ! তবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আপনাকে অবশ্যই ঝুঁকি গ্রহণ করতে হবেই । কারণ ঝুঁকি ফরেক্স মার্কেট এর সাথে খুব গভীরভাবে সম্পৃক্ত একটা বিষয় । এখানে প্রত্যকটা ট্রেডের সাথেই ঝুঁকি বিদ্যমান । ফরেক্স আমরা করার মাধ্যমে সবাই জানি যে ফরেক্স মার্কেট খুব দ্রুত উঠানামা করে । তাই ফরেক্স মার্কেটে আমাদেরকে অবশ্যই আবেগ নিয়ন্ত্রন করে এবং পর্যাপ্ত ঝুকি নিয়ে ট্রেড করতে হবে ।
-
যারা ফরেক্সে নতুন আমি তাদেরকে বলব যে সব থেকে আগে যেই জিনিস টা ত্যাগ করতে হবে সেইটা হল আবেগ। কেঊ চাইলে ফরেক্স থেকে অনেক উন্নতি কতে পারে কিন্তু তার জন্য তাকে সবার আগে আবেগ ত্যাগ করতে হবে। তার জন্য নতুনঅদের সব থেকে ভাল হয় এক দিন পর পর ট্রেড করা, দিনে একটা ট্রেড করা ও প্রথম ডিপোজিট এর পরে পঅনের দিন পরে ট্রেড করা।
-
হ্যাঁ ফরেক্স থেকে সফলতা অর্জন করতে হলে আপনাকে আবেগপ্রবন হলে চলবে না । আপনাকে বাস্তববাদী হতে হবে । আপনাকে আবেগ কন্ট্রোল করতে হবে ।
ফরেক্সে যদি আপনি লস করেন তাহলে আপনাকে স্বাভাবিক ভাবে মেনে নিতে হবে । আপনি যদি আবেগের বশে রিভেঞ্জ ট্রেড করেন তাহলে আপনার লাভ এর চেয়ে বেশি লস হবে তাই চেষ্টা করুন আবেগ সামলিয়ে ট্রেড করতে । আর লাভ করলে আরোও লাভের আশায় বেশি ট্রেড এ এন্ট্রি নিবেন না ।
-
ফরেক্সে আবেগের কোন জায়গা নেই,লাভ লস হবেই যখন যেটা হবে সেটা স্বাভাবিক ভাবেই মেনে নিতে হবে,স্টপ লস ব্যবহার করতে হবে,টেইক প্রফিটও দিতে হবে, এনালাইসিস করে যখন যেটা পাওয়া যাবে সেটাই করতে হবে।
-
আপনার সাথে আমি পুরোপুরি ভাবে একমত কারন আমিও মনে করি যে আবেগ আপনাকে হতাশা ছাড়া আর কিছুই এনে দিতে পারবে না। আপনি অবশ্যই ভাল প্রফিট অর্জন করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তবে তার জন্য আপনাকে আবেগ, উত্তেজনা,রাগ,অতিরিক্ত লাভের লোভ ইত্যাদি বিষয়াদিকে চিরতরে পরিহার করে প্রকৃত ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে ট্রেডিং কেৌশলে ফিরে আসতে হবে।