যারা নতুন ট্রেডার তাদের জন্য ১০০ ডলার দিয়াই ট্রেড করাই ভাল ।। তাহলে সে ট্রেড করে মজা পাবে ।। আর অল্প ডলার দিয়া ট্রেড করলে একাউন্ট যিরো করার সম্ভাবনা বেশি থাকে ।। তাই যতটুকু পারা যাই বেশি এমাউন্ট নিয়াই ট্রেড করা ভাল ।।
Printable View
একজন নতুন ট্রেডার কি পরিমান ডলার দিয়ে ফরেক্স ট্রেড শুরু করবে সেটা নির্ভর করবে তার দক্ষতার উপর । সে ডেমো অ্যাকাউন্ট করে কি পরিমান সফলতা পেয়েছে তার উপর নির্ভর করে ডলার ডিপোজিট করবে । আমার মতে নিজেকে ফরেক্স ব্যবসায় দক্ষ না করে তুলে ডলার বেশি ডিপোজিট করা ঠিক হবে না ।
এটা মুলত তার নিজের ব্যাপার। কিন্তু আমি মনে করি, প্রথম অবস্থায় একজন নতুন ট্রেডার কে খুব বেশি টাকা নিয়ে বিজনেস শুরু করা খুব একটি ভাল দেখাবে না। কারণ সে খুব অবিজ্ঞতা সম্পন্ন না। তাকে প্রথম অবস্থায় ১০-১০০ ডলার এর মধ্যে সিমাবদ্ধ থাকতে হবে। তাহলে সে খুব দ্রুত এগিয়ে জেতে পারবে।
একজন নতুন ট্রেডারের যতসম্ভব একদম কম পুজি নিয়ে শুরু করা উচিত।কেননা নতুনরা মনে করে ফরেক্স খুব সোজা।কিন্তু ফরেক্স সহজ কিছু নয়।আর অধিকাংশ নতুন ট্রেডার লস করে বলে ধরে নেওয়া যায় প্রথমবার যত ডিপোজিট করবে তার সবই লসে যাবে।তাই যেহেতু নতুনদের প্রথম ডিপোজিট পুরোটাই লসে যাওয়ার সম্ভবনা তাই যথাসম্ভব চেষ্টা করতে হবে কম ডিপোজিট নিয়ে ট্রেড করতে।
একজন ট্রেডার কত ডলার দিয়ে শুরু করবে এটা নিরবর করবে তার অভিজ্ঞতার উপর কারণ যদি আপনি নতুন হন তাহলে খুব বেশী দিয়ে শুরু করা ঠিক হবে না যেহেতু আপনি নূতন এই সময় আপনার অ্যাকাউন্ট জিরো হবার সমভাবনা থাকে ৯০% তাই কম পুজিতে ছোট ছোট লটে ট্রেড করা উচিত মনে রাখতে হবে প্রথমে অভিজ্ঞতা প্রয়োজন কত বিনিয়োক করবেন এটা গুরুত্বপণ্য নয়।
একজন নতুন ট্রেডারের জন্য এই মার্কেট খুই কঠিন একটি জায়গা আর যেহেতু এই মার্কেটে অতি সহযেই টাকা আয় করা যায় না তো তার জন্য আমাদের উচিৎ প্রচুর পরিমান এই ব্যবসাতে আমদের অনেক সময় এবং বেশ ভাল একটি ডিপোজিট করা কারন যত বেশি ডিপোজিট থাকবে আপনার আপনার একাউন্টি তত বেশি সুরোক্ষিত থাকবে।
আমি নতুন ভাবে শুরু করছি। সেকেন্ড লেভেল ভেরিফিকেশন হয়ে গেলে নো ডিপোজিট বোনাস পাওয়ার কথা, কিন্তু পাচ্ছিনা। কিভাবে নো ডিপোজিট বোনাস ক্লেইম করব, যদি কেউ জানেন, দয়া করে বলেন।
ফরেক্স মার্কেট ইনভেস্ট করাটা নির্ভর করে তার অবিজ্ঞতার উপর ফরেক্স মার্কেট যদি অবিজ্ঞ ট্রেডার হয়ে থাকে তাহলে ১০-৫০ ডলার দিয়ে অনেক টাকা আয় করতে পারবে।তাই আমি মনে করি,ফরেক্স মার্কেট দক্ষতা এবং ধৈর্য থাকতে হবে।নিজের অবিজ্ঞতাকে কাজে লাগিয়ে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে পারে তাহলে ফরেক্স মার্কেট অনেক টাকা আয় করা সম্ভব।
সর্বনিম্ন $50.00 নিয়ে ট্রেড শুরু করতে পারলে মোটামুটি ট্রেড পরিচালনা করা অনেকটা ঝামেলা মুক্ত হবে।
আমার মনে হয় ১০০ ডলার দিয়ে ট্রেড করলে ভাল হয়। তার কারন যদি সে ১০০ ডলার দিয়ে ট্রেড করে থাহলে সে মার্কেট সম্পর্কে জানতে ও বুজতে পারবে , কতটুকু আপডউন করছে সে অনুজায়ে ট্রেড করতে পারে। যদি অল্প ডলার থাকত থাহলে সে ট্রেড লসের আশাই কলস করে দিত। এজুননে আমার মতে ১০০ ডলার দিয়ে ট্রেড করলে নতুনদের জুন্ন ভাল হয়।