-
হুট করে চাইলেই কিন্তু ধনী হওয়া সম্ভব নয়। ধনী হতে হলে সময়ের প্রয়োজন। তাছাড়া ফরেক্স ট্রেডিং এ ধনী হওয়া মুখের কথা নয়। এখানে ধনী হতে হলে প্রয়োজন দক্ষতার ও মুলধনের। কেননা ফরেক্সে ধনী হতে হলে এই দুটো অবশ্যই দরকার। তবে যে কেউ চাইলে এখন থেকে ভালো প্রফিট পেতে পারেন।
-
ফরেক্স ট্রেডিং আপনাকে ধনী করতে পারে যদি আপনি গভীর পকেটযুক্ত একটি হেজ ফান্ড বা একটি অস্বাভাবিক দক্ষ মুদ্রা ব্যবসায়ী হন। তবে গড় খুচরা ব্যবসায়ীর পক্ষে, ধনী হওয়ার সহজ রাস্তা হওয়ার পরিবর্তে, বৈদেশিক মুদ্রার বাণিজ্য বিপুল ক্ষয়ক্ষতি এবং সম্ভাব্য পেনেরিজের এক চূড়ান্ত মহাসড়ক হতে পারে
-
ফরেক্স হলো এমন একটি ব্যবসা যেখান থেকে আপনি ভাল পরিমাণের মুনাফা উপার্জন করতে পারবেন যা অন্য কোন ব্যবসা হতে সম্ভব নয়। কিন্তু এটা করে ধনী সেই হতে পারবে যার অধিক মুলধন রয়েছে। তারমানে একমাত্র ধনী ব্যক্তিরাই আরো ধনী হতে পারবে। আপনি কখনই সেই কম মূলধন দিয়ে বেশি মুনাফা আশা করতে পারেন না। আর আপনি যদি বেশি মুনাফা নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি বেশিদিন এই মার্কেটে টিকে থাকতে পারবেন না।
-
ফরেক্স বেকারদের জন্য একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম। যে কোন ব্যক্তি যে কোন শ্রেণি-পেশার মানুষ তার মেধা যোগ্যতা কাজে লাগিয়ে ফরেক্স থেকে তার স্বপ্ন বোনার চেষ্টা করতে পারেন।
-
ফরেক্স ব্যবসা করে আমরা যে লাভ করি সেই লাভ বা টাকা কোথা থেকে আসে?
যদি কেই ফরেক্স করে ধণী হয় তার সহজ মানে হচ্ছে কেই ফরেক্স করে গরীব হচ্ছে।
আমার পয়েন্ট টা হচ্ছে কেউই কি দরিদ্র হওয়ার জন্য বা লস করার জন্য ফরেক্স করে। অবশ্যই না।
তারপরও লস করে কেউ বা রাতারাতি ধনী হয়।
প্রচুর জ্ঞান ছাড়া ফরেক্স এ টিকে থাকা সম্ভা না।
-
ফরেক্স করে কী ধনী হওয়া যায়?
আমাদের দেশে অনেক বেকার লোকজন আছে যারা কোন কাজ কর্ম করতে পারে না। এছাড়া ভাল কোন চাকরি ও ব্যবসা ও করতে পারে না। তাই আমারর এখানে একটি প্রশ্ন হল যদি আমরা এই ফরেক্স মার্কেট করি তাহলে কী আমরা বা আমি ধণী হতে পারবতবে যদি ধনী হতে হয় তাকে অনেক নিয়ম কারণে মাধ্যমে হতে হবে কারণ ফরেক্সে আয় তোরা আয় করার সহজ করা কঠিন কাজ হল ফরেক্স থেকে আয় করা অর্জন করা তাই নিয়ম অনুসরণ করে সকল কাজ করতে হবে তাহলে সফলতা ভাল হবে।
-
তবে আমার অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি একবার যদি এই মার্কেটের সাইকোলোজি বুঝে যান তখন উপার্জন যেটা করবেন সেটা সারাজীবন খায় শেষ করতে পারবেন না। আপনি কখনই সেই কম মূলধন দিয়ে বেশি মুনাফা আশা করতে পারেন না। আর আপনি যদি বেশি মুনাফা নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি বেশিদিন এই মার্কেটে টিকে থাকতে পারবেন না।
-
অনেকে এই প্রশ্নটা করে যে, ফরেক্স করে কেউ কি ধনী হতে পারে ? ভাই ! আমি যদি পাল্টা প্রশ্ন করি যে, পৃথিবীতে কেউ কোন ব্যবসা করে কি কখনো ধনী হতে পারে ? উত্তরে নিশ্চয়ই বলবেন- পৃথিবীতে একমাত্র ব্যবসার মাধ্যমেই ধনী হতে পারে। কারণ যারা বিশ্বের সেরা ধনী তারা সবাই কোন না কোন ব্যবসা করে। ফরেক্স যেহেতু একটি ব্যবসা, সেহেতু এই ব্যবসা করে যে কেউ ধনী হতে পারে। যদি ভালভাবে শিখে , অনুশীলনের মাধ্যমে অভিজ্ঞতা - দক্ষতা অর্জন করে এবং যথাযথ নিয়ম মেনে ট্রেড করে । ধন্যবাদ।
-
ফরেক্স বেকারদের জন্য বিপুল সম্ভাবনাময় একটি প্লাটফর্ম। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বেকারদের জন্য ফরেক্স হতে পারে আশার আলো। বাংলাদেশে বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাট সে তুলনায় বাড়ছে না কর্মক্ষেত্র। তাই কেউ যদি ফরেক্স শিখে এখানে সময় দেয় তাহলে তার পক্ষে ধনী হওয়া অসম্ভব কিছু নয়। তার জন্য অবশ্যই আপনাকে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হতে হবে। আমরা লেখাপড়া করার জন্য জীবনের অনেকটা সময় ব্যয় করে ফেলি তারপরে চাকরি পাওয়ার জন্য অনেক স্টাডি করতে হয়। তারপরেও দেখা যায় চাকরির লড়াইয়ে টিকতে না পেরে হতাশ হয়ে ঘরে ফিরতে হয়। সে তুলনায় আমরা যদি সামান্যতম সময়ও ফরেক্সের পিছনে ব্যয় করি তাহলে হয়তো এখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব। হিসেব করে দেখা যায় আমরা ২৫-৩০ বছর লেখাপড়ার পিছনে ব্যয় করে ফেলি। সেখান থেকে যদি মাত্র পাঁচ বছর ফরেক্সের পিছনে ব্যয় করি আমি হলফ করে বলতে পারি ফরেক্সে সফলতা আসবেই।
তাই যদি ফরেক্স মার্কেট গবেষনা, কৌশল ও মার্কেট এনালাইসিসের মতো বিষয়গুলো নিয়ে বেশি বেশি পড়াশুনা করতে পারি তাহলে অনেক দক্ষতা অর্জন করতে পারবো। পাশাপাশি ডেমো ট্রেডিং এর মাধ্যমেও অনেক দক্ষতা অর্জন করতে পারবো এবং ফরেক্সে ভালো করতে পারবো।
-
ফরেক্স হলো এমন একটি ব্যবসা যেখান থেকে আপনি ভাল পরিমাণের মুনাফা উপার্জন করতে পারবেন যা অন্য কোন ব্যবসা হতে সম্ভব নয়। কিন্তু এটা করে ধনী সেই হতে পারবে যার অধিক মুলধন রয়েছে। তারমানে একমাত্র ধনী ব্যক্তিরাই আরো ধনী হতে পারবে।দীর্ঘদিন ধরে কাজের প্র্যাকটিস করতে হবে, সকল বিষয় সম্পর্কে জানতে হবে এবং সবচেয়ে বড় কথা হল হতাশ না হয়ে ধৈর্য সহকারে কাজ করতে হবে । ফরেক্সের সাথে সব সময় লেগে থাকতে হবে তাহলেই এখান থেকে অর্থ আয় করে ধনী হওয়া যাবে ।