নিজের উপর ডিপেনড করে যে আমি কত টাকা ডিপোজিড করব। আমি যদি বেশি রিক্স নিতে চাই তাইলে বড় ডিপোজিড কতা ভাল।
Printable View
নিজের উপর ডিপেনড করে যে আমি কত টাকা ডিপোজিড করব। আমি যদি বেশি রিক্স নিতে চাই তাইলে বড় ডিপোজিড কতা ভাল।
আমার কাছে বড় ডিপোজিন পছন্দ না কারন ছোট
ডিপেজিট নিয়ে টিকে থাকা যায় । কারন অামি ছোট ডিপোজিট করি করি এতে লস হলে কম হয় লাভ ও সমপরিমান হয় অামি ফরেক্স নতুন তাই অামি ছোট ডিপোজিট করে থাকি ফরেক্স মার্কেটে অনেক মুভমেন্ট যেটা আপনি মাঝে মাঝে আপনার সব ধারনার বাইরে চলে যায় এর জন্য অামার কাছে ছোট ডিপোজিট ভালো যতোখোন না অামি ভালো এনালাইসিস না করতে পারি
ফরেক্স এ টিকে থাকতে পারলে এখান থেকে সাকসেস পাওয়া সম্ভব। কিন্তু ছোট ডিপোজিট নিয়ে ফরেক্স এ বেশী দিন টিকে থাকা সম্ভব হয় না। তাই আামি মনে করি ফরেক্স ব্যবসায় যতদুর সম্ভব একটু বড় ডিপোজিট নিয়ে শুরু করা উচিত। তাহলে এই ব্যবসায় টিকে থাকতে সক্ষম হবে বলে আমি মনে করি।
আমার কাছে বড় ডিপোজিটই পছন্দ। কারন ছোট ডিপেজিট নিয়ে টিকে থাকা য়ায় না। টিকে থাকার জন্য বড়টাই বেষ্ট।
আপনি কেমন ট্রেডার তার উপর নির্ভর করে আপনি কত ডিপোজিট করবেন। আপনি নতুন ট্রেডার হলে ছোট ডিপোজিট করে ফরেক্স ট্রেড করে মার্কেট এর গতিবিধি সম্পর্কে আগে ধারনা নিয়ে নিতে হবে। আর এই ডিপোজিট কে বাড়ানোর চেস্টা করতে হবে। পুরোপুরি সফল হবার পরে বড় ডিপোজিট করা ভাল।
আমি মনেকরি প্রথমে ছোট ডিপোজিট দিয়ে ফরেক্স করলে ভাল হয়।কারন প্রথমে আপনাকে অল্প দিয়েই শুরু করতে হবে। যদি প্রথম অবস্থায় আপনি বেশি ডিপোজিট করেন তাহলে লস এর সম্ভাবনা আসে। আর যদি আপনি সুরুর আগেই অনেক অভিজ্ঞ হন তাহলে আপনার কোন সমস্যা নেই অনেক বেশি ডিপোজিট করতে। অামি ছোট ডিপোজিট দিয়ে ফরেক্স করি তাতে লসের সম্ভনা কম থাকে ঝুকিও কম মনে হয় ৷
আপনি যদি নতুন ট্রেডার হোন তাহলে আপনার জন্য ছোট ডিপোজিটই নিরাপদ।যখন আপনি আস্তে আস্তে ফরেক্স সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করবেন এবং নিজেকে ভালো প্রফিট আয় করার উপযোগী মনে করবেন তখন অবশ্যই আপনার উচিত বড় ডিপোজিট ইনভেস্ট করা।
আমার মনে হয় ছোট ডিপোজিট নিয়ে মার্কেটে টিকে থাকা কঠিন । তাই এমন একটা ডিপোজিট হওয়া উচিৎ যেটা দিয়ে ট্রেড করে মার্কেটে টিকে থাকা যায় ।
আসলে যদি আপনি ভাল কোন স্ট্রাটেজি ফলো করেন এবং মানি ম্যানেজমেন্ট রুলস মেনে চলেন,তাহলে ফরেক্স এ ভাল করার জন্য ডিপোজিট কোন ফেক্টর না।তবে ডিপোজিট ছোট হলে খুব বেশি প্রফিট আশা করা যায়না।আর ডিপোজিট বড় হলে প্রফিটের পাশাপাশি রিস্ক ও কমে আসে।আমি প্রথম দিকে ১০০ ডলার ইনভেস্ট করে ছিলাম এবং বর্তমানে তা ৫০০ ডলার এ দাড়িয়েছে।
বড় ডিপোজিট কে না পছন্দ করে। পছন্দ করলেই তো হবে না সাধ্য থাকা চাই। যা বেশির ভাগ বাংলাদেশী ট্রেডারদের নেই। বিশেষ করে নতুন ট্রেডারদের তো নেইই।