-
প্রত্যোক ব্যাবস্যাতে লাভ লস হবেই ফরেক্স ট্রেড তার বাইরে নয় কিন্তু ফরেক্স সম্পকে ভাল করে না জেনে ট্রেড এ দক্ষ না হয়ে কেউ ট্রেড করতে গেলে সে লাভ এর চেয়ে লস ই বেশি করবে বলে আমি মনে করি। আর ফরেক্স অনান্য ব্যাবসার চেয়ে একটু রিস্ক বেশি লাইভ মার্কেটে যখন আপনি ট্রেড করবেন তখন আপনার মধ্য নানা রকম টেনশন কাজ করবে। কেউ কেউ একবার লাভ করে বেশি আয় করার জন্য আবারো ট্রেড করতে যেয়ে ব্যালেন্স শূন্য করে ফেলে।তাই জেনে অভিজ্ঞ হয়ে তারপর ট্রেড করা উচিত।
-
যেকোন ধরনের ব্যবসায় লাভ এবং লস থাকবে আর তাই আপনাকে খুবই সতর্কতার সাথে ট্রেড করতে হবে । আর আপনাকে লাভ করতে হলে যেই দেশের পেয়ার ট্রেড ওপেন করবেন ঐ দেশ সম্পর্কে ভাল ভাবে জেনে ট্রেড ওপেন করবেন তাতে আপনার ট্রেডের অন্ত্ররমুখি থাকবেন আর যদি পেয়ার সম্পর্কে না জেনে ট্রেড করেন তাহলে যেকোন সময় মার্কেট আপনার বিপরিতে চলে যেতে পারে আর তাতে আপনি লসে পরে যেতে পারেন। এখানে ১০০% জ্ঞ্যান অর্জন করতে হলে ফোরাম এবং ডিমোতে একাউন্ট খোলে এটা সম্পর্কে ভাল ভাবে জানতে হবে।
-
ফরেক্স মার্কেট এ লাভ এবং লস দুটি আছে । আমি মনে করি যে ফরেক্স মার্কেট হলও মানি মেকিং বিজনেস । সবই করতে পারে এই বিজনেস ফরেক্স মার্কেট হলও ভালো মাধ্যম ইনকাম এর সব এই বিজনেস এর সাথে থাকা উচিৎ আমি মনে করি ।
-
ফরেক্স ব্যবসা অন্য ব্যবসার মত করে লাভ লস আছে অন্য ব্যবসাতে যেমন লাভ লস আছে তেমনি ফরেক্স ব্যবসা তে লাভ এবং লস আছে তবে ফরেক্স ব্যবসা অন্ন যে কোন ব্যবসা থেকে ভাল ব্যবসা ফরেক্স মার্কেটে একবার লস করলে পরের বার আবার লাভ হতে পারে ।
-
ফরেক্স মার্কেট এ লাব লস উভইটি রয়েছে। তাই কি আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করবোনা। আমরা যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে যানতে পারি তাহলে আমাদের লস হওয়ার সম্ভবনা কম থাকবে।তাই আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানুন তারপর ট্রেড করু। আমরা যদি ফরেক্স মার্কেট এ যে তিন ধরণের এনালাইসিস আছে সে এনালাইসিস গুলো মেনে ট্রেড করি তাহলে আমাদের ফরেক্স মার্কেট লস হওয়ার সম্ভবনা কম থাকবে। তাই আগে জানুন তারপর ট্রেড করুন।
-
হ্যাঁ কারণ এটা একটা ব্যবসা এজন্য লাভ লস দুটোই হতে কিনু এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে যে আপনি ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করবেন কারণ আপনি যদি মার্কেট এনালাইসিস করে ট্রেড করেন তাহলে আপনি এখান থেকে লাভ করবেন আর যদি ভালো এনালাইসিস করতে না পারেন তাহলে লস করবেন
-
লাভ লস আছে বলেই তো একে ব্যবসা বলা হয় । কারণ ব্যাবসার অন্যতম বৈশিষ্ট হল এখানে লাভ লস থাকবেই । এতে কোন সন্দেহ নেই । ফরেক্স হল এমন একটা ব্যবসা যেখানে চোখের পলকেই লাভ লস করা যায় । ফরেক্স লাভ হোক আর লস হোক উভয় মূহূর্ত যারা সমানভাবে ইনজয় করতে পারে তারাই শুধু মাত্র ভালো ট্রেডার হতে পারে । তাই ফরেক্স ব্যবসায়ে লস করলে হতাশ হওয়ার কোন দরকার নেই বরং এটাকে স্বাভাবিকভাবে নেয়াটাই হল বুদ্ধিমানের কাজ । একটা কথা মনে রাখতে হবে ব্যার্থতাবিহীন সাফল্য কোন আনন্দ নেই ।
-
ফরেক্স মারকেট এমন একটা মারকেট যেখান থেকে টাকা আসতেও সময় লাগে না টাকা যাইতেইও সময় লাগে না। তাই আমি বলব যে ফরেক্সে লাভ ও লস এর সম্ভাবনা ১০০% । তাই ফরেক্স করতে হলে দেখে শুনে আগাতে হবে। সব ব্যাবসা এরই লাভ ও লস থাকতে পারে। তাই চিন্তাভাবনা করে আগাতে হবে। ফরেক্স করে কেউ যদি চায় তার নিজের জীবনকে পরিবতন করতে পারে।
-
ফরক্স ব্যবসাতে লাভ এবং লস দুটোই হবার সম্ভাবনা থাকে।কেননা এটি অন্য যেকোনো ব্যবসার মতই।সুতরাং এখানে সবসময়ই লাভ-লস এর সম্ভাবনা ১০০% থাকবে।
-
ব্যবসা মানে লাভ ও লস দুটোই থাকে। যেখানে লাভের সম্ভাবনা থাকে সেখানে লসেরও সম্ভাবনা থাকে। আর যেহেতু ফরেক্স একটি ব্যবসা কেন্দ্র, আর তাই ফরেক্স ব্যাবসায় লাভ ও লস এর সম্ভবনা রয়েছে।