-
জন্মগত ভাবে কেউ কখনও ট্রেডার নন, তবে মেধার একটা ব্যপার থাকে যেটা অনেকের একটু তারাতারি কাজ করে। আবার কারওটা একটু দেরিতে। ফরেক্স একটি জটিল এবং অত্যান্ত রিস্কি ব্যবসা। এখানে মেধা যতটুকু কাজ করাতে তার চেয়ে বেশী প্রয়োজন প্র্যাকটিস এর প্র্যাকটিস করলে যে, কোন কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। সুতরাং ফরেক্স আয়ত্ব করতে মেধার সাথে সাথে প্ররিশ্রম, একাগ্রচিত্ততা,ধৈর য্যর প্রয়োজন। যে টা অনেকের মাঝে থাকে না। তারা ভাগ্যকে দোষারোপ করে।
-
ফরেক্স মার্কেটে একজন বিগেনার ট্রেডার ফরেক্স সমন্ধে অনাভিজ্ঞ হয়েও আন্দাজে ট্রেড এন্ট্রি নিয়ে হয়তোবা প্রচুর লাভ করতে পারে।তাই বলে ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে জন্মগত ভাবে ট্রেডারের সিকৃতি দেওয়া যাবেনা।কারন সে না বুঝে প্রফিট করতে পারে কিন্তু সেই প্রফিট বেশিদিন ধরে রাখতে পারবে না। ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে কমপক্ষে ৫ বছর সময় দিতে হবে।তাই বনা যেতে পারে একজন ট্রেডার জন্মগত ভাবে কখনো ট্রেডার হতে পারে না।ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে আপনাকে প্রচুর পড়াশুনা ও প্রাক্টিস করতে হবে।
-
জন্মগত ভাবে কেউ কখনও ট্রেডার নন, তবে মেধার একটা ব্যপার থাকে যেটা অনেকের একটু তারাতারি কাজ করে। আবার কারওটা একটু দেরিতে। ফরেক্স একটি জটিল এবং অত্যান্ত রিস্কি ব্যবসা। এখানে মেধা যতটুকু কাজ করাতে তার চেয়ে বেশী প্রয়োজন প্র্যাকটিস এর প্র্যাকটিস করলে যে, কোন কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। সুতরাং ফরেক্স আয়ত্ব করতে মেধার সাথে সাথে প্ররিশ্রম, একাগ্রচিত্ততা,ধৈর য্যর প্রয়োজন। যে টা অনেকের মাঝে থাকে না। তারা ভাগ্যকে দোষারোপ করে।
-
জন্মগত ভাবে কেউ শিখে আছে না । একজন ভাল ট্রেডার অনেক লাভ ক্ষতি করে ভাল ট্রেডার হয়েছে । সে ফরেক্স এ কাজ করে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে । কোন জিনিস নিয়ে এক টানা কাজ করলে অবশ্যই এসময় সে কাজ টা আগে চাইতে অনেক ভাল হবে । ধীরে ধীরে অভিজ্ঞতা প্রয়োগ করে ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জনে সক্ষম হয়া যায়
-
ফরেক্স মার্কেটে একজন দক্ষ এবং সাফল্য ট্রেডার হতে তাকে অনেক কষ্ট এবং ত্যাগ লস লস এগুলো সম্মুখীন হতে হয় আর এসবের জন্য অবশ্যই ফরেক্স মার্কেটে প্রচুর সময় দিতে হবে এবং ফরেক্স মার্কেটে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে হবে দক্ষ ট্রেডার হতে হলে ফরেক্স মার্কেটে যেসব রুলস আছে সেগুলো ফলো করতে হবে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে এসবই একজন দক্ষ ট্রেডার এর গুণাবলী
-
জন্মগত ভাবেই আমরা কোন কিছু শিখে বা বুঝে আসি না। তেমনি ফরেক্স মার্কেটের কাজ কেউ জন্মগতভাবে এই প্রশিক্ষণ নিয়ে আসেনি। এখন মানুষ অনলাইনের মাধ্যমে আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য নানা ধরনের কাজ করে থাকে। তার ভিতরে ফরেক্স একটি ওয়ার্ল্ডওয়াইড ব্যবসায়ীক প্রতিষ্ঠান। যেখানে অল্প সময় ব্যয় করে অনেক প্রফিট ইনকাম করা সম্ভব হয়। যার ফলে মানুষ আর্থিকভাবে লাভবান হচ্ছে। কোন কাজ করতে গেলে শেখার প্রয়োজন আছে। তেমনি ফরেক্স শিখতে হবে জানতে হবে বুঝতে হবে। তাহলে হয়তোবা একসময় সফল ট্রেডার হওয়া সম্ভব হয়।
-
ফরেক্সে অনেকে নতুন অবস্থায়ই প্রফিট করে আবার অনেকে দীর্ঘদিন ট্রেড করেও প্রফিট করতে পারে ন। যে পারে তার ভাগ্য ও জ্ঞান দুটোই ভালে আর যে পারে না তার কপাল মন্দ। প্রফিট করার জন্য নতুন আর পুরাতনের বিষয় যুক্ত করে লাভ নেই। যে ভালো করে এনালাইসিস করতে পারে সে আজ না হোক কাল প্রফিট করবেই। তাই আগে ভালো করে জানতে হবে তারপরে ট্রেড করতে হবে।
-
জন্মগত ভাবে কেউ কোনো প্রকার শিক্ষা নিয়ে পৃথিবীতে আসে না । সবাই ধীরে ধীরে বড়ো হওয়ার মধ্যে ভালো শিক্ষা বা অভিজ্ঞতা অর্জন করে থাকে । তাই ফরেক্স মার্কেটে ও কেউ নতুন অবস্থাতে ভালো অভিজ্ঞতা নিয়ে আসে না,,, ধীরে ধীরে তাকে ফরেক্স মার্কেটের সকল প্রকার কৌশল অবলম্বন করতে হয় । আর এসব কৌশল অবলম্বন করার একমাত্র পন্থা হলো ডেমো ট্রেডিং প্রাকটিস এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও দেখে ভালো অভিজ্ঞতা অর্জন করা,,,,,, ধন্যবাদ ।
-
আমি এই সত্যের আলোকে একেবারেই একমত হই না যে গ্রহটির কেউই কোনও অভিজ্ঞতা নিয়ে বিশ্বে আনা হয় নি তবে বোঝার দরকার নেই। সুতরাং আমি মনে করি যে ব্যক্তিরা ফরেক্স শোকেসে গ্রহণযোগ্য এবং দক্ষ ব্যবসায়ীগণ কোনও ক্ষেত্রে আমাদের মতোই ছিলেন। তারা এখন তাদের অভিজ্ঞতা এবং দক্ষতা প্রয়োগ করে কিছুটা হলেও উন্নত করতে সক্ষম হবে। সুতরাং আমি আপনাকে গ্রহণ করি ফরেক্স শোকেসে আপনি যত বেশি সময় এবং কৌশলতে সক্ষম হয়ে উঠবেন, তত বেশি সুবিধা আপনি এ থেকে তৈরি করার বিকল্প পাবেন। এখান থেকে শালীন সুবিধার্থে আপনার কল্পনা করার কোনও ব্যবসায়ী হওয়ার দরকার নেই। আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার সাথে আপনাকে বণিক হিসাবে কাজ করতে হবে।
-
ভাই পৃথিবীতে কেউ কোন দিন জন্মগত ভাবেই দক্ষ হয়ে আসে না বরং সে দক্ষ হয় তার কর্ম ও জ্ঞান দ্বারা। যদি আপনি আপনার জ্ঞান অভিজ্ঞতা সঠিকভাবে প্রয়োগে সক্ষম হতে পারেন তাহলে অবশ্যই ভবিষ্যতে আপনি সফলভাবে এগোতে পারবেন। আর যদি আপনার কোন অভিজ্ঞতা না প্রয়োগ করে সে কাজে সফল হতে চান তাহলে সে কাজে আপনি কখনই সফল হতে পারবেন না বরং লস করে সেখান থেকে চলে যেতে বাধ্য হবেন। এজন্য আপনি যদি কোন কাজে ভাল সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে কমপক্ষে ৫ বছর সময় দিতে হবে।তাই বলা যেতে পারে একজন ট্রেডার জন্মগত ভাবে কখনো ট্রেডার হতে পারে না।ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে আপনাকে প্রচুর পড়াশুনা ও প্রাক্টিস করতে হবে।