-
আপনি সত্যি কথা বলেছেন ভাই ফরেক্স মার্কেটে আসলে অনেক লোক করতে আসে কিন্তু শেষ পর্যন্ত এদের ভিতর খুব কম সংখ্যক লোকই টিকে থাকে এর প্রধান কারণ হলো ফরেক্স মার্কেটের চাপ সবাই সহ্য করতে পারে না এখানে প্রচুর পরিমাণে জ্ঞানের প্রয়োজন এখানে যদি পর্যাপ্ত পরিমাণ দক্ষতার অভাব থাকে তাহলে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব হয়না আর এর জন্য অবশ্যই ফরেক্স মার্কেটে প্রাথমিকপর্যায়ে প্রচুর পরিমানে সময় দিতে হয় এবং অনেক কাজ বুঝে নিতে হয় যদি এখানে কেউ হেলাফেলা করে তাহলে সে ফরেক্স মার্কেট থেকে দূরে সরে যাবে যে কারণে ফরেক্স মার্কেটে 100 ভাগের 95 ভাগ ট্রেডার অচিরেই ঝরে পড়ে
-
ফরেক্স এ আসলে সবাই সফলতা পাবে না এটাই স্বাভাবিক। কারণ ফরেক্স এ যে চিন্তা নিয়ে আসেন যে, ট্রেড করলেই অনেক টাকা অনেক কিছু যা কি না অস্বাভাবিক আশা। এবং এই আশা অল্প দিনে ভঙ্গ এটা সবাই হজম করতে পারেন না। অনেক নবাগত রা বার বার ডিপোজিট করেন যে, কেন হচ্ছে সেটা দেখার জন্য তাতে বার বার লস হওয়াতে পরে মনে করেন ফরেক্স ট্রেড আসলে ভূয়া ব্যবসা এখানে শুধু লস হয় এবং তিনি বিদায় নেন এবং এদের সংখ্যাই বেশী। ফরেক্স মার্কেট এ ৫% ট্রেডার লাভ করতে পারে আসলে কথা হল ফরেক্স মার্কেট এ যারা নতুন ট্রেডার আসে তাদের ১০০ জনার মধ্য ৫ জন ট্রেডার লাভ করতে পারে। তবে সতর্কতার সাথে কাজ করলে সফল হওয়া যায় বলে আমার বিশ্বাস । আর অসতর্কতার কারনে বেশিরভাগ ট্রেডার লস খায়। শেষ পর্য্ন্ত টিকে থাকতে পারে না তাই সফলদের সংখ্যা অনেক কম দেখা যায় । আপনি দেখবেন ফরেক্স মার্কেট এ বাংলাদেশ এ এখন অনেক সফল ফরেক্স ট্রেডার আছে যারা ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করছে তারা এখন ফরেক্স মার্কেট এ ট্রেড করে ভাল আছে।
-
অবিশ্বাস্য হলেও এটাই চরম সত্য।প্রথম প্রথম আমিও এই কথাটি বিশ্বাস করতাম না কিন্তু পরে যখন ট্রেডিংয়ে লস করে ফেলি এবং একাউন্ট ব্যালেন্স প্রায় শূন্য হওয়ার উপক্রম হয় তখনই আসলে কথাটার মর্মার্থ বুঝতে পারি।ফরেক্সে না বুঝে ট্রেডিং করলে বা ট্রেডিং এর আগে ভালো করে মার্কেট এনালাইসিস না করলে অথবা সঠিক মানি ম্যানেজমেন্ট ট্রেড না করলে সবার ক্ষেত্রেই লস হয়।আর ফরেক্স এর 95 শতাংশ ট্রেডার এই নিয়মগুলো মেনে ট্রেড করে না বিধায় প্রায় সময়ই লসে থাকে।
-
আমার দৃষ্টিকোন থেকে ফরেক্স এ সাইকোলজিক্যাল বিষয়টা বেশি কাজ করে। কারন যখন তখন ট্রেড করা ফরেক্স এ বো্কামী। আমিও জানি যে এই বাজারে শতকরা ৫ ভাগ ট্রেডারাই সফল আর বাকি ৯৫ ভাগ ট্রেডাররা বিফল। আর আমি এটা বাস্তবতার প্রমাণ পেয়েছি যখন আমি এই বাজারে প্রবেশ করি। শুরুতে আমি ভাবছিলাম এই বাজার অনেক সহজ আর খুব সহজেই এই বাজার থেকে আমি মুনাফা উপার্জন করতে পারবো কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমি দেখলাম এই বাজার থেকে সহজে মুনাফা উপার্জন করা সম্ভব নয়। আর আমার মনে হয় প্রায় সকল নতুন ট্রেডাররাই এটা মনে করে যার ফলে খুব কম সংখ্যাক ট্রেডার এই বাজারে সফলতার সহিত মুনাফা উপার্জন করতে পারে।আর মানসিকভাবে সেই মন মানসিকতা বেশির ভাগ ট্রেডার এর থাকে না। একটা ট্রেড এ লস করলে পরের ট্রেড এ সব লস রিকভার করার জন্য আমরা বড় লটে ট্রেড দিয়ে বসি।