-
যারা প্রাইচ একশনে ট্রেড করে তারা সকালেই ট্রেড করে। কিন্তু যারা স্কালপার তারা সকালে ট্রেড করাটা বোকামী। কেননা এশিয়ান সেশন এ মার্কেট কিছটা মুভ হয়ে থাকে। আগে এ্যানালাইসিস করা শিখুন এবং অভিজ্ঞতা অর্জন করুন। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কিভাবে এবং কখন ট্রেড নিবেন।
-
আপনি নিজেও জানেন যে সকালবেলা মার্কেটে মুভমেন্টের পরিমাণ কম থাকে তাই আমার কাছে সকাল বেলা ট্রেডিং এর জন্য উপযুক্ত সময় বলে মনে হয় না। কেননা মার্কেটে মুভমেন্ট না থাকলে আমরা প্রফিট করতে পারবো না। তাই সকালের থেকে বিকালবেলা বা দুপুরের পরে ট্রেডিংয়ের জন্য উপযুক্ত বলে মনে হয়। কারণ বাংলাদেশ সময় দুপুর একটার পর থেকেই মার্কেটে মুভমেন্ট এর পরিমাণ বাড়তে থাকে।তবে বিশেষ করে সন্ধ্যা সাতটা থেকে রাত 9 টা পর্যন্ত মার্কেট মুভমেন্ট এর পরিমাণ তুলনামূলক অনেক বেশি থাকে তাই এই সময়টা আমার কাছে সব থেকে উপযুক্ত সময় বলে মনে হয়।
-
ফরেক্স মার্কেটে ৪টি ট্রেডিং সেসন রয়েছে যেকারনে ২৪ঘন্টাই আপনি ট্রেড করতে পারবেন৷আমাদের দেশের সময় অনুযায়ী ভোর বেলা ৪টা থেকে ৫টা এবং ৫টা থেকে ৬টা...৭টা বা ৮টা পর্যন্ত এই সময়টাতে সিডনী ও টোকিও সেসনে ভালো লেনদেন হয়ে থাকে৷তাই ঐ সময়ে aud,nzd ও jpy কারেন্সী সংযুক্ত পেয়ারে ট্রেড করতে পারেন,কোনো সমস্যা নেই৷
-
প্রায় সব পেয়ারের নিউজ প্রকাশিত হয়। তবে সকাল বেলা কোন পেয়ারে ট্রেডে এন্ট্রি না নিয়ে আপনি দুপুর ও সন্ধ্যা দিক দিয়ে নিউজগুলো ফলো আপ করতে পারেন এবং সে অনুযায়ী ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন।মার্কেট সপ্তাহে ৫ দিন থাকে। মার্কেট ২৪ ঘণ্টাই খোলা তাই আপনি যে কোন সময় ট্রেড ওপেন ও ক্লোজ করতে পারবেন।
-
আপনি নিউজ প্রকাশ হবার পরে ট্রেড নিন। কারন নিউজ প্রকাশ হবার পরে কেন্ডেলের আচার পরিবর্তন হয়। তাই ডেইলি কেন্ডেল ফেলো করুন আর পেন্ডিং ট্রেড খুলে রাখুন। টিপি আর স্টোপ লস ইউজ করুন। তবে সকাল বেলা কোন পেয়ারে ট্রেডে এন্ট্রি না নিয়ে আপনি দুপুর ও সন্ধ্যা দিক দিয়ে নিউজগুলো ফলো আপ করতে পারেন এবং সে অনুযায়ী ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন।
-
ফরেক্স ট্রেডিং সকালবেলায় করা যায় খারাপ নয়। কিন্তু আমাদের দেশে এক সময় অনুযায়ী এটা সকালে করা কতটা উত্তম হয়না। কারণ আমাদের দেশে সময় অনুযায়ী একটা থেকে নটার ভিতরে করা উচিত।
-
বাংলাদেশের কোন সময় কোন পেয়ারেট মার্কেট বেশি মুভমেন্ট করে তাহা আগে জানতে হবে। শুধু সকাল বলে মার্কেট মুভমেন্ট করবে বিষয়টি এমন নয়। ফরেক্স মার্কেটে টাইম সেশন ওয়াইস মার্কেট বেশি মুভমেন্ট করে। আমরা যদি গোল্ড রেট করি তাহলে সেটা সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বেশি কমেন্ট করে। আবার nzd এবং aud পেয়ারে ট্রেড করলে সেগুলো ভোরবেলা বেশি মুভমেন্ট করেন।
-
আমি ফরেক্স মার্কেট এ নতুন। তাই এই সম্পর্কে ধারণা কম। ২৪ঘন্টাই মার্কেট খোলা থাকে যে কোন সময় কাজ করা যেতে পারে। কোন সময় উত্তম তা আমার জানা নেই। তাই আমি আশা বাদি আপনারদের কাছ থেকে ধারণা পাব।
-
ফরেক্স ট্রেডে লাভ নির্ভর করে মার্কেটের উপর তার জন্য সকাল-বিকাল না যখন মার্কেটে জানি হয়ে যায় তখন মার্কেটে লেনদেনের বিনিয়োগের কাজ কাম চলে তাই সকালেই কাজগুলো বেশি সাধারণত হয় তার জন্য সকাল বেলা মার্কেট রানিং থাকে তখন ফরেক্স এর কাজ করলে অনেক লাভ করা যায় এবং সকালবেলা করলে তার জন্য অনেক ভাল হয়।
-
ফরেক্স এর নির্দিষ্ট কোন সময় নেই এটা রাত দিন 24 ঘন্টায় চালু থাকে। আমি একজন নতুন ট্রেডার তাই আমি সকল ট্রেডারদের কাছে জানতে চাচ্ছি কোন সময়টাতে মুভমেন্ট বেশি হতে পারে। সকালের সময়টা নাকি বিকালের সময়টাতে। আমাকে কেউ বললে আমি উপকৃত হব। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি সঠিক সময়ে ট্রেড করতে না পারি তাহলে প্রফিট হওয়ার সম্ভাবনা কম থাকবে।