-
আমার মনে হয় আপনি একেবারেই সময় পান না বিষয়টি এমন নয়, 24 ঘণ্টার মধ্যে কয়েক ঘণ্টা আপনি অবসর সময় অতিবাহিত করে থাকেন। সেই সময়টুকু যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই ততটুক সময় ভাল প্রফিট করা সম্ভব। আমি আপনার সাথে একমত যে দিনে একবার ডেইলি চার্ট দেখলে অনেকটা সুবিধা পাওয়া যায় কিন্তু অনেক সময় নিউজ এর ভিত্তিতে অনেক মুভমেন্ট হয় তখন মাঝে মাঝে বিভিন্ন পরিস্থিতির শিকার। আপনি যখন সময় পান না কেন তখন যদি একটি ভাল এনালাইসিস করে স্টপ লস টেক প্রফিট ব্যবহার করে ট্রেড করেন তাহলে আমার মনে হয় আপনার কর্ম এর পাশাপাশি আরও একটি অর্থ উপার্জনের উৎস আপনি খুঁজে পাবেন।
-
আসল কথা হলো আপনি যদি ফরেক্সে সফলতা পেতে চান তা হলে অন্তত সাপ্তাহে ৩ দিন সময় বের করুন। আর এই বাবে ৬ মাস থেকে ১ বছর ডিমো ট্রেডিং এ সময় দিন। আর আপনি যখন দক্ষ ট্রেডার হয়ে উঠবেন তখন এতো সময় ব্যায় করতে হবে। আপনি যদি বেশি সময় না পান তাহলে আপনি দীর্ঘমেয়াদী ট্রেড করতে পারেন। আমার মনে হয় না যে আপনি ২৪ ঘণ্টার মধ্যে সেটার জন্য কোন সময় বের করতে পারবেন না। আমিও তেমন একটা সময় পাই না এই ব্যবসা করার জন্য কারণ আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আর আপনি তো জানেনই সেখানে জব করে সময় বের করা কতটা কঠিন। তারপরও আমি যতটুকু সময় পাই সেখান হতে কিছু সময় আমি এই মার্কেটে ব্যয় করি এনালাইসিস করার জন্য।
-
আমার কাছে মনে হয় ফরেক্স কোন তাড়াহুড়া করে সফলতা অর্জন করার জায়গা নাই যদি আপনার একদমই সময় না থাকে তাহলে আমি বলব এই ব্যবসা থেকে আপনি দূরে থাকুন না হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। ফরেক্স মার্কেট মুভমেন্ট কেমন হবে সেটি কোন চার্ট বলতে পারবে না। বিভিন্ন নিউজের কারণে মার্কেট অনেক বেশি মুভমেন্ট করে যা আপনি চার্ট এনালাইসিস করে বের করতে পারবেন না। ফরেক্স করার জন্য সবগুলো চার্ট উপযোগী কিন্তু এর চেয়ে বেশি দরকার হচ্ছে নিউজ সম্পর্কে বুঝতে পারা। ফরেক্স থেকে সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই সময় বের করে তারপর কাজ করতে হবে না হলে আপনি শুধু লস এর সম্মুখীন হবেন।
-
ফরেক্স ট্রেড করতে হলে সারাদিন মার্কেটের সামনে বসে থাকার প্রয়োজন পড়েনা একজন যদি দিনে একবার অথবা সপ্তাহে দুই থেকে তিনবার চার্ট এর সামনে বসতে পারেন তবেই সে যেকোনো ট্রেড এন্ট্রি নিতে পারবেন।আমি ও ট্রেড এ সময় দিতে পারি না তাই যখন সময় পাই. একটা ট্রেড ওপেন করে Take Profit দিয়া ট্রেড করি যখন লাভ হয় তখন অটোমেটিক ট্রেড Close হয়ে যাই।ফরেক্স মার্কেট ২৪/৫ খোলা থাকে। আপনি প্লান করে ২৪ ঘণ্টার মধ্যে এমন সময় বেছে নিতে পারেন যে সময় আপনি ফ্রী থাকবেন। আপনি প্রতিদিন সেই সময়ে ট্রেড করতে পারবেন।
-
ফরেক্স ট্রেড করতে হলে সারাদিন মার্কেটের সামনে বসে থাকার প্রয়োজন পড়েনা. একজন যদি দিনে একবার অথবা সপ্তাহে দুই থেকে তিনবার চার্ট এর সামনে বসতে পারেন তবেই সে যেকোনো ট্রেড এন্ট্রি নিতে পারবেন.