-
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে কিছু ট্রেড এ লস হবেই তাই দুই একটা ট্রেড এ লস হলে আপনাকে আপনার ট্রেডিং সিস্টেম টা ভাল করে দেখে নিতে হবে আপনি আপনার ট্রেডিং সিস্টেম এর নিয়ম গুল মানছেন কিনা যদি মেনে থাকেন তারপর ও লস হয় তাহলে আপনি আগে যে লট এ ট্রেড করতেন তার চেয়ে ছোট লট এ ট্রেড করুন এর পর ও যদি লস হয় তাহলে কিছু দিন ট্রেড করা থেকে বিরত থাকুন ১ সপ্তাহ পর আবার শুরু করুন
-
বৈদেশিক মুদ্রার বাজার থেকে আরও বেশি লাভ অর্জনের জন্য একজনকে তার লোভ নিষ্পত্তি করতে হবে এবং ফরেক্সকে প্রচুর জ্ঞানের প্রয়োজন হয় তাই বাজারের অনুভূতিটি প্রথমে শিখতে হবে এবং ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করা উচিত। ধারাবাহিক মুনাফা অর্জনের জন্য আমাদের উচ্চ অর্থ পরিচালনার কৌশল ব্যবহার করা উচিত। ক্ষতি ব্যবসায়ের একটি অংশ তবে এতে আপনার আবেগকে প্রভাবিত করবেন না এবং কেবল স্থিতিশীল থাকুন।
-
এই পর্যায়ে ট্রেডারের একটা বড় ধরনের লস করার ফলে মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে টুকটাক জ্ঞান লাভ করে। তখন বুঝতে পারে এতদিন যে গেইনের পেছনে ছুটেছে সেসব ছিল মরিচিকা। কিন্তু এখন তার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকলেও নেই প্রপার ফান্ড। তারপরো অনেক ট্রেডার এই পর্যায় থেকে বাউন্স বেক করতে সক্ষম হয়। তখন বুঝতে পারে মাসে ৫% – ৬% গেইন যদি নিয়মিতও আনা যায় তাহলেও অনেক।
-
ফরেক্স একাউন্ট করতে গেলে আমার লস হয় তাহলে আমি কি করবো কারন আমার যদি ফরেক্স একাউন্ট করে লস হয় তাহলে আমি ফরেক্স বোনাস অপশনে থেকে প্রতিদিন 2 ডলার করে জমিয়ে আবার আমি ফরেক্স ট্রেডিং করে নিজেকে আবার দাঁড় করাব এবং নিজেকে প্রতিষ্ঠা করব কারণ একবার হলেও দ্বিতীয়বার লাভ করতে পারব তবে আমার ফরেস্ট সরকার যদি আমি ভালোভাবে জানি এবং বুঝে করি তাহলে আমার লস করতে হবে না আমি লাভ করতে পারব ফরেক্স এর মাধ্যমে।
-
সকল ধরনের ব্যবসায়ই লাভ লস থাকে। তাই ফরেক্সে ও লস হতেই পারে। তাই বলে মন খারাপ বা ভেঙে পরা যাবে না। লস হলে একটু সময় নিন, মাথাটা ঠান্ডা রাখুন, বুঝন, তার পরে আবার ফরেক্স করেন দখবেন ঠিক আবার ঘুরে দাড়াতে পারবেন।
-
লস হলে করনীয় :-
লস হলে করনীয় :-
লস হলে ধৈর্য্য ধরতে হবে, লস কে প্রফিডে আনতে গেলে আরো বেশি লস হতে পারে। যদি দেখা যায় বেশি লসের দিক বা লেট করলে আরো লস হবে তখন হেজ ট্রেড করুন। তারপর বুজে দেখুন মার্কেট কোন দিকে বেশি উর্ধ্বগামী সেইদিকে খেয়াল রেখে ট্রেড করুন।
-
ধরুন আপনি নবাগত ট্রেডার আপনি যথেষ্ট পরিমানে লস করেছেন। এবং আবার ট্রেড করতে চান কিন্তু আস্থা পাচ্ছে না কি করবেন? আপনি ট্রেড করা ছেড়ে দেন। আগে ভালভাবে এই ফোরামে লেখা পড়া করেন অন্তত ৩ মাস। তারপর ডেমো ট্রেড করা শুরু করুন। তারপর বিভিন্ন ওয়েব সাইটে পড়াশুনা করবেন। ইউটিউব এর ভিডিও দেখে দেখে একটু একটু করে ট্রেড করা শিখবেন যদিও আপনি আগে থেকেই কিছু জ্ঞান আছে তারপরও পুরো বিষয়কে গুরুত্ব সহকারে দেখবেন, প্রতিনিয়ত নোট করবেন। সাবধান এর মধ্যে রিয়েল করবেন না। আপনার যখন দেখবেন যে ডেমো ট্রেড করছেন মানিম্যানেজমেন্ট সহ এবং লাভ হল কেন, লস হল কেন বুঝতে পারছেন। এবং আপনি ডেমো ট্রেড এ লাভ করতে পারছেন নিয়মিত। তখন আপনি রিয়েল ট্রেড করবেন তবে মানিম্যানেজমেন্ট, স্টপলস-টেকপ্রফিট সহ। আশা রাখি আপনি সফল হতে পারবেন।
-
যে কোন ব্যবসাতেই লাভ লোকসান থাকবেই। আর ব্যবসাতে লস হলে ভেঙ্গে পড়লে চলবে না।আগের ঠান্ডা মাথায় সে কারণগুলো চিহ্নিত করতে হবে এবং পরবর্তীতে সেই ভুলগুলো যেন না হয় সেদিকে খেয়াল রেখেই ট্রেড করতে হবে।সাধারণত নতুন ট্রেডাররা বেশি লসের সম্মুখীন হয়।কেননা তারা ফরেক্স সম্পর্কে ভালো -মন্দ না বুঝেই ট্রেড করা শুরু করে।প্রথম অবস্থায় লস এর কারণগুলো নোট করে নিতে হবে এবং পরবর্তীতে তার সমাধান করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
-
আমি মনে করি আপনার লস হয়েছে মানে আপনার এখনো কিছুটা কমতি আছে। ৬ মাস ডেমো ট্রেড করে প্রায় প্রতিবার লাভ করার পর ও অনেকে ট্রেড লসে চলে যায়। তারমানে আরো কিছু শেখার বাকি আছে। ফরেক্স সম্পর্কে ভালো -মন্দ না বুঝেই ট্রেড করা শুরু করে।প্রথম অবস্থায় লস এর কারণগুলো নোট করে নিতে হবে এবং পরবর্তীতে তার সমাধান করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
-
ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন ট্রেডারা খুব কমই লস করে থাকে। নতুনরাই বেশি লস করে এটাই স্বাভাবিক। লস ঠেকানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফরেক্স বিষয়ে সবকিছু জ্ঞান লাভ করা। মার্কেট এনালাইসিস করা জানতে হবে।
ফরেক্স কেউ যদি মার্কেট মুভমেন্ট ও এনালাইসিস করে তাহলে ফরেক্স লস হওয়ার সম্ভাবণা কম থাকবে। তাই লস থেকে বিরত থাকতে হলে অভিজ্ঞতা লাভের কোন বিকল্প পথ নেই।