যতক্ষণ আপনি আরেকজন এর এনালাইসিস ফলো করে ট্রেড করবেন ততক্ষন মনে রাখবেন আপনি কোন ট্রেডারের মধ্যেই পড়েন না। আপনি তখনই ট্রেডার হতে পারবেন যখন আপনি আসলেই নিজে মার্কেট বুজেন এবং সেই অনুযায়ী ট্রেড নিতে পারেন। হয়ত বা প্রথম প্রথম ভূল হতেই পারে সাজেশন নিন কিন্তু কারো এনালাইসিস এর সার্পোট নিয়ে ট্রেড করলে যদি কোন কারণে সে সিগন্যাল বা এনালাইসিস বন্ধ করে দেয় তবেই আপনি শেষ। তোছাড়া ট্রেড করার পূর্বে মার্কেটের অবস্থা জেনে নিতে হবে ।এজন্য ফরেক্স এ ট্রেড করার আগে মার্কেট এনালাইস করে নিতে হবে ।